সাভারে নদীতে নিখোঁজের ২২ ঘন্টা পরেও তাদেরকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।ভিডিও সহ ।

Loading

মহিবুল আলম রানা সাভার ঃ সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজের ২২ ঘন্টা পরেও তাদেরকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল।

এদিকে নদীতে গভীর স্রতে থাকায় রাত থেকে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে ফায়ার সার্ভিসের ডুবরিদল। নিখোঁজ তিন কলেজ ছাত্র হচ্ছে রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭),রাজন (১৭) ও আকাশ (১৮)।
গতকাল দুপুর ১২ টায় রাজধানীর ধানমন্ডী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ^রী শাখা নদীর বাড়ইগ্রামে গোসল করতে নামে। পরে কয়েকে জন ছাত্র সাতরে নদীর তীরে উঠলে আসলে তিনজন নদীর স্রোতে ভেসে গেলে তারা আর তীরে উঠতে পারেনি।
পরে শুরু হয় ফায়ার সার্ভিসের ডুবরি দললে উদ্ধার কাজ।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজের নিচে পড়ে যাওয়া গত কয়েকদিন হলেও
প্রাইভেটকারটি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরিদল।