খুলনার খালিশপুর উপজেলায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যাক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। এদিন বিকেলে এলাকাবাসী তাজ (১৪), প্রেম (১৭), সিয়াম (১৭) ও আরমান (২২) আবু সাঈদসহ কয়েকজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে। তবে আরমান, উৎসব, রনি ও সজল পালিয়ে যায়। সেখানে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এ ছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক এসেছেন। আরমান নামের ওই যুবক তাদেরকে মাস খানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। নগরীর বিভিন্ন স্থানে ফুচকা, ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে কুকুরের মাংস সরবরাহ করত তারা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।