৩ শর্ত মেনে বার্সায় ফিরছেন নেইমার

নিউজ ডেস্ক ঃচলতি বছর দল বদলের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন ছিলো পিএসজি ছাড়ছেন ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেইমার। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও প্রকাশ্যে ঘোষণা দেন ভালো প্রস্তাব পেলে নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তাদের ক্লাব।

এরপরই আলোচনায় আসে নেইমারের বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে। এদিকে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিও চায় বার্সায় ফিরে আসুক নেইমার। ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেন নেইমার নিজেও। আর সব ঠিক থাকলে খুব শিগরিই পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন তিনি।

সূত্রের খবর, বার্সায় আসতে হলে তিনটি শর্ত মানতে হবে নেইমারকে। স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্ট’র দাবি, বার্সায় আসতে হলে নেইমারকে পূরণ করতে হবে ক্লাবের দেওয়া তিনটি শর্ত। এক- বেতনের পরিমান অনেক কমাতে হবে। দুই- বার্সার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তিন- জনসম্মুখে বার্সায় যোগ দেওয়ার ইচ্ছার কথা বলতে হবে।

জানা গেছে, ইতোমধ্য এই তিন শর্তে নেইমার ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। এমন দাবি করেছে ব্রাজিলের ম্যাগাজিন ‘স্পোর্টস’।