প্রচ্ছদ অপরাধ নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য...

নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

Loading

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্থানীয়সরকার মন্ত্রণালয় থেকে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে পৌছায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

বরখাস্তকৃত রেজাউল করিম সোহাগ নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত ১৫/০৪/২০২০ইং তারিখ দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্য সোহাগকে আটক করে ।

পরে ইউপি সদস্য সোহাগকে এক মাসের সাজা প্রদান করে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।