সুন্দরগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

Loading

এনামুল হক, সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গণ এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৭৪ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান- মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ।

এসময় ছিলেন, বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- মজিবুর রহমান মজি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নুরুন্নবী সরকার, প্রকল্প ইঞ্জিনিয়ার- নুরুল হুদা, উপ-সহকারী ইঞ্জিনিয়ার- ফারুকুর রহমান, প্রধান শিক্ষক- রফিকুল ইসলাম, ইউপি সদস্য- জবেদ আলী, সাংবাদিক শামীম সরকার শাহীন, সমাজসেবক- আহসান হাবীব, আব্দুর রাজ্জাকসহ ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রংপুরস্থ পীরগঞ্জের জাহিদুল ইসলাম নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করছেন। ভবনটি নির্মাণ হলে বন্যার সময় ৪‘শ মানুষ ও ১‘শ গবাদী পশু আশ্রয় নিতে পারবে। অন্য সময় স্কুলের শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে।