সাভারের দুই সামাজিক সংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জে , দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

Loading

সাভার প্রতিনিধি: সারা দেশজুরে যখন তীব্র ঠান্ডা ও শৈত্যপ্রবাহে জনজীবন হয়ে পরেছে দুর্বিষহ তখন সিরাজগঞ্জ জেলার অসহায়, দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে দাড়ালো সাভারের দুটি সংগঠন।সাভারের শীর্ষ দুই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংঘ সাহায্যের এক অঙ্গীকার’ ও ‘নবপুষ্প ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত কাঁঠালীয়া চর এলাকায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয় কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র।

এসময় আয়োজকরা বলেন, সিরাজগঞ্জের এই চর এলাকায় এবারের তীব্র শীতে এখন পর্যন্ত কোন সরকারী বা বেসরকারী সহায়তা পৌঁছায়নি। তাই সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে অবহেলিত চরবাসীর জন্য ঢাকার সাভার থেকে বিভিন্ন শীতবস্ত্র ও কম্বল নিয়ে আসা হয়েছে। সংগঠনগুলো তাদের সাধ্য ও সামর্থের মধ্যে সামনের দিগুলোতেও আসহায় মানুষের পাশে থাকবে বলেও জানান বক্তারা।

এসময় সংঘের সভাপতি সানি রহমান সাব্বির, নবপুষ্প’র সভাপতি ইয়াসিন রহমান, সাভার রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনসহ সংগঠনগুলো বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।