প্রচ্ছদ অর্থনীতি সুন্দরগঞ্জে বিপিডিএ’র ফ্রী চিকিৎসা ক্যাম্প

সুন্দরগঞ্জে বিপিডিএ’র ফ্রী চিকিৎসা ক্যাম্প

Advertisement

Loading

সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টরস এসোসিয়েশন (বিপিডিএ)’র উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ মাষ্টারপাড়া আহলে হাদীস জামে মসজিদ মাঠে বিপিডিএ’র গাইবান্ধা জেলা আহ্বায়ক ডাঃ জিয়াউল হক সিদ্দিকী’র পরিচালনায় ও সাংবাদিক এনামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিপিডিএ’র রংপুর জেলা সভাপতি ডাঃ এমএ রহিম মিয়া, পীরগাছা উপজেলা সভাপতি ডাঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, পীরগাছা উপজেলার দপ্তর সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ, সুন্দরগঞ্জ উপজেলার যুগ্ম-আহ্বায়ক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন।

এসময় উপস্থিত ছিলেন, ৬ নং সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান, ৬নং সর্বানন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান জিয়া, বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, সোহানুর রহমান সোহান, ময়নুল মিয়া, উজ্জ্বল প্রামাণিক প্রমুখ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে ২’শ ২০ জন রোগীকে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।