রাণীশংকৈলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে, ভ্রাম্যমান আদালতে জরিমানা

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ২০ মার্চ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত ৬ টি দোকানে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। করোনাকে পুজি করে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি বিভিন্ন পণ্যদ্রব্য বেশিদামে বিক্রি শুরু করেন।উপরন্তু তারা দোকানে মূল্যতালিকা রাখেন নি। এ দুই অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। বন্দর হাটখোলা বাজারে ২ টি মুদি ও ২ টি কাঁচামালের দোকানে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে শিবদিঘী পৌর বাজারে একই অপরাধে ১ টি মুদি দোকান ও ১ টি কাঁচামালের দোকানে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসঙ্গত: এসব দোকানে ৩০ টাকার পেঁয়াজ ৭০/৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এদিন সকালে এ তথ্য সাংবাদিকরা প্রশাসনকে জানালে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আফরিদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন, ও রাণীশংকৈল থানা পুলিশ।