মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিভাবে বিতরণ
আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃপবিত্র রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষে, আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জি আর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে ৫ কেজি চাউল,৩ কেজি আলু, ৫০০ গ্রাম তেল,ডাল ৫০০ গ্রাম,চিনি কেজি ও ৫০০ গ্রাম লবণ অত্র ইউনিয়নের ৫ শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা পরিষদের প্যানেল দিদারুল আলম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে ৮টি ইউনিয়নে ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে । পবিত্র রমজান উপলক্ষে এ উপজেলার ৪ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকৃত হবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এভাবেই স্বাস্থ্য বিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা এলাকায় সাপের কামড়ে সোহেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা দক্ষিণ পাড়া এলাকায় সাপের কামড়ে সোহেলে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ০৩-০৫-২০২১ইং সকাল আনুমানিক ১১ টার দিকে বকচর এলাকা থেকে সোহেল (৩০) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক সকাল ১১ টার দিকে সোহেল ডাউটিয়া বাজারে পাশে বকচর এলাকায় গেলে সেখানেই তাকে বিষাক্ত সাপ কামড় দেয় বলে জানাযায়
পরে স্থানীয়রা তাকে দ্রুত এনাম ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার কাছ থেকে, ভর্তির জন্য ২০,০০০ হাজার টাকা জমা চাইলে , সোহেল ও তাহার সাথে থাকা স্থানীয় লোকজন টাকা সাথে নিয়ে না যাওয়ায়,তাকে আর এনাম ক্লিনিকে আর ভর্তি করা সম্ভব হয়নি।
তারপর ক্লিনিক থেকে বাড়িতে চলে আসার পথে, সোহেল রাস্তায় হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারপর লোকজনে ধরাধরি করে সুদখিরা দক্ষিণপাড়া তার বাড়ীতে নিয়ে আসে।
বাড়ির লোকজন তাৎক্ষণিক সোহেল কে নিয়ে, সাভার পুরাবাড়ি এলাকায় সাপুরে উজার কাছে নিয়ে যায়, সেখান থেকেও উজা সোহেল কে মৃত বলে ফিরিয়ে দেওয়ার পর, বাড়িতে নিয়ে আসে তার আত্মীয় স্বজনরা,
তারপর বিভিন্ন লোকের মাধ্যমে খবর দিয়ে বিভিন্ন ধরনের উজা বাড়িতে নিয়ে আসে ও ঝাড়ফুঁক শুরু করে, অবশেষে একে একে তারাও সোহেলকে মৃত ঘোষণা করেচলে যায় ।
সোহেল সিংগাইর থানা জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা উত্তরপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
সাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বিপ্লব, সাভারঃ সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
৩মে সোমবার বিকালে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর, কাজীপাড়া এলাকায়, গরীব অসহায় ও দুস্থ, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান।
এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকেই বনগাঁও ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ নানা কর্মসূচি পালন করে আসছি , এই বনগাঁ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ-আল-রাজি, বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলী, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গন্যমান্য ব্যক্তিবর্গ।
পাকতে শুরু করেছে অনিমা আম বাজার এর বাগানের আম
নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পাকতে শুরু করেছে আম।বর্তমানে দু একটি অনিমা আম বাজার এর মালিকে বাগানে আম পাকা দেখা দিয়েছে।আম পাকতে শুরু করেছে বলে বুধবার থেকে সল্প পরিসরে কাঁচামিষ্টি আম পারা শুরু করেবে।
বর্তমানে কেবল কাঁচামিষ্টি ও বৈশাখি গুঠি বাগান থেকে সংগ্রহ করা হবে। তবে স্থানীয় জাতের গুটি আমও সামান্য পরিমাণে পাঁকছে। ”
অনিমা আম বাজার এর কর্নধার পিয়াংকা রানী মন্ডল(শ্যামা) বলেন, “এই মাসের শেষের দিকে আম বাগার গুলো পাকা আমে ভরপুর হয়ে যাবে। বাগানে সব আম না পাকাই এখনই আম ভাঙ্গছে না। আরও ১৫/২০ তারিখের দিকে গোপালভোগ আম ভাঙ্গা হতে পারে।
বাঘা থানার বরিহার গ্রামের অনিমা আম বাজার এর কৃষক তরুন সরকার বলেন এখন দু একটা গাছে বৈশাখি গুঠি পাকা দেখা যাচ্ছে।তবে কাঁচামিষ্টি আম কাচাই খেতে হয় তাই কাল কাচামিষ্টি আম পারবো আমরা।
তিনি আরও বলেন ামাদের বাগানে ১৬ প্রজাতির আম আছে তার মধ্য গোপাল ভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি,তুতাপরি,দুদসর,হাতিঝোলা,ইলশা পেটি,কুদাল কাঠি, বুলবুলি,মহোনভোগ বেশি বিক্রি হয় অনলাইনে।আর লক্ষনভোগ,আর্ষিনী, আরা,জামানি,জহুরা ট্রাকে করে দেশের বিভিন্ন আড়ৎ এ পাঠাই।
বর্তমানে বাগান থেকে কাঁচা আম বিক্রি হচ্ছে ৬থেকে ৮’শ টাকায়। আর প্রতিমণ আম প্যাকিংয়ে খরচ হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। এসব আম চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসগুলোর বুকিং কাউন্টারে।
তিনি আরও বলেন, “আমরা কাঁচা আম বিক্রি করি বলে কেমিকেল মেশানোর প্রয়োজন হয় না। ঢাকার ফল ব্যবসায়ীরা বাগান থেকে আম কিনে প্যাকিং করার সময় কেমিকেল মেশায়। বেশি লাভের জন্য তারা অপরিপক্ক আম সংগ্রহ করে। ”
এবার রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী কৃষিবিদ ও ব্যবসায়ীরা । অনুকূল আবহাওয়া, কম পোকার সংক্রমণ, পুরাতন গাছে আম ধরা প্রভৃতি কারণে এবার আম উৎপাদন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।






































