বিপ্লব,সাভারঃ সাভারে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে উপলজেলা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ৪ জানুয়ারি সোমবার সকালে আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ- সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুবলীগ সভাপতি ও মেয়র আলমগীর সরকার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক রফিউল ইসলাম, যুবলীগ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান, গোলাম সারওয়ার বিপ্লব, আহম্মেদ হোসেন বিপ্লব, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, আরিফুর রহমান টিটু, আলেক, জিমি ইসলাম আলেক, প্রমুখ। এছাড়াও উপজেলা আ’লীগসহ এঁর অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয় থেকে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌরশহরের মূল সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরো: ৩১ ডিসেম্বর বর্ষবরণ উদযাপন করতে গিয়ে মদ পান করে রাজশাহীতে মোট ৫ জনের মৃত্যুর ঘটনায় ভেজাল মদ তৈরী করে বিক্রির দায়ে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালিয়া থানা পুলিশ জানায় অতি লোভের আশায় এই চক্রটি মদের বৈধ উপকরণ বাদ রেখে অবৈধ ভাবে রেক্টিফাইড স্পিরিট ও রং মিশিয়ে মদ তৈরী করে পরিত্যাক্ত মদের বোতলে ভরে বিক্রি করেছিলো।
চক্রটির কাছ থেকে সেই মদ বিভিন্ন জন কিনে খাওয়ার ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাগরপাড়া এলাকার মরহুম পবিত্র সিংয়ের ছেলে পরিমল সিং (৬০), একই এলাকার হাসেম আলীর ছেলে মো. সাজু (৩০), একই এলাকার পরিতোষ সিংয়ের ছেলে বাপ্পা সিং (২৮) ও নগরীর সিপাইপাড়া এলাকার মরহুম আব্দুর রউফ মতিনের ছেলে ইফতেখার হোসেন সুমন (৫০)।
গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ৩ টি কাঁচের তৈরি মদের খালি বোতল, টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের তৈরি বোতল, তেতুলের বিচি ভর্তি একটি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রং, ২৯ টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১ টি কর্কের নিব ও ৫০ টি কর্কের প্রটেকশন, এ্যাকোহল ভর্তি দুইটি প্লাস্টিকের সাদা বোতল উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বিষাক্ত মদপানে মৃতের ঘটনায় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের তাৎক্ষণিক নির্দেশে এবং পরিকল্পনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অবৈধ মদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন এলাকায় সর্বাত্বক অভিযান শুরু হয়।
রোববার বোয়ালিয়া মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিম মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহানগরীর বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেপ্তার করে।
গোলাম রুহুল কুদ্দুস জানান, উদ্ধারকৃত আলামতগুলির রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করেছিলো এবং এই অবৈধ মিশ্রিত মদ মৃত ও অসুস্থ ভিকটিমদের নিকট বিক্রয় করেছিলো। অসুস্থ ব্যক্তিদেরকে ধৃতদের ছবি দেখানো হলে তারাও এদেরকে উক্ত মদ বিক্রেতা হিসেবে সনাক্ত করে।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে । জড়িত সকলকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সক্রিয় রয়েছে। এই অবৈধ মদের উৎস সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য কঠোর অভিযান অব্যহত রয়েছে।
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য। ঘটনাস্থলে পরিদর্শন না করে এটাকা উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা।
জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের জন্য ৪৪ হাজার ৩ শত টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকা উত্তোলন করা হলেও সরেজমিনে কোনো ধরনের কাজ হয়নি, ঐ কাজের টাকা আত্মসাত করেন ইউপি সদস্য জয়নাল । আর এই টাকা উত্তোলনের সহযোগিতা ও ঘটনাস্থলে পরিদর্শন না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম নিজ ক্ষমতা বলে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সর্বশেষ ২য় কিস্তিতে টাকা গতবছরের ২৮ডিসেম্বর চেক ইসু করেন ।
রবিবার(৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবেবর বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের কাজ দেখতে গেলে গ্রামীন এই রাস্তায় কোথায় কোনো ধরনের মাটির কাজ হয়নি। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তায় তিন বছর আগে সংস্কার হয়েছে। এরপরে আর কেউ সংস্কার করেনি।
বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা মুঠো ফোনে বলেন, আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম বলেন, টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের বরাদ্ধের সম্পূর্ন কাজের টাকার চেক দেওয়া কথা স্বীকার করেন। চেক যখন দেওয়া হয়েছে তখন পানি ছিলো রাস্তার পাশে তাই মাটি পায়নি। এখন কাজ করবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হবে। কাজ না করলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, কাজ না করে কেন চেক দেওয়া হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যেকোনো নির্বাচন এলেই অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি, আর তাদের প্রার্থী কোথাও জয় পেলেই তাদের মুখ বন্ধ হয়ে যায়।
শনিবার (০২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই দেশে কেনো নির্বাচন আসে ঠিক তখনই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে। এটা তাদের চিরচারিত নিয়ম। অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে, জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেইমাত্র জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং নির্বাচন আসলে অভিযোগের বাক্স খুলে বসা বিএনপির নিত্য অভ্যাসে পরিণত হয়েছে।
মন্ত্রী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থী, এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে এখন থেকে পুলিশ হয়রানি করছে এবং সরকারি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে। অথচ, জনগণের দৃষ্টিতে নির্বাচন কমিশন সঠিকভাবেই তাদের দায়িত্ব পালনের চেষ্টা করছে। দেশের অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ হবে।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ইভিএম’য়ে হবে, সুতরাং প্রযুক্তি-নির্ভর অন্যান্য নির্বাচনগুলো যেমন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে হচ্ছে, এখানেও সেভাবে নির্বাচন হবে।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন নিয়ে পাকিস্তানে দীর্ঘশ্বাস, ভারতের মিডিয়ায় ব্যাপক আলোচনা, দেশ ও সমগ্র পৃথিবীব্যাপী প্রশংসা হলেও দেশে একটি পক্ষ কখনো প্রশংসা করতে পারে না। বিএনপি নেতৃবৃন্দ এবং কিছু কিছু বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ব্যক্তি সরকারের উন্নয়নের প্রশংসা করতে পারেন না।
তিনি বলেন, এসব বুদ্ধিজীবীর বুদ্ধি আছে, কিন্তু আমাদের সরকার সম্পর্কে বলার সময় তাদের বুদ্ধি কেন লোপ পায় সেটি বুঝতে পারি না। তারা যেভাবে কথা বলেন, তাতে মনে হয়, দেশে যে এত উন্নয়ন হয়েছে সেটি তারা দেখতে পান না, চোখ থাকতেও তারা অন্ধ।
নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে, তাদের চোখটা অন্ধের মতো কাজ করবে না, চোখ খুলে তারা এসব বিষয় দেখবে, এটিই হচ্ছে জনগণের প্রত্যাশা।
হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বড় পশুর হাট কাতিহারে২ জানুয়ারি শনিবার অতিরিক্ত টোল আদায় এবং সেবার মূল্য তালিকা না থাকার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিন দুপুরে রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা সরেজমিনে গিয়ে এ জরিমানা করেন। এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রশাসন সুত্রে জানা গেছে কাতিহার পশুর হাটে সেবার জন্য মূল্য তালিকা না থাকায় এবং সরকারি টোল আদায়ের হার অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৩২০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকার পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় প্রমানের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় হাট ইজাদার গোলাম আজমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত টোল আদায়ের অপরাধে এ জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুজিব শতবর্ষ উপলক্ষে বিনয়ী, সুদর্শন, তেজদীপ্ত ও তারুণ্যের প্রতীক বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়কে প্রধান অতিথি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ জানুয়ারি) দুপুর ৩টায় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি’র হাতে ফুলের তোড়া ও ক্রেষ্ট তুলে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যশোর জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
প্রধান অতিথি বলেন, আমি দেখতে এসেছি বেনাপোল পৌরসভা। বেনাপোল পৌরসভায় অনেক উন্নয়নের কাজ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌছে গেছে সারাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সময়ে পৌর সভা কেন্দ্রিক যে পরিমান উন্নয়নের কাজ হয়েছে, যদি পৌর মেয়ররা সে কাজ গুলি করে, তাহলে প্রতিটা পৌর সভা শহর হয়ে যাবে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণের সেবা ও সুযোগ প্রান্তজনের”- শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভতা” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ জানুয়ারি শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর আয়োজনে এ দিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের মূল শহর প্রদক্ষিণ করে।পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকতা, রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবা বিভাগের সচিত্র তথ্য-বক্তব্য উপস্থাপন করেন সমাজসেবা কর্মকতা আব্দুর রহিম। আরো বক্তব্য দেন- মাওলানা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে পদ্মাসেতুসহ সরকারের বিভিন্ন উন্নয়নকর্মের কথা তুলে ধরেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।
শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ করোনায় মারা গেছে আক্রান্ত হয়েছে ৮ কোটি মানুষ। এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। অনেকে উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওই সব দেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের দেশের এই অবস্থা। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মসেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটার তাদের প্রত্যাখ্যান করবেন।
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ভোটার তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনিস্টেডিয়াম, মিলনায়তন নির্মাণসহ শহরের খালটি উন্নয়ন করা হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নব নির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা ।