ঝালকাঠির শীতলপাটি উন্নয়ন মূলক রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ” গামছা, পেয়ারা আর শীতল পাটি ও সুগন্ধা নদী এই মিলিয়ে ঝালকাঠি “ঝালকাঠি জেলাকে শিল্প সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করার অন্যতম শিল্প শীতলপাটি, গামছা, আমড়া,পেয়ারা ও মৃৎ শিল্প তার পাশাপাশি বর্তমানে সারাদেশ ব্যাপী খ্যাতি অর্জন করা ঐতিহাসিক দর্শর্ণীয় স্থানগুলোর মধ্য বিশ্বব্যাপী যারনাম সমাদৃত জগদীশপুর, শত্বাদসকাঠি, ভীমরুলী ভাসমান পেয়ারার হাট।

গত বছর বরিশাল রেঞ্জ ডিআইজি ঝালকাঠির এ ভাসমান পেয়ারহাট পরিদর্শন করেছিলে ।

এ বছরের শুরুতে গত ১৭/০১/২০২০ইং তারিখ বিকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের শীতলপাটি উন্নয়ন মূলক সমবায় সমিতির ঘর পরিদর্শন করেন। এবং সেই সাথে সমিতির সদস্যদের সাথেও বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম সমিতির সভা কক্ষে মতবিনিময় সভা করেন ।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজির সহধর্মিনী বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মালেকা খায়রুন্নেছা।

রাজাপুর উপজেলার হাইলাকাঠি ডহরশংকর গ্রামের শীতলপাটি উন্নয়নমূলক সমবয় সমিতির সভাপতি শ্রী তাপস পাটিকরের সভাপতিত্বে ও উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদারের তত্বাবধায়নে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মাহামুদ হাসান, রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন, ওসি তদন্ত মো:আবুল কালাম, রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য সহ এলাকার শতাধিক পাটিকর সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদার।

সুগন্ধা নদীর তীরে আমাদের ঝালকাঠি জেলার ঐতিহাসিক দর্শণীয় স্থানগুলোর মধ্যে রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি, শেরে -বাংলা একে ফজলুল হকের নানাবাড়ি, কবি জীবনানন্দ দাশ এর মামা বাড়ি ও কীর্ত্তিপাশা জমিদার বাড়ি উলেস্নখযোগ্য ।

এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গাবখান সেতু, ধানসিঁড়ি নদী, রূপসা খাল, গালুয়া পাকা মসজিদ, নেছারাবাদ কমপেস্নক্স, পোনাবালিয়া মন্দির, সিদ্ধকাঠী জমিদার বাড়ি, নলছিটি পৌর ভবন, চায়না কবর, কামিনী রায়/ কামিনী সেনের বাড়ী ইত্যাদি।