এবার তৌহিদ আফ্রিদির নামে হত্যা মামলা

Loading

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় এবার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আসামি করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মামলার বাদী মো. জয়নাল আবেদীন। তার করা এই মামলায় আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দ্বিতীয় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি করা হয়েছে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীও।

এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।