জবানবন্দিতে তিনি বলেছেন, বিভিন্ন সময় ভোল্টের ইনচার্জের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা চাবি নিয়ে তাদের বাড়িতে যেতেন। তবে কখন কোন কর্মকর্তার কাছে থাকা চাবি নিয়ে কে বা কারা ডুপ্লিকেট চাবি তৈরি করে ভোল্ট থেকে সোনা চুরি করেছেন তা তিনি জানেন না, কিন্তু তিনি নির্দোষ।’ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদার রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বাঁধুলী গ্রামের খালপাড়া এলাকার মৃত জালাল সরদারের ছেলে। গত মঙ্গলবার সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কিন্তু রিমান্ডের একদিন পরই তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে শাহিবুল সরদার আরও জানান, বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের দায়িত্বে ছিলেন তিনি। এই গোডাউনের বিভিন্ন ভোল্টে সোনা ও বিদেশি মুদ্রা সংরক্ষিত ছিল। ২ মাস আগে তিনি গোডাউনের দায়িত্ব বুঝে নিয়েছিলেন আগের কর্মকর্তার কাছ থেকে। কাগজপত্র অনুযায়ী ভোল্টের মালামালও বুঝে নেন। আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গোডাউন ও ভোল্টের চাবি বাড়ি নিয়ে যেতেন। তাদের মত তিনিও গোডাউনের চাবি বাড়িতে নিয়ে যেতেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বরের রাত ৮ টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোনো সময় বেনাপোল কাস্টমস হাউসের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙে চোরেরা ভোল্টের তালা খুলে ১৯ কেজি ৩১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩৬২ টাকা। এই ভোল্টের চাবি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছেই থাকতো। এছাড়া গোডাউনের বিভিন্ন লকারে সোনাসহ মূল্যবান জিনিসপত্র থাকলেও সেগুলো অক্ষত ছিলো।
তবে সোনা চুরির সময় সিসি ক্যামেরা বন্ধ ছিলো। বিষয়টি জানাজানি হলে কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা এমদাদুল হক অজ্ঞাতনামাদের আসামি করে ২০১৯ সালের ১১ নভেম্বর বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। একই সাথে কর্তৃপক্ষ গোডাউন ইনচার্জ শাহিবুলকে সাময়িক বরখাস্ত করে। এরপরই পুলিশ তাকে এই মামলায় আটক করে।মামলার কোনও অগ্রগতি না হওয়ায় ২৭ নভেম্বরে মামলা চলে যায় সিআইডিতে। এক বছরের অধিক সময়ে তদন্ত করেও কোন কুল কিনারা করতে পারেনি সিআইডি।
অবশেশে ভোল্ট ইনচার্জ শাহিবুল সরদারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তদন্ত আরো গতি বাড়বে বলে সিআইডি আশা করছে। তবে চুরির ব্যাপারে স্থানীয় ভাবে রাজনৈতিক একটি মহল অপর পক্ষকে ফাঁসানোর চেস্টা করেছিল।
বেনাপোল বন্দরের কয়েকজন ব্যবসায়ী বলেন, চুরির ঘটনা কাস্টমসের ভেতর থেকেই ঘটানো হয়েছে। চোরেরা আগে থেকেই দীর্ঘ দিন পরিকল্পনা করে এ ধরনের চুরি করার সাহস পেয়েছে। কারণ চুরির সময় গোটা কাস্টম হাউসের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। সিসি ক্যামেরার কন্ট্রোল রুম থেকে কীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হলো, আর ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ম্বর্ণ, টাকা লুট করা হলো কীভাবে, সেটাই এখন তদন্ত কর্মকর্তাদের দেখা উচিত। এর সাথে কাস্টমসের রাঘব বোয়ালরা জড়িত বলে তাদের ধারনা।
সাভার প্রতিনিধি: সাভারে কুখ্যাত এক গরু চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই চোরকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। আটক ওই গরু চোরের নাম শাহিন হোসেন (৩৬)।
তার বাড়ি পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ থানার মোসলেমপাইকান গ্রামে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কালীনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে দীর্ঘদিন ধরে মানুষের গরু চুরি করে আসছিলো।
পুলিশ বলছে,সাভারের রাজফুলবাড়িয়া,ভাকুর্তার হারুরিয়া ও কাউন্দিয়া এলাকায় একটি গরু চোর সিন্ডিকেট মানুষের বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার বেশ কয়েকটি গরু চুরি করে আসছিলো। পরে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় গরু চুরির লিখিত অখিযোগ দায়ের করলে পুলিশ গরু চোরকে আটক করতে মাঠে নামেন। কিন্তু চোররা ঘণ ঘণ স্থান পরিবর্তন করায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
পরে গতকাল উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই সুজন শিকদার পঞ্চগড় জেলার দ্বেবীগঞ্জ থানার ওই গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত গরু চোর শাহিন হোসেনকে আটক করে। আটক গরু চোরকে তিন দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম,ওই চোরের সাথে আরো অন্যকেউ জড়িত আছে কিনা তাদেরকেও আটক করতে অভিযান চলছে।
এদিকে দীর্ঘদিন পরে হলেও ওই গরু চোরকে আটক করায় এলাকাবাসী পুলিশের পক্ষে সন্তোষ প্রকাশ করেছেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। গত ১৯ নভেম্বর তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য সাথে নিয়ে ভারতে গিয়েছিলেন। সাতক্ষীরা সদরের বাসিন্দা তিনি।
বাংলাদেশে ফেরার শর্তে করোনা নেভেটিভ সার্টিফিকেট সাথে আনতে হবে এই আইন জারির পর ভারতের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গেলে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তার রিপোর্ট পজেটিভ আসে। দুপুরে সার্টিফিকেট নিয়ে ওই যাত্রী ভারতীয় চেকপোস্টে এলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে সোপর্দ করে। করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার উত্তলা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি যাত্রীর শরীরে করোনা সনাক্ত হওয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশনের কাছে সোপর্দ করে। তার সাথে থাকা ছাড়পত্রে করোনা পজেটিভ দেখা যায়। পরে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ফেরত আসা করোনা পজেটিভ পাসপোর্টযাত্রীকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ১৩ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পরবর্তীতে তিন শর্তে গত ১৭ আগস্ট থেকে মেডিকেল আর বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত শুরু হয়েছে। এই প্রথম ভারত ফেরত বাংলাদেশির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হলো।
বিপ্লব,সাভার: মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সমাজসেবক পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ রমজান আহম্মেদ।
বৃহস্পতিবার বিকেলে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফখর উদ্দিন আহমেদের কাছ থেকে মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।
এসময় আহম্মেদ বলেছেন, মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে সমাজসেবক হয়ে দরিদ্র জনগণের মাঝে সেবক হিসেবে কাজ করেছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ।এসময় তিনি ১ নং ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সাময়িক ত্রুটি। স্মার্টফোন এবং ডেস্কটপ কোনো মাধ্যমেই তথ্য আদান প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার কিছু সময় পর থেকে বাংলাদেশে ব্যবহারে এ ত্রুটি লক্ষ্য করা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাসেঞ্জারে তথ্য আদান প্রদান সম্ভব হয়নি। ঠিক কী কারণে এ সমস্যা তা এখনো জানা যায়নি। ম্যাসেঞ্জার সমস্যা প্রবণ অঞ্চল প্রথমে ইন্টারনেট সমস্যা মনে হলেও দীর্ঘক্ষণ পরেও চালু না হওয়ায় বিষয়টি নিয়ে অন্যান্য যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকে ব্যবহারকারীরা। তখনই সমস্যার বিষয়টি সামনে আসে।
এদিকে, এ বিষয় নিয়ে প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস। তারা বলছেন, লন্ডনের স্থানীয় সময় সকাল ১০ টায় এ সমস্যা শুরু হয়।
হুমায়ুন,কবির রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিরাজুল ইসলাম,মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সভায় ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ চলমান মাসের উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ভূমিহীন সমন্বয় কমিটির আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌদি মধ্যপ্রাচ্যের বাংলাদেশী অভিবাসীসহ বাংলাদেশের নারী ও নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধকরুণ প্রসঙ্গে জনসংগঠনের উপজেলা ভূমি সমন্বয় কমিটির ব্যানারে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা জনসংগঠনের ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বক্কর, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা।
আলোচনায় বক্তারা বলেন, ‘আমাদের দেশে বিপুল পরিমাণ নারী পুরুষ ভিটেমাটি বিক্রি করে ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের একটি বড় অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দাস হিসেবে যাচ্ছে। প্রবাসী এই শ্রমিকেরা দালালদের খপ্পরে পড়ে দেশে ফেরে নিঃস্ব হয়ে, কেউ ফেরে লাশ হয়ে’।
বক্তারা আরো বলেন, ‘অভিবাসন নিয়ে কাজ করতে যাওয়া সৌদি আরব তথা গোটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারী গৃহকর্মীরা ভয়ঙ্কর শারীরিক ও গণধর্ষণ সহ যৌন নির্যাতনের শিকার হন । রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে ক্রীতদাসের মতো তারা বিক্রি হচ্ছেন এক মালিক থেকে অন্য মালিকের কাছে । দেয়া হচ্ছে না তাদের প্রাপ্য মজুরি। কাজের সামান্য ভুল বা মজুরি চাইতে গেলে কিংবা যৌন সম্পর্কে রাজি না হলে তাদের উপর নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন ও নিপীড়ন। এই বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিকদের দৈহিক ও অর্থনৈতিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে দূতাবাসগুলো সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রয়েছে অবহেলা দায়িত্বহীনতা ও কার্যকর পদক্ষেপের ঘাটতি এবং সেই সাথে রয়েছে অভিবাসী শ্রমিকদের প্রতি অপমানকর কান্ডহীন বিবৃতি বলে বক্তারা দাবি করেন ।
পরে তাদের দাবি আদায়ের লক্ষ্যে ১২টি দাবিসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে তারা জানান’।
স্টাফ রিপোটারঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি এম পি ও সাগুফতা ইয়াসমিন এমিলি এম পি র আশু রোগ মুক্তি কামনায় গুলিস্থান কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের খতম দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জোহরের নামাজের পর ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি, গুলিস্তান কেন্দ্রীয় মসজিদ এর যুগ্ম সম্পাদক ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ মুসুল্লিদের কাছে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি ও সাগুফতা ইয়াসমিন এমিলি এম পি শারীরিক সুস্থতার জন্য দোয়া চান, এবং উপস্থিত মুসল্লিদের দেখতে পান অধিকাংশ ই মাস্ক পরে নাই তাদের সকলের উদ্দেশ্য মাস্ক এর গুরুত্ব তুলে ধরেন, নিজেকে সুরক্ষিত রাখতে এবং ভাই দের সুরক্ষিত রাখতে সহায়তার জন্য বলেন এবং মাস্ক না পরলে আইনের বিষয়টি উল্লেখ করেন।
তারপর মাদ্রাসায় কোরআনের পাখিদের সাথে দুপুরের খাবার খান। গুলিস্তান মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় প্রায় ১৫০ জন ছাএ ৬/৭ শিক্ষকদের সাথে দুপুরের খাবারে অংশ গ্রহণ করেন সাবেক ছাএনেতা বর্তমান কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মোঃ সোহেল মিয়াজি, সাবেক কেন্দ্রীয় ছাএলীগ নেতা বর্তমান ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ নেতা ইমরান হোসেন তপু, যুবলীগ নেতা আশীকুল ইসলাম সেলিম, সাবেক ছাএলীগ নেতা মোঃ আরিফ সহ আরও অনেকে উপস্থিত ছিল। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতী মোহাম্মদ মুজ্জাম্মিল।
সকালে শিক্ষা মন্ত্রীর ভাই ডা আবদুল ওয়াদুদ টিপু বলেন, দীপু বাসায় থেকেই করোনা র চিকিৎসা নিচ্ছে আল্লাহর রহমতে তার অবস্থা ভালোর দিকে, তিনি দেশ বাসীর কাছে দোয় চেয়েছেন এদিকে সকালে সাগুফতা ইয়াসমিন এমিলির একমাত্র ছেলে তাসকিন সাকিব বলে তার মা আগের থেকে ভালোর দিকে, সে তার মার সাথেই আছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
বিপ্লব,সাভারঃ সাভারে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সাভার পৌর কাউন্সিলর প্রার্থীরা ।
সাভার পৌর রিটার্ণিং কার্যালয়ের কর্মকর্তা মোঃ শাহজালাল এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাভার পৌর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান খান ( সম্রাট ) ।
তিনি সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক,। তিনি বলেছেন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সকলের দোয়া কামনা করছি।
আমি কাউন্সিলর থাকা অবস্থায় এলাকার জনগণের সেবক হিসেবে কাজ করেছি ভবিষ্যতে এলাকার জনগনের সেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেতেছি।
মোঃ মহিবূল আলম রানা, সাভার: আসন্ন পৌরসভা নির্বাচনে ঢাকা সাভার পৌরসভার নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহম্মেদ প্রদীপ গণসংযোগে ব্যস্ত সময় পার করছে।
সাধারন ভোটারদের মন জয়ের জন্য কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ প্রচারণা আর গণসংযোগ।
এসময় ব্যাংক কলোনী এলাকার বিভিন্ন পারা মোল্লায় গিয়ে সাধারন ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও দোয়া চান তিনি।
কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আহম্মেদ প্রদীপ বলেন, সাভার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়ে এরই মধ্যে সাধারন ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন তিনি, নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার গন্যমান্য মূরূব্বীদের পরামর্শ অনূযায়ী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তিনি।