ধামরাইয়ে এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ১।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ইসমাইল হোসেন(২৫) নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায়।

নিহত ইসমাইল হোসেন আমরাইল উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছোট ছেলে। সে গোমগ্রাম বাজারে সন্ধি মানব উন্নয়ন সংস্থা নামে এক এনজিওতে চাকরি করে আসছিলেন।

এসময় স্থানীয়রা রাজিব হোসেন(২৮) নামে এক ঘাতককে আটক করেছে । ঘাতক একই এলাকারে বলে জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে , আজ মঙ্গলবার বেলা ১২টার এনজিওর টাকা (সদস্যদের বাড়ি থেকে) উত্তোলন করে তার অফিসে ফেরার উদ্দেশে গাঁওতারা এলাকায় পৌছালে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ত রাজিব হোসেনের নের্তৃত্বে এনজিও কর্মী ইসমাইল হোসেনের উপর হামলা চালায়। এসময় ইসমাইল হোসেনের ডাক চিৎকার করিলে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইসমাইল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী দৌড়িয়ে আসেন এবং এনজিও কর্মীর ব্যাগসহ একজনকে আটক করেন। রাজিব হোসেনের নের্তৃত্বে টাংগাইল এলাকায় আরো ২ জন দূর্বৃত্ত এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে। জনতা তাদের ধাওয়া দিলে রাজিব হোসেনকে আটক করে জনতা অপর দূর্বৃত্তরা এসময় দৌড়িয়ে পালিয়ে যায়।

পরে পুলিশে খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধারসহ জনতার হাতে আটক রাজিব হোসেনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে যাদবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়ুব আলী ইছাক বলেন, একটি এনজিওর কর্মী ইসমাইল হোসেন গাওতারা এলাকা থেকে ঋণের কিস্তির টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীরা ইসমাইল হোসেনকে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী রাজীব হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এছাড়া রাজীব হোসেনকে আটক করা হয়েছে । এ ঘটনায় নিহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।