ভাকুর্তা ইউনিয়ন এর স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, সন্ত্রাসী নুরালি আওয়ামী লীগের সদস্য বা কোন কর্মী না সে তার সন্ত্রাসী কার্যকলাপের স্বার্থ হাসিল করার লক্ষে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কৌশলে বিভিন্ন প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করেন।
সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ খোকনের বিরুদ্ধে।
স্টাফ রিপোর্টারঃ সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে খোকন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।
উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড লালন টাওয়ারের পিছনে জয়নাবাড়ী এলাকায় বেশকিছু বাসাবাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলেন, এলাকার খোকন নামের এক ব্যক্তি তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে প্রায় ৩০ টি বাড়ি থেকে ১ লক্ষ টাকা থেকে দেড় লক্ষ পর্যন্ত বৈধ গ্যাস সংযোগ বাবদ টাকা নেন তিনি ।
পরে কয়েক জনকে ডিমান্ড নোট ধরিয়ে দিয়ে পুরো এলাকার বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন খোকন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রথমে তারা জানেন এটা বৈধ গ্যাস সংযোগ। পরে গ্যাস সংযোগের বিল পরিশোধের জন্য খোকনের কাছে বই চাইলে শুরু করেন নানান টালবাহানা, নানান অজুহাত দেখিয়ে দেই দিচ্ছি করে সময় নিতে থাকেন খোকন।
পরে তারা জানতে পারেন বৈধ গ্যাস সংযোগের কথা বলে টাকা নিয়ে সুকৌশলে ডিমান্ড নোটের মাধ্যমে অবৈধ সংযোগ দিয়েছে খোকন।
পরে খবর পেয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাসা বাড়িতে দেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এ সময় স্থানীয়রা বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দুই দিন পর ওই এলাকায় নতুন করে অবৈধ সংযোগ প্রদান করেন এই খোকন।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ সংযোগ কারীদের বিরুদ্ধে মামলা না করার কারণে বারবার সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুনরায় তারা আবার অবৈধ সংযোগ দিচ্ছেন। অবৈধ সংযোগ দিয়ে একদিকে যেমন প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। তাই অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দিনদিন দেশের জাতীয় সম্পদ গ্যাস চুরি বাড়তেই থাকবে।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী মোহাম্মদ সায়েম বলেন, অবৈধ বিতরণ লাইন এর বিরুদ্ধে আমরা প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করে আসছি।
অসৎ উপায়ে অবৈধ সংযোগকারী যেই হোক না কেন খবর পেলে অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভারে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিপ্লব,সাভারঃ ঢাকা সাভারে ইয়াবা ট্যাবলেট সহ মনির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ই ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত মনির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঋষিপাড়া পদ্মার মোড় ও মুসলিম পাড়া সহ বিভিন্ন মহল্লায় জমজমাট মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ হাসান আলী বলেন, গোপন সংবাদের মাধ্যমে মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লাট মিয়ার বাড়ির সামনে থেকে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন মানিকগঞ্জ জেলা সিংগার থানার মধ্য ধল্লা এলাকার মৃত সাহেব আলী মৃধার ছেলে।
তালতলীতে এনজিও’র দেনা পরিশোধ হলেও ঋনের দায়ে ৩ নারী গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ কর্তৃক নেয়া ঋন দেড় বছর আগে পরিশোধ করলেও ঋন খেলাপি দেখিয়ে পুলিশ মঙ্গলবার ৩নারীকে আটক করে উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করেন।
এনজিও’র গ্রাম সমিতি’র সভাপতি বিথি রানী’র দেয়া মামলায় পুলিশ ঐ ৩নারীকে আটক করে আদালতে সোপর্দ করে।
বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ’র নতুন জীবন গ্রাম সমিতি থেকে তালতলী বন্দরের জাহাঙ্গীরের স্ত্রী কাজল (৩৫), নুরসায়েদের স্ত্রী ঝর্ণা বেগম(২৬) ও ইউসুফের স্ত্রী পারুল বেগম( ৪০) ঋন গ্রহন করে ২০১৯ সালের জুলাই মাসে তা সমুদয় পরিশোধ করেন। যাহা ঐ এনজিও’র পাশ বইতেও পরিশোধিত রয়েছে। অথচ নতুন জীবনের ঐ সমিতির সভাপতি বিথি রানী’র দেয়া ঋন খেলাপির মিথ্যা মামলায় মঙ্গলবার ঐ ৩ নারীকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে।
এসডিএফ’র বড়বগী ক্লাস্টারের ম্যানেজার উজ্জল কুমার বলেন, ঋন খেলাপির দায়ে বিথি’র দেয়া মামলায় আদালত ওয়ারেন্ট দেন।
নতুন জীবনের গ্রাম সমিতির সভাপতি বিথি রানী বলেন, টাকা নিয়ে ঘোরাঘুরি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু ওয়ারেন্ট চাওয়া হয়নি। আমাকে ভুল বুঝিয়ে উকিল সাহেব ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেন। এজন্য আমি ক্ষমা প্রার্থী।
ষড়যন্ত্র করে কোন লাভ নেই বিএনপি’র প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে -পানি সম্পদ উপমন্ত্রী
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ষড়যন্ত্র করে কোন লাভ নেই বিএনপি’র প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নানা ষড়যন্ত্র শুরু করলেও বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এখন নিজ দলের লোকেরাও তাদের বিশ্বাস করে না। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার মাঠে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মেহেদী, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির করোনা ভাইরাসের টিকা নিয়ে নানা কথা বলে এখন নিজেরাই মুখ লুকিয়ে টিকা গ্রহণ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপির হাওয়া ভবনের কথা মানুষ ভুলে যায়নি। তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতিমের টাকা আত্মসাত করে খালেদা জিয়া জেলে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দয়ায় আজ তিনি গুলশানের বাসায় বসবাস করছেন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। অতিদ্রুতই ৮ শ’ ১৩ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে জেলার কালিনগর থেকে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত গড়াই নদীর ভাঙন রোধে প্রায় সাড়ে ৮ কিলোমিটার সংরক্ষণ বাঁধ এবং সাড়ে ৪ কিলোমিটার নদী ড্রেসিং করা হবে। এর আগে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম শ্রীপুর উপজেলার গড়াই নদীর কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
তালতলীতে মুক্তিযোদ্ধা হতে না পেরে ফেইসবুকে বিভ্রান্তি
মৃধা শাহীন শাইরাজ ,তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে মুক্তিযোদ্ধা হতে না পেরে ক্ষোভে তালতলী উপজেলা ও বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
সোমবার (১৫ ফেব্রæয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এর তীব্র প্রতিবাদ জানান তারা।
লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলার আগাঠাকুরপাড়া এলাকার উসিট মং নামের রাখাইন ২০১৭ইং সালে ৪৬৫নং বেসামরিক গেজেটে জামুকার যাছাই-বাছাই কমিটিতে তিনি প্রয়োজনীয় স্বাক্ষী প্রমান দিতে না পারায় তাহাকে ৪১নং স্মারকে মুক্তিযোদ্ধা নয় বলে সংশ্লষ্ট কমিটি কর্তৃক সুপারিশ পাঠানো হয়। চলতি বছরের ৩০ জানুয়ারী উপজেলা যাছাই-বাছাই কমিটিতে তাহার জবান বন্দি ও স্বাক্ষীদের তথ্য মতে উসিট মং প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা নয় বলে প্রতিয়মান হয়। এ আক্রোশে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোসলেম আলী হাওলাদার ও তার মৃত বাবাকে সহ জেলা কমান্ডারকে জড়িয়ে একতরফা, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ভিডিও’র মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ সম্মেলনে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড উসিট মং এর এহেন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোসলেম আলী হাওলাদার বলেন, উসিট মং উপজেলা যাছাই-বাছাই বোর্ডে ততকালিন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেয়ার কথা বলেছেন কিন্তু সেখানে স্কুল ও অ¯্রাগার কোন ভিটিতে ছিল এবং যুদ্ধকালিন সময় কে কে ট্রেনিং এর প্রশিক্ষক ছিলেন তা বলতে পারেনি। এবং উসিট মং এর মানিত স্বাক্ষীরা তার পক্ষে স্বাক্ষী দেয়নি। এতে প্রতিয়মান হয় যে সে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। তিনি আরও বলেন, বর্তমানে উসিট মং রাষ্ট্রদ্রোহীতা মামলায় প্রায় বছরখানেক জেলহাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিনে রয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুস ছত্তার ফরাজী, কেশবলাল শীল, হরিপদ হাওলাদার, আঃ ছত্তার মাস্টার ও আবু তাহেরসহ ১৫জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
যশোরের বেনাপোলে নিহত ৯শিশুর স্মরণে দোয়া ও শোক র্যালী
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের চৌগাছায় সাত বছর আগে পিকনিকের বাস খালে পড়ে বেনাপোলের নয় শিশু নিহত হওয়ার দিনটি প্রতিবছর ন্যায় স্মরণ করেছেন স্বজনসহ বেনাপোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৫ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী সংগঠন, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক নেতা-কর্মীরা স্মরণ সভায় যোগ দিতে ওই বিদ্যালয় মাঠে উপস্থিত হন। সেখান থেকে একটি শোক র্যালী বের করে বেনাপোলের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা শেষ হয়। এরপর ৯ শিশু শিক্ষার্থীর স্মৃতি বিজড়িত ভাষ্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশুদের স্বজনদের সাথে নিয়ে স্কুল সভা কক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মোঃ মোস্তাক আহম্মেদ স্বপনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক মুকুল, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার নুর ইসলাম মৃধা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাজমনি,বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান,বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকবার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,সাধারন সম্পাদক কামাল হোসেন,দপ্তর সম্পাদক জিসান আহম্মেদ রাব্বি,পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম সহ বেনাপোলের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
উল্লেখ্য: ২০১৪ সালের ১৫ ফেব্রæয়ারি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই সড়ক দূর্ঘটনার মৃত্যু দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের মানুষকে কাঁদিয়েছিল। শিক্ষা সফরের বাস দূর্ঘটনার এই ঘটনাটি ছিল ২০১৪ সালের মর্মান্তিক ট্রাজেডি। শিক্ষা সফরের বাস দূর্ঘটনায় নিহত হয়েছিলেন, বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণির সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলীর ছেলে পঞ্চম শ্রেণির শান্ত ইসলাম, ইউনূস আলীর মেয়ে পঞ্চম শ্রেণির মিথিলা আফরোজ, কালু মিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির রুনা খাতুন, গাজীপুরের সেকেন্দার আলীর ছেলে চতুর্থ শ্রেণির সাব্বির হোসেন, নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণির আখি আক্তার,ছোটআঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির একরামুল হক ও একই গ্রামের ইমানুর রহমানের ছেলে পঞ্চম শ্রেণির ইয়ানুর রহমান।
বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে ২৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক-২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট কাগজপুকুর এলাকা থেকে ২৩৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম (২৯) ও মোঃ সবুজ হোসেন (২৭) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রবিবার ম(১৪ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যশোর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বেনাপোল দৌলতপুর গ্রামের মৃতঃ তাহাজ্জতের ছেলে নাজমুল ও যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর গ্রামের মজিদ ড্রাইভার এর ছেলে সবুজ।
যশোর জেলা ডিবি পুলিশের এসআই শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো বলেন, উদ্ধার মাদকসহ আসামী দ্বয়কে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠির দশটি রুটে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ পিরিজপুর বাস শ্রমিকদের সঙ্গেঝালকাঠির দশটি রুটে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের মারপিট ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এজন্য ঝালকাঠির দশটি রুটি অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
১৪/০২/২০২১ইং তারিখ রবিবার সকাল থেকে এই অনিদৃষ্ট কালের জন্য বাস ধর্মঘট শুরু হয়।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানায় শনিবার সকালে পিরিজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা কে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে অনিদৃষ্টকালের জন্য বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর এর বাস ও মিনিবাস শ্রমিকরা এক হয় এ ধর্মঘটের ডাক দেন।
অনিদৃষ্টকালের এই ধর্মঘটের ফলে বরিশাল পিরোজপুর, ঝালকাঠি, বরিশা -কাউখালী, বরিশাল- মঠবাড়িয়া, বরিশাল- আমুয়া, বরিশাল- পাথরঘাটা, সহ দশটি রুটে বাস চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন এসকল দূরপাল্লার যাত্রীরা গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
বেনাপোলে ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান নিহত
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান হোসেন (৩৫) নিহত হয়েছেন।
রোববার(১৪ফেব্রæয়ারি) ভোর ৪ টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
সিএন্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি বার্তা বাজার নিউজ পোর্টালের নিজস্ব প্রতিনিধি যশোর এর দায়িত্বে কাজ করেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিম বলেন, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ব্যবসায়িক কাজ শেষে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল স্থলবন্দর সড়কে দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে যশোর হাসপাতালে পাঠিয়ে দেয়।




































