মাগুরার শ্রীপুরে দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন (ভিডিও)
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার দুপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং অলিম্পিয়াড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ,খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান,শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,শ্রীপুর থানার এস,আই মোঃ হামিদুল ইসলাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমূখ ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ,সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ ।
মেলায় উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী আবিস্কার প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার ষ্ট্রল ও ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত উদ্ভাবনী আবিস্কারগুলো নিঁখুতভাবে পর্যবেক্ষণ করেন ।
পরিশেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।