মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
রাজনৈতিক দল ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ১৯৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।
আওয়ামীলিগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ৪ ঘটিকার সময় মুন্নু কমিনিটি সেন্টারে কেক কেটে অনুষ্ঠানে উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ,বায়রার সভাপতি, ঢাকা ২০আসনের এম.পি.বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট খন্দকার আবুল কাশেম রতন সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামীগ,আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু,পৌর আওয়ামীলিগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরিজ উদ্দিন সিরাজ।ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,যুবলীগ নেতা হারুনর রশীদ রোকন ও ছাএলীগ-যুবলীগ সহ সুশীল সমাজের লোকজন উক্তঅনুষ্ঠানের পর ঢাকা আরিচা মহাসড়কে আনন্দ র্যালি দিয়ে শেষ করা হয়।