ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান
তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সাহায্যে তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে দ্বিতীয় ধাপে এসব ত্রাণ সহায়তা তুরস্কে পৌঁছানো হয়।
সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কানাডা ও বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তুরস্কের ইস্তান্বুলে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে বিমানের ফ্লাইট বিজি-৩০৫ এর মাধ্যমে ৭ হাজার ৭৪০ কেজি কার্গোপণ্য ঢাকা থেকে ইস্তান্বুলে পরিবহন করা হয়েছে।
ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস ত্রাণের পণ্যগুলো ইস্তান্বুলে পাঠিয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ৩০ টন ত্রাণসামগ্রী তুরস্কে পৌঁছে দেবে।
এর আগে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি কানাডার টরন্টো থেকে ফ্লাইট বিজি-৩০৬ এর মাধ্যমে ৩ হাজার ১০ কেজি ত্রাণ সহায়তা ইস্তান্বুলে পৌঁছে দিয়েছে বিমান। মূলত কানাডার টরন্টোতে অবস্থিত তুরস্কের কনস্যুলেট থেকে ত্রাণগুলো সরবরাহ করা হয়।
এদিকে টরন্টো থেকে ইস্তান্বুলে পণ্য পরিবহনের অনুমতি না থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পণ্যগেুলো পরিবহন করা হয়।
এ বিষয়ে বিমান কতৃপক্ষ জানায়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুর্গত মানুষের সেবায় সবসময় পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী দুই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি।