স্টাফ রিপোর্টার: সাভার প্রেসক্লাবের এক জরুরি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে ক্লাবের জৈষ্ঠ্য সদস্য জাভেদ মোস্তফার সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সর্ব সম্মতিতে পূর্বের স্হগিত হওয়া সভাপতি জাভেদ মোস্তফা ও সাধারণ সম্পাদক রুপোকুর রহমান কমিটিকে পূনর্বহালের করা হয়। এছাড়াও ক্লাবের সদস্য নাজমুস সাকিব ও ইমদাদুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়েরের ঘটনায় তাদের প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবী উঠলে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানকে প্রধান করে ক্লাবের সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব সাহাকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও আগামী ৬মাসের মধ্যে গণতান্ত্রিক প্রকৃয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক শিবনাথ সাহা, নির্বাহী সদস্য শাহীন আলম চৌধুরী ও শামীম আহমেদ, সদস্য আব্দুল খালেক, বিপ্লব শান্ত, দিদারুল ইসলাম, একে আজাদ, রুবেল আহমেদ, মফিজুর রহমান সোহেল, জিল্লুর রহমান, বিদ্যুৎ আহমেদ, ওমর ফারুক, স্বপন পাটোয়ারী, মিজানুর রহমান, আব্দুর রশীদ, আলমগীর হোসেন, ইব্রাহীম খলিল, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, সালেহ আহমেদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।