সাভারে প্রধানমন্ত্রীর উপহার ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ (ভিডিও)

Loading

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ১৫ টাকা কেজি চাল বিতরণ করা হয় ।

রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ঈদগাঁ – স্কুল মাঠ প্রাঙ্গণে এই সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে চাল বিক্রিয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ৯টি ইউনিয়নের মোট ৫৩৭ জনের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে মোট ১৬.৬৪০ টন বিতরণ করা হয়।