মানিকগঞ্জজেলার সিংগাইর থানার ভাষা শহিদ রফিক সেতুর পাশ থেকে একটি লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ ( ভিডিও)

বিপ্লব,সাভার ঃ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলায় সিংগাইর থানার ভাষা শহিদ রফিক সেতুর পাশ থেকে লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ ।শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলায় সিংগাইর থানার ভাষা শহিদ রফিক সেতুর পাশথেকে এক অটোহেলো বাইকের চালক আয়নাল (৩০) এর লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ ।

পুলিশ জানায় গতকাল শুক্রবার রাতের যেকোন এক সময় কে বা কাহারা এই ব্যক্তিকে মেরে লাশ এখানে ফেলে যায় । তাহা এখনো জানা যায়নি ।

অপর দিকে স্বজনদের দাবী আয়নাল হোসেন নতুন একটি হেলোবাইক কিনেছে , আর এই হেলোবাইক চুরি করেছেন যারা তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ।

মৃত আয়নাল হোসেনের বাড়ী রংপুর জেলার পূবর্ কচুয়ার সরদারপাড়া মকবুল হোসেনের ছেলে ।
এ বিষয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামল দায়েরের প্রস্তুতি চলছে ।