স্টার অব দ্যা নিউজ গার্ডেন হলেন মজনু একাডেমির শিক্ষার্থী তাবাসসুম

Loading

স্টাফ রিপোর্টারঃ সাভারের শহীদ মজনু একাডেমির নবম শ্রেনির কৃতি শিক্ষার্থী সুবহা তাবাসসুম এর হাতে তুলে দেয়া হলো স্টার অব দ্যা নিউজ গার্ডেন এর পুরুষ্কার ।
পুরুষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা ও নিউজ গার্ডেন সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ও পরিচালক তানসিন আহমেদ সাদ্দাম।

উক্ত অনুষ্ঠানে ঘোষনা করা হয় , সাপ্তাহিক নিউজ গার্ডেন এর আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে স্টার অব নিউজ গার্ডেন তাবাসসুমকে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হবে ।

এছাড়াও বিশেষ মেধার অধিকারী শিক্ষার্থীদের এ পুরুষ্কার দিয়ে থাকে জনপ্রিয় সাপ্তাহিক নিউজ গার্ডেন।