ভ্যানে করে কর্মহীন -দুস্থদের বাড়িতে ত্রাণ পৌছে দিচ্ছে আতোয়ার ও তার বাবা

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্যে সাহাবাজ গ্রামের মোঃ আতোয়ার রহমান ও তার বাবা গ্রামে ভ্যানে করে কর্মহীন হয়ে পড়া ও দুস্থদের মাঝে তার ব্যক্তিগত অর্থে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিচ্ছেন।সোমবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্যে সাহাবাজ ও দক্ষিণ সাহাবাজ গ্রামে তিনটি ভ্যানে ত্রাণ নিয়ে গ্রামের ১৫০ টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে চাল,ডাল,লবন,সাবান,মরিচ,পিয়াজ,আলু ঘরে ঘরে পৌছে দেন মধ্যে সাহাবাজ পাড়াস্থ আতোয়ার ও তার বাবা মোঃ ফয়জার রহমান ।

এসময় তার বাবা ফয়জার রহমান বলেন, আমার তিন ছেলে ঢাকায় শিপইয়ার্ডে কর্মরত আছে তন্মধ্যে জানুয়ারী মাসেই দুই ছেলে বাড়ীতে এসেছে কিন্তু পরবর্তীতে দেশে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় তারা যেতে পারেনি। দেশের এ অবস্থায় যখন খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পরে ঠিক তখনি ছেলেদের সাথে পরামর্শ করে দুস্থ, কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার সিদ্ধান্ত নেই ।তাই আমরা আজকে আমাদের সর্বানন্দ ইউনিয়নের মধ্যে সাহাবাজ ও দক্ষিণ সাহাবাজ গ্রামের অসহায়, দুস্থ, কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছি। এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করছি ও ঘরে থাকার অনুরোধ করছি।সেই সাথে সমাজের বিত্তবান শ্রেণির মানুষের কাছে অনুরোধ করে বলেন ,, ভাই আপনারা যদি কয়েকজন বিত্তবান শ্রেণির মানুষ সম্মিলিত হয়ে একটি সমাজকে ক্ষুধা মুক্ত করেন তাহলে দেশে কোনো মানুষ অনাহারে থাকবেনা।