27 C
Dhaka, BD
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬

সাভারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টসের মালিক আটক ।

বিপ্লব,সাভারঃ সাভারে নিজের পোশাক কারখানায় এক শ্রমিককে ধর্ষণের অভিযোগে অই গার্মেন্টস মালিককে আটক করেছে সাভার থানা পুলিশ।

রাতে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে,সাভারের ছায়াবিথী এলাকায় বাংলার মাট এ্যাপারেলন্স এন্ড পিন্টিং কারখানায় (১৭) ওই গার্মেন্টস শ্রমিক চাকুরী করে আসছিলো। পরে গত দুই মাস ধরে ওই নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন কারখানার মালিক কাইয়ুম (৪৩)। পরে ওই গার্মেন্টস শ্রমিক অন্তঃসত্ত¦া হয়ে পরলে তাকে বিয়ের জন্য চাপ দিলে কারখানার মালিক গড়িমসি শুরু করলে রাতে ওই গার্মেন্টস সাভার মডেল থানায় উপস্থিত হয়ে কারখানার মালিককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এঘটনায় ওই পোশাক কারখানার শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই তাহমিদুল ইসলাম।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের নন্দের খামার এলাকায় কবরস্থান এর দেয়াল ভেঙ্গে জোরপূর্বক রাস্তা নির্মাণ

স্টাফ রিপোর্টারঃ সাভারের ভাকুর্তা ইউনিয়নের নন্দের খামার এলাকায় কবরস্থান এর দেয়াল ভেঙ্গে নিজস্ব বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ।

সাভার ভাকুর্তা ইউনিয়নের নন্দের খামার এলাকায় একটি কবরস্থানের দেয়াল ভেঙ্গে কবরস্থানের মাঝখান দিয়ে নিজস্ব বাড়ির জোরপূর্বক রাস্তা তৈরি করে নিয়েছে, ওই একই এলাকার জয়নাল, মনির, মোকলেস ও ফারুক গং এর লোকেরা ।

জানা যায়, বিগত তিন মাস আগে ভাকুর্তা ইউনিয়নের নন্দের খামার এলাকার কবরস্থান টির ঠিক মাঝ বরাবর দেয়াল ভেঙ্গে পারিবারিক রাস্তা নির্মাণ করেছেন একই গ্রামের, জয়নাল, আহসানুল্লাহ, মালেক, খালেক, নজরুল যাহাদের পিতাঃ মোঃ-আব্দুল কাদের ও মনির হোসেন, আনোয়ার হোসেন, আকতার হোসেন যাদের পিতাঃ মোঃ-আলমচান এবং মোকলেস, আকবর, ইসমাইল তাদের পিতাঃ মোঃ- শরবত আলী , এছাড়াও ফারুক, পলাশ, পিতাঃ সমন আলী সহ অন্যান্যরা ।

এসময় স্থানীয়দের অনেকেই বাধা প্রদান করলেও এই দুস্কৃতিকারীরা বাধা প্রদানকারীদের কোন তোয়াক্কা না করে, উল্টো ভয়-ভীতি দেখিয়ে আবার কাউকে কাউকে জীবননাশের হুমকি প্রদান করেন, এই ভয়ে স্থানীয়রা পিছু হটলেও মনে ক্ষোভ বিরাজমান ।

এলাকাবাসীর অভিযোগ কবরস্থানের মাঝখান দিয়ে দেয়াল ভেঙ্গে যে রাস্তা নেওয়া হয়েছে, এই রাস্তার নিচে অনেক কবর আছে, তাহারা জোরপূর্বক যে রাস্তাটি নিয়েছে তাহা অনৈতিক, এমনকি এই কবরস্থানে তাদের কোন সম্পত্তি ও ছিল না। শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে এ রাস্তাটি নির্মাণ করেছেন। যদিও তাদের বাড়িতে যাওয়ার জন্য আরও বেশ কয়েকটি বড় রাস্তা রয়েছে।

এ বিষয়ে সাভার থানায় একটি অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে ।

সমাপ্ত হলো ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০

বিপ্লব,সাভারঃ চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে – জমকালো আয়োজনে শেষ হলো ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০।

শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ৩০ মিনিটে শেষ হলো ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ , ফাইনাল খেলাটি ।
এই ফাইনাল খেলাতে দুটি দল অংশগ্রহন করেন, যাদুরচর মাদ্রাসা রোড কিংস বনাম হেমায়েতপুর দক্ষিণপাড়া একাদশ।

উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ঢাকা-২, এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অনলাইনে মনিটরিং এর মাধ্যমে এই ফাইনাল খেলাটির উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব ।

গত ১৮-১২-২০২০ইং তারিখে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ নাইট শর্টপিচ টুর্নামেন্ট ২০২০ উদ্বোধন হয় এবং খেলাট মোট ৪০টি টিম এই খেলায় অংশগ্রহণ করেন এবং আজ, ০৫-০২-২০২০ইং ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে হেমায়েতপুর দক্ষিণপাড়া একাদশ দলটি টসে জিতে বলিং শুরু করে, মাদ্রাসা রোড কিং বেটিং এ ৬০ বলে ১০৬ রান করেন। খেলার দ্বিতীয় রাউন্ডে হেমায়েতপুর দক্ষিণপাড়া একাদশ দলটি ৯৯ রানে অল-আউট হলে, মাদ্রাসা রোড কিং ৭ রানে জয়ি চ্যাম্পিয়ন ও হেমায়েতপুর দক্ষিণপাড়া একাদশ রানার্সআপ হয়ে খেলা শেষ হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাজমুল হাসান,সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,এ এফ এম আবু সাঈদ , লিয়াকত হোসেন সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ , আওয়ামীলীগ নেতা জনাব আঃ রহমান, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, রমজান আহম্মেদ। বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ স্থানীয় সকল গন্য মান্য ব্যক্তিবর্গ।

উক্ত ফাইনাল ম্যাচ খেলাটির সভাপতিত্ব করেন, ফখরুল আলম সমর চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও যুগ্মসাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ।

খেলাটির আয়োজনে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল অর্গানাইজেশন।

বেনাপোলে কাঁকড়া খেয়েই জীবন বাঁচাচ্ছে বৃদ্ধা কবিতা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাস সড়কের দক্ষিন দিকের মাঠে দীর্ঘ ৮ মাস খোলা আকাশের নিচে কাঁকড়া ও বনজ ফল খেয়ে জীবন যাপন করছে কবিতা নামে এক বৃদ্ধা। করোনা কালে খাবার না পেয়ে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে কাঁবড়া খেয়ে বেঁচে আছে তিনি।

বেনাপোল পোর্ট থানাধীন বাইপাস সড়কের খড়িডাঙ্গা মাঠের মধ্যে করোনা কালীন সময়ে খাবার ও থাকার জায়গা না পেয়ে কবিতা ৬০ বয়সী এই বৃদ্ধা খোলা আকাশের নিচে কাঁকড়া ও বনজ ফল খেয়ে জীবন যাপন করছেন।

শীতার্ত আবহাওয়ায় শুধু কাঁকড়া খেয়ে খোলা আকাশের নিচে জবুথবু হয়ে দিন পার করছে সে। খাবারের নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় অনাহারে থাকে অধিকাংশ সময়।কেউ কোনো খাবার দিলে তা একটু খেয়ে আর একটু বাঁচিয়ে রাখেন তিনি। খাবার না থাকলে কখনো না খেয়ে খালে বিলে কিংবা ডোবা জলাশয় থেকে ছোট ছোট কাঁকড়া ও বনজ ফল খেতে দেখা যায় তাকে।

এই বৃদ্ধার খবর পেয়ে শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রজমান মিজান কাঁকড়া খাওয়া কবিতার কাছে শীত পোষাক,খাবার নিয়ে হাজির হন তিনি। দেশে এমন অনেক জায়গায় খাবার এবং থাকার জায়গা না পেয়ে কবিতার মত অনেক মানুষ দিন কাটাচ্ছে। সমাজের সকল মানুষকে দেশসেরা উদ্ভাবক মিজান বলেন, সমাজের বিভিন্ন স্থানে পড়ে থাকা অসহায় মানুষের পাশে আমরা যদি দাঁড়ায় তাহলে তাদের আর এমন কষ্টের সাথে দিন যাপন করতে হবে না। আমরা সবাই সবার স্থান থেকে যদি এগিয়ে আসি এসকল অসহায় মানুষের পাশে।

ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন।

০২/০২/২০২১ইং তারিখ মঙ্গলবার বিকেলে কিফাইতনগর গাবখান ব্রীজের ঢালে আব্দুস সালামের বাড়িতে এ বৈঠকে অনুষ্ঠান।

দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মরর্তা শিল্পী রানী হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বি এম এস এফ) এর সাধারণ সম্পাদক ও ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরঝালকাঠিতে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দিতে উঠান বেঠক করেছে দেশবাংলা ফাউন্ডেশন, সাধারণ সম্পাদক এবং দেশবাংলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফুল ইসলাম।

উঠান বৈঠকে রিসোর্স পারসন ছিলেন সংস্থার সহকারী পরিচালক আদনান হোসেন, শাহিমা আকতার প্রমূখ।

বৈঠকে বক্তারা নারীর প্রজণন এবং কিশোরী স্বাস্থ্যসেবায় করনীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে অংশগ্রহনকারীদের মাঝে খাবার বড়িসহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়।

সরকার ও দেশবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী নারীরা।এ

এসময়স্থানীয় নারী ও কিশোরীরা অনুষ্ঠানে অংশ নেয়।

রাণীশংকৈলে কালের কন্ঠ’র শুভসংঘের উদ্যোগে কম্বল ও মাস্ক বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা শুভসংঘের উদ্যোগে ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে পৌর শহরের বন্দরে কম্বল ও মাস্ক বিতরণ করা হয় ।

“শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে কালের কন্ঠ শুভসংঘ বন্ধুদের সহায়তায় আয়োজিত কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু সুফিয়ান প্রমুখ ।

এছাড়াও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শুভ সংঘের সভাপতি উপাধ্যক্ষ মহাদেব বসাক,প্রেস ক্লাব (পুরাতন) সভাপতি কুসমত আলী ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি ,ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, ও দৈনিক গনকন্ঠ প্রতিনিধি মাহবুব আলমসহ শুভ সংঘের বিভিন্ন সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত এ কার্যক্রমের আওতায় ২০০: জন বয়স্ক ও অসহায় নারী পুরুষদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয় ।

দুই দফা দাবি আদায়,৪৮ ঘন্টা পর আমদানি-রফতানি সচল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতের পেট্রাপোলে ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটি’র পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় ৪৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিক সংগঠনটি।

মঙ্গলবার (০২ ফেব্রয়ারি) সকাল ৯টা থেকে প্রতিদিনের ন্যায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। গত সোমবার রাতে সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে সমঝোতা হলে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘জীবন-জীবিকা বাঁচাও’ সংগঠন।

বেনাপোল আমদানি-রফতানি সমিতি’র সহ-সভাপতি আমিনুল হক বলেন, বাণিজ্যিক কাজে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছি সংগঠনটি। ফলে ৪৮ ঘন্টা বন্ধ থাকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বেনাপোলে আটকা পড়ে সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। দুর্ভোগে পড়ে পণ্যবহনকারী ট্রাক চালকেরা।

কর্মবিরতি ডাক দেওয়া সংগঠনটির সাথে সম্পৃক্ত ছিলেন বন্দর শ্রমিক, ট্রাক চালক ও সাধারণ ব্যবসায়ীরা। তাদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেছিলেন বন্দর ব্যবহারকারী সকল বাণিজ্যিক সংগঠনগুলো। বর্তমানে সমঝোতা আলোচনায় মেনে নেওয়া দাবি ২টি হলো ২০ ফেব্রæয়ারি থেকে পেট্রাপোল চেকপোস্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে ও পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেঁটে এপার-ওপার যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, কর্মবিরতি প্রত্যাহারে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রæত পণ্য খালাস করতে পারেন তার জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, দেশের স্থল পথে যে পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় তার প্রায় ৭০ শতাংশ শুধু বেনাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪ শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি ও প্রায় ২শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারতে রফতানি হয়ে থাকে।

আমদানি পণ্যের মধ্যে অধিকাংশ শিল্পকলকারখানার কাঁচামাল ,গার্মেন্টস ও খাদ্যদ্রব। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব রয়েছে। আমদানি পণ্য থেকে প্রতি বছর সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে। একদিন বাণিজ্য বন্ধ থাকলে তার নানান বিরূপ প্রভাব পড়ে।

মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শ্রীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের শুভসূচনা করে গভীর রাত পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করে দুঃস্থ অসহায় পরিবার বাছাই করে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল ও খাদ্য সাগগ্রী বিতরণ করা হয় ।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার,প্রেসক্লাব উপদেষ্টা মিঞা শাহাদাত হোসেন,সাংবাদিক মোঃ নাসিরুল ইসলাম,মোঃ সাইফুল্লাহ,এম আর জিন্নাহ,খান আবু হাসান লিটন,বিকাশ বাছাড়,লেলিন জাফর,জিল্লুর রহমান,ইউপি সদস্য ও মানবধিকার সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন।

অনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত শ্রীপুর, হরিন্দী, গোয়ালপাড়া, কালিনগর, বেলেঘাটা, চরচৌগাছি, ঘসিয়াল,দ্বারিয়াপুর, তখলপুর,কাজলী গ্রামগুলি ঘুরে ঘুরে ছিন্নমূল পরিবারকে সনাক্ত করে তাদের মাঝে এবং বরইচারা এতিমখানায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হয়।

ধামরাইয়ে নব-বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে শশুর বাড়ি থাকা অবস্থায় লাবনী আক্তার(১৯) নামে এক নব-বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার ভোররাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবনী আক্তার ধামরাই কুল্লা ইউনিয়নে বাড়িগাও এলাকার মোঃ বাচ্চু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত নিজের শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মারা যায় লাবনী। তবে লাবনী আক্তারের শরীরে কোন প্রকার জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা যায়।

স্থানীয় সুএে যানা যায়, ছয় মাস আগে ভালোবেসে পৌরসভার ছয়বাড়িয়া এলাকার সোবহানের ছেলে শুভ কে বিয়ে করেন লাবণী। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল।কি কারণে এমন দূর্ঘটনা ঘটলো তা কেউ বলতে পারে নি।
এ বিষয়ে লাবণীর বাবা বাচ্চু মিয়া থানায় একটি অপমৃত্যু অভিযোগ করেন। কারও প্রতি তার কোন অভিযোগ নেইবলে যানা যায়। তবে কেউ যদি এই দূর্ঘটনার সাথে জড়িত থাকে সে যেন শাস্তি পায়।এ ঘটনায় লাবণীর স্বামী শুভকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল।এই ঘটনার সাথে কোন প্রকার জড়িত থাকার প্রমাণ না পাওয়া তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক আশরাফ বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে এটি মৃত্যু না অপমৃত্যু।

রাণীশংকৈলে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে অনুষ্ঠান “জনতার মুখোমুখি”

হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁও (প্রতিনিধিঃ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জানুয়ারি রবিবার সরাসরি আলোচনা ভিত্তিক “জনতার মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাণীশংকৈলের একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন “পরিবর্তন” এদিন দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মার্কার মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান, বর্তমান মেয়র ও আ’লী বিদ্রোহী (ক্যারাম বোর্ড) মার্কার প্রার্থী আলমগীর সরকার, আ’লীগ বিদ্রোহী (চামুচ) মার্কার প্রার্থী নওরোজ কাউসার কানন, আ’লীগ বিদ্রোহী (কম্পিউটার) মার্কার প্রার্থী রফিউল ইসলাম, আ’লীগ বিদ্রোহী (রেল ইঞ্জিন) মার্কার প্রার্থী রুকুনুল ইসলাম ডলার, আ’লীগ বিদ্রোহী (নারকেল গাছ) মার্কার প্রার্থী সাধন বসাক, আ’লী বিদ্রোহী (জগ) মার্কার প্রার্থী আব্দুল খালেক, বিএনপি সমর্থিত (ধানের শীষ) মার্কার প্রার্থী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি সমর্থিত (লাঙ্গল) মার্কার প্রার্থী আলমগীর হোসেন, এবং সতন্ত্র (স্ত্রী) মার্কার প্রার্থী মোকারম হোসেন।

জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ মেয়র নির্বাচিত হওয়ার পর আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্যে পৌর সভার উন্নয়নে স্ব স্ব নির্বাচনী ইস্তেহারের কথা উপস্থিত পৌর জনসাধারণ ও সকল পৌরবাসীর উদ্দেশ্যে তুলে ধরেন।
এ সময় অনু্ষ্ঠানে পৌসভার সহস্রাধিক বিভিন্ন শ্রণির নারী-পুরুষ, পরিবর্তন সংগঠনের সভাপতি রাসেদুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক শাহীন আলম, অন্যান্য সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এ পৌসভার নির্বাচনে এরকম ব্যতিক্রম অনুষ্ঠান ইতিপূর্বে হয়নি। তাই এরকম একটি নতুন জন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করায় “পরিবর্তনের” সকল সদস্যদেরকে পৌর সুধিসমাজ সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ আপডেট...