স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ

অস্বাস্থ্যকর জীবনযাপন করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে এমনই একটি অ্যাপ তৈরি করেছে খরগপুর আইআইটির এক দল গবেষক। এই অ্যাপ সিগারেট খাওয়ার মতো দৈনিক অভ্যাস ঠিক করতে সাহায্য করবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে খরগপুর আইআইটি জানান, স্মার্টফোনের একাধিক সেন্সর ব্যবহার করে এই অ্যাপ কাজ করবে।

আইআইটি খরগপুরের রাজেন্দ্র মিশ্র স্কুল অব ইঞ্জিনিয়ারিং অন্ত্রপ্রিনিউয়ারশিপে এই অ্যাপ তৈরী হচ্ছে। ‘এই প্রযুক্তি কোন স্মার্টফোন বা ফিটনেস ব্যন্ডের সাথে যোগ করলে গ্রাহকের নড়াচড়া বুঝে নির্দিষ্ট চার্ট তৈরি করবে। এছাড়াও কতক্ষণ ফোন ব্যবহার করছেন গ্রাহক তা বুঝেও গ্রাহককে স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেবে এই অ্যাপ।’ বিবৃতিতে জানানো হয়েছে।

গবেষণার দলের প্রধান অধ্যাপক রাম বাবু রায় বলেন, ‘চারজন ব্যক্তির ওপরে আমরা এই অ্যাপ পরীক্ষামুলকভাবে ব্যবহার করেছি। এই চার জন ব্যক্তির GPS ডাটা ও শারীরিক নড়াচড়া ট্র্যাক করেছে এই অ্যাপ। এই সময় সব সাধারণ ও খারাপ জীবনযাপন আলাদাভাবে বুঝতে পেরেছিল এই অ্যাপ।’