গাইবান্ধার,সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাব (নপভপ) কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ১৮/১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় ( ৪:৩০) বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শাওনের সঞ্চালনায় সমাপনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘এ সার্কেল (গাইবান্ধা) মোহাম্মদ আবদুল আউয়াল,
সন্ত্রাস ও মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধণ করেন,কার্য নির্বাহী সদস্য সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, খয়বর হোসেন সরকার মওলা।
এসময় উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুন্দরগঞ্জ থানা,মোঃ তাজুল ইসলাম বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, মোঃ মাহফুজুর রহমান, সভাপতি বামনডাঙ্গা ব্যবসায়ী সমিতি, মোঃমাহাবুবার রহমান খান,দপ্তর সম্পাদক সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, রাকিব মোঃ হাদিউল ইসলাম, সভাপতি বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি, রেজাউল আলম রেজা , সাবেক ফুটবলার দিলিপ কুমার , অধ্যক্ষ বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল, মোঃ আবুল কাশেম ,এসআই বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র, মোঃ জহুরুল ইসলাম ও শায়লা শারমিন প্রমূখ।এছাড়াও
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মনিরুজ্জামান খান তপু ও আবদুল্লা আল মুহিত সহ বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় স্বাগতিক বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাব ও রংধনু স্পোটিং ক্লাব পীরগাছা নিজেদের মধ্যে লড়াই করেন।খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় গোলশুন্য অবস্থায় শেষ হয়।পরে ট্রাইব্রেকারের মাধ্যমে বামনডাঙ্গা ক্রিকেট এন্ড ফুটবল ক্লাব রংধনু স্পোটিং ক্লাব পীরগাছা কে হারিয়ে নতুন বছরের দ্বিতীয়তম শিরোপাটি অর্জন করেন ।