28.4 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

সিংগাইর থানার জামির্তা ইউনিয়নে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার হাতে তুলে দিলেন এমপি মমতাজ(ভিডিও)

https://youtu.be/w3uXzOZmJXE

বিপ্লব,সাভারঃ সিংগাইর থানার জামির্তা ইউনিয়নে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার হাতে তুলে দিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম।

মঙ্গলবার ৪মে সকাল ১১.৩০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়ন পরিষদে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জামির্তা ইউনিয়নের সকল ওয়ার্ডের দুস্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই ঈদ উপহার হাতে তুলে দেওয়ার পাশাপাশি সরকারের উক্ত ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন, পাশাপাশি করোনা মোকাবেলায় সচেতনতা মূলক  বক্তব্য রাখেন ।

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার দেওয়া জামির্তা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ৫০০শত হতদরিদ্র মানুষের হাতে নগদ পাঁচশত করে টাকা হাতে তুলে দেন ।

এসময় তিনি আরো বলেন, বিগত দিনে করোনাকালীন সময়ে থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রাণ দিয়েছেন তারই ধারাবাহিকতায় এখনো ত্রাণ দেওয়া হচ্ছে, বিগত সময় থেকে শুরু করে প্রাণ আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি ।

এসময় জামির্তা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান সহ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রান দিয়েছি, আমার এই ত্রান দেওয়া অব্যাহত থাকবে ।

এ সময় তিনি আরো বলেন, যদি ভুলভ্রান্তি ক্রমে আমার এই প্রাণ কেউ না পেয়ে থাকে তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি প্রাণ আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানা ভূমি কর্মকর্তা (এসিলেন্ট) নিগার সুলতানা, শান্তিপুর থানার ইনচার্জ – লুৎফর রহমান, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন সুলতানা, জামির্তা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি,সম্পাদক, ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিভাবে বিতরণ

আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃপবিত্র রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষে, আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জি আর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে ৫ কেজি চাউল,৩ কেজি আলু, ৫০০ গ্রাম তেল,ডাল ৫০০ গ্রাম,চিনি কেজি ও ৫০০ গ্রাম লবণ অত্র ইউনিয়নের ৫ শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা পরিষদের প্যানেল দিদারুল আলম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে ৮টি ইউনিয়নে ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে । পবিত্র রমজান উপলক্ষে এ উপজেলার ৪ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকৃত হবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এভাবেই স্বাস্থ্য বিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা এলাকায় সাপের কামড়ে সোহেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা দক্ষিণ পাড়া এলাকায় সাপের কামড়ে সোহেলে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ০৩-০৫-২০২১ইং সকাল আনুমানিক ১১ টার দিকে বকচর এলাকা থেকে সোহেল (৩০) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক সকাল ১১ টার দিকে সোহেল ডাউটিয়া বাজারে পাশে বকচর এলাকায় গেলে সেখানেই তাকে বিষাক্ত সাপ কামড় দেয় বলে জানাযায়

পরে স্থানীয়রা তাকে দ্রুত এনাম ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার কাছ থেকে, ভর্তির জন্য ২০,০০০ হাজার টাকা জমা চাইলে , সোহেল ও তাহার সাথে থাকা স্থানীয় লোকজন টাকা সাথে নিয়ে না যাওয়ায়,তাকে আর এনাম ক্লিনিকে আর ভর্তি করা সম্ভব হয়নি।

তারপর ক্লিনিক থেকে বাড়িতে চলে আসার পথে, সোহেল রাস্তায় হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারপর লোকজনে ধরাধরি করে সুদখিরা দক্ষিণপাড়া তার বাড়ীতে নিয়ে আসে।

বাড়ির লোকজন তাৎক্ষণিক সোহেল কে নিয়ে, সাভার পুরাবাড়ি এলাকায় সাপুরে উজার কাছে নিয়ে যায়, সেখান থেকেও উজা সোহেল কে মৃত বলে ফিরিয়ে দেওয়ার পর, বাড়িতে নিয়ে আসে তার আত্মীয় স্বজনরা,

তারপর বিভিন্ন লোকের মাধ্যমে খবর দিয়ে বিভিন্ন ধরনের উজা বাড়িতে নিয়ে আসে ও ঝাড়ফুঁক শুরু করে, অবশেষে একে একে তারাও সোহেলকে মৃত ঘোষণা করেচলে যায় ।

সোহেল সিংগাইর থানা জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা উত্তরপাড়া এলাকার রমজান আলীর ছেলে।

সাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিপ্লব, সাভারঃ সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

৩মে সোমবার বিকালে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর, কাজীপাড়া এলাকায়, গরীব অসহায় ও দুস্থ, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান।

এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকেই বনগাঁও ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ নানা কর্মসূচি পালন করে আসছি , এই বনগাঁ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ-আল-রাজি, বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলী, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাকতে শুরু করেছে অনিমা আম বাজার এর বাগানের আম

নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পাকতে শুরু করেছে আম।বর্তমানে দু একটি অনিমা আম বাজার এর মালিকে বাগানে আম পাকা দেখা দিয়েছে।আম পাকতে শুরু করেছে বলে বুধবার থেকে সল্প পরিসরে কাঁচামিষ্টি আম পারা শুরু করেবে।

বর্তমানে কেবল কাঁচামিষ্টি ও বৈশাখি গুঠি বাগান থেকে সংগ্রহ করা হবে। তবে স্থানীয় জাতের গুটি আমও সামান্য পরিমাণে পাঁকছে। ”

অনিমা আম বাজার এর কর্নধার পিয়াংকা রানী মন্ডল(শ্যামা) বলেন, “এই মাসের শেষের দিকে আম বাগার গুলো পাকা আমে ভরপুর হয়ে যাবে। বাগানে সব আম না পাকাই এখনই আম ভাঙ্গছে না। আরও ১৫/২০ তারিখের দিকে গোপালভোগ আম ভাঙ্গা হতে পারে।

বাঘা থানার বরিহার গ্রামের অনিমা আম বাজার এর কৃষক তরুন সরকার বলেন এখন দু একটা গাছে বৈশাখি গুঠি পাকা দেখা যাচ্ছে।তবে কাঁচামিষ্টি আম কাচাই খেতে হয় তাই কাল কাচামিষ্টি আম পারবো আমরা।

তিনি আরও বলেন ামাদের বাগানে ১৬ প্রজাতির আম আছে তার মধ্য গোপাল ভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি,তুতাপরি,দুদসর,হাতিঝোলা,ইলশা পেটি,কুদাল কাঠি, বুলবুলি,মহোনভোগ বেশি বিক্রি হয় অনলাইনে।আর লক্ষনভোগ,আর্ষিনী, আরা,জামানি,জহুরা ট্রাকে করে দেশের বিভিন্ন আড়ৎ এ পাঠাই।

বর্তমানে বাগান থেকে কাঁচা আম বিক্রি হচ্ছে ৬থেকে ৮’শ টাকায়। আর প্রতিমণ আম প্যাকিংয়ে খরচ হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। এসব আম চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসগুলোর বুকিং কাউন্টারে।

তিনি আরও বলেন, “আমরা কাঁচা আম বিক্রি করি বলে কেমিকেল মেশানোর প্রয়োজন হয় না। ঢাকার ফল ব্যবসায়ীরা বাগান থেকে আম কিনে প্যাকিং করার সময় কেমিকেল মেশায়। বেশি লাভের জন্য তারা অপরিপক্ক আম সংগ্রহ করে। ”

এবার রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী কৃষিবিদ ও ব্যবসায়ীরা । অনুকূল আবহাওয়া, কম পোকার সংক্রমণ, পুরাতন গাছে আম ধরা প্রভৃতি কারণে এবার আম উৎপাদন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ধামরাইয়ে ডি-লিংক পরিবহনের চারশতাধিক শ্রমিকের মাঝে ত্রাণ বিতারণ

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে সারা দেশেই চলছে লকডাউন আর এই লকডাউনে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিবহন শ্রমিকরা।

এই বিষয় বিবেচনা করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর এর নির্দেশে ঢাকার ধামরাইয়ে ডি-লিংক পরিবহনের চারশতাধিক শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতারণ করেছে ডি-লিংক পরিবহন মালিক সমিতির নেতারা।

সোমবার (৩-মে) বেলা ১২টায় ঢুলিভিটা বাসষ্টান্ডে শ্রমিকদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই ডি-লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম রতন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডি-লিংক পরিবহনের চেয়ারম্যান আব্দুল হাকিম মন্জু, ডি লিংক পরিবহনের সাংগঠনিক সম্পাদক মো: ওয়ারেছ হোসেন, নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলার সভাপতি মো.নাহিদ মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মো: শামীম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ নির্দেশে ধামরাই ডি-লিংক পরিবহনের চারশতাধিক শ্রমিকের মাঝে আমরা নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছি।

সরকারের কাছে আমরা আবেদন করেছি আগামী ৬ মে থেকে গণপরিবহন খুলে দেওয়ার জন্য। সরকার আমাদের অনুমতি দিলে স্বাস্থবিধি মেনে আমরা পরিবহন চালাতে চাই।

সামনে ঈদ তাই শ্রমিকদের কথাও সরকারের চিন্তা করা উচিত বলে মনে করেন পরিবহন নেতারা।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে মিলন মিয়া নামের এক ভুয়া সাংবাদিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ রবিবার ০২-০৫-২০২১ বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ার গড়পাড়া আলিনগর শাকিবের ব্র্যাক অফিসের পূর্ব পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ জানাই গ্রেফতার কালীন সময়ে তার কাছ থেকে ১ টি ভুয়া আইডি কার্ড, ৭ টি ভুয়া ভিজিটিং কার্ড ও ৩ টি মোবাইল ফোনসহ নগদ ৫৫০০ টাকা পাওয়া যায় ।

ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী মোহাম্মদ মিলন মোল্লা (২১) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উত্তর আইনপুর মোহাম্মদ সোনা মিয়ার ছেলে ।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভিজিডি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠিত(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ২০২১-২০২২ ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার ০২-০৫-২০২১ইং সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় ৯৩ জন উপকারভোগীদের মাঝে, ঈদ উপহার ও খাদ্যশস্য বিতরণ করা হয় ।

করোনাকালীন সময়ে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী যথাসময়ে পেয়ে ,যথেষ্ট উপকার ও খুশি হয়েছেন হতদরিদ্র মানুষ গুলো ।

সময় দেশের করোনাভাইরাস মোকাবেলায় মুনাজাত করা হয়।

২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ।

এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা আবির মাসুম।

ধামরাইয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

রাণীশংকৈলে বাম্পার ভুট্টার ন্যায্য মূল্য পাওয়ার খুশি কৃষকেরা

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে।

বিশেষ করে উপজেলার ধর্মগড় ও লেহেম্বা ইউনিয়নে এর ব্যাপক চাষাবাদ হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় দামও পাচ্ছেন কৃষকেরা। প্রতিমন ভুট্টা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায় ।

এবার ভুট্টার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে উপজেলায় দ্বিগুণ ভুট্টা চাষের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর। কৃষি স¤প্রসারণ অধিদফতর জানিয়েছে, উপজেলায় এ বছর গত বছরের চেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে। পরিপ‚র্ণ হয়ে ওঠেছে ভুট্টার গাছ আর গাছে গাছে ধরেছে মোচা। সেই মোচায় স্বপ্ন ডুবে আছে কৃষকের। ভুট্টার দানা পরিপক্ক হয়েছে এবং ঘরে তুলেছেন কৃষকের স্বপ্নের ভুট্টার ফসল।

কৃষকরা জানান, গম, ধানের নায্য ম‚ল্য না পাওয়ার কারণে এবং কম খরচে বেশি লাভ হওয়ায় তাদের গমের চেয়ে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর উপজেলায় রবি ভুট্টা ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে ও খরিপ ভুট্টা ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবার ভুট্টার গড় ফলন প্রতি হেক্টর জমিতে ১০ থেকে ১১.৫০ টনের মধ্য পাওয়া যাচ্ছে। উপজেলার অনেক ভুট্টা চাষি জানান ভ‚ট্টা একটি অর্থকারী এবং অত্যন্ত লাভজনক ফসল। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টার চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি হওয়ার কারণে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শনিবির ১ মে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভুট্টা নিয়ে চাষিদের ব্যস্ততা চলছে। জমি থেকে ভুট্টা তোলা, মেশিনে ভুট্টা আলাদা করা, ভুট্টা সংগ্রহের পর গাছ কেটে পরিস্কার করাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বাড়ির সামনে চোখে পড়ছে নারীদের রোদে ভুট্টা শুকানোর দৃশ্য।

কোন কোন বাড়ির সামনে তারা রোদে শুকাচ্ছেন ভুট্টার ডগা ও ডালপালাগুলো। এসব জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, “সমগ্র উপজেলায় ভুট্টা চাষপদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বেড়েছে। আর মাছের ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার।

একারণে কৃষকেরা দামও পাচ্ছে বেশি। তাই গতবারের তুলনায় দাম বেশি পাওয়ার অর্থনৈতিক ভাবে লাভোবান হচ্ছেন কৃষকেরা।”

সর্বশেষ আপডেট...