সড়ক দুর্ঘটনা রোধে পাথওয়ে’র দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা

Loading

স্টাফ রিপোটার ঃ সড়ক দুর্ঘটনা এড়াতে বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে”র উদ্যোগে দিনব্যাপী হয়ে গেল সড়ক সচেতনতামূলক কর্মশালা। শুক্রবার রাজধানীর মিরপুরে শতাধিক রিক্সা ও মোটরসাইকেল চালকদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন ন্ওেয়াজ। এতে উপস্থিত চালকদেরকে সড়ক পরিবহন আইন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।বিভিন্ন রাইড শেয়ারিং চালকদের ক্ষেত্রে অধিকাংশ চালকদের তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যার ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং তাঁরা বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে পাথ্ওয়ে কর্তৃক বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাথ্ওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন চালকদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানার পাশাপাশি নিজের সচেতনতা গুরুত্বপূর্ণ। চালকদের সচেতন করার লক্ষ্যে এধরনের র্আও কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। অনুষ্ঠানে চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শুধুমাত্র একটি মানুষের জীবনকেই কেড়ে নেয় না, দুর্ঘটনার শিকার একটি পরিবারকেই সারা জীবনের জন্য অর্থনৈতিক ক্ষতির মধ্যে ফেলে দেয়। এক্ষেত্রে, দুর্র্ঘটনা এড়াতে, চালকদের সঠিক প্রশিক্ষণ ছাড়া যান না চালানোর প্রতি অনুরোধ করেন এই চিত্রনায়ক।

দিনব্যাপী এই কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ট্রাফিক সাইন ও সড়ক পরিবহন আইন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। নিরাপদের যান চলানোর ক্ষেত্রে এধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পাথ্ওয়ের প্রতি অনুরোধ জানান প্রশিক্ষণ গ্রহণ করা রিক্সা ও মোটরসাইকেল চালকরা।