হরিরামপুরে মমতাজের উঠান বৈঠক

Loading

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দালংকা গ্রামের কাজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ ২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তিনি তার বক্তব্যে বলেন, কেউ যদি ক্ষমতায় থেকে ভাল কাজ করে, আরেকজন আইসা(এসে) বন্ধ করে, এগুলো নিয়ম হইয়া গেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। তানাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

এসময় মমতাজ বেগম বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলেছি ভাতার টাকা বৃদ্ধির জন্য, আপা আমার কথা আমলে নিয়েছেন।

তিনি বলেন, আমাকে এবং নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে।
পদ্মা সেতু থেকে হরিরামপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত বেরিবাধ নির্মানের প্রকল্প হবে জানিয়ে মমতাজ বলেন, হরিরামপুরে বেরি বাঁধ হয়েছে, কিছু কাজ চলমান আছে আর নদী ভাঙবেনা। ভাঙন রোধে কাজ করেছি। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

গালা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন হারুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার জলি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।