মাগুরার শ্রীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বছিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ।
অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,ইউপি সদস্য ও শ্রীপুর মডেল ও হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম টোকন,প্রধান শিক্ষক হাসেম আলী মন্ডল, নাজমা খাতুন, হামিদা খাতুন,শিরিন সুলতানা, মোক্তার আলী মিয়া,সহকারি শিক্ষক হারুন-অর-রশীদ ও বাকীবিল্লাহ প্রমূখ ।
আলোচনাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।