সীমান্তের মানুষ সাবলম্বী হলে চোরাচালান কমেবে- রাজশাহীতে বিজিবি মহাপরিচালক
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ সীমান্তের মানুষ যতো বেশি সাবলম্বী হবে সীমান্তে ততো চোরাচালান কমে আসবে বলে জানিয়েছেন – বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর টি-বাধ এলাকায় এই নৌকাগুলো বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জানা গেছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে ২৫জন মাঝিকে নৌকা উপহার দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি লুঙ্গি, গামছা ও মাথইল।
বিজিবি জানায়, সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) হতদরিদ্র মাঝিদের মধ্যে এই নৌকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম, বিজিবিএম ( বার ), এনডিসি , পিএসসি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।