26 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ধামরাইয়ে জয়িতাদের সংবর্ধণা

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই প্রতিনিধিঃ- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ঢাকার ধামরাই জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধণা দেয়া হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে। ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে,প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ যদিও সঙ্গত কারণে উপস্থিত থাকতে পারেননি।সভাপতিত্বের বক্তব্যে ইউএনও সামিউল হক বলেন, জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠানে এমপি স্যার উপস্থিত হতে পারেননি।

তবে তিনি পরে জয়িতাদের সনদ ও ক্রেস্ট হাতে তুলে দিবেন।এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানমের সঞ্চলনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সমবায় কর্মকর্তা পারভিন আশারাফি প্রমুখ।

সাবেক স্বামীর পরিবার দারা হয়রানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আমাকে অপহরন বা গুম করা হয়নি! আমি স্বেচ্ছায় স্বামীর সংসার ছেড়ে রাজশাহীতে চলে এসেছি।

আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় ছেলে উল্লাস সরকারকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যেমে স্বামীর নামে বাড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানান শ্রী চম্পা সরকার(৩২)। শ্রী চম্পা সরকার নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকার মৃত সুরেশ চন্দ্র সরকার(টগর) এর মেয়ে।

সম্মেলনে চম্পা সরকার বলেন, দীর্ঘ ১৫ বছর পূর্বে হিন্দু ধর্মের বিধান মতে শ্রী মদন সরকার পিতা-মৃত মনুন্দ্রনাথ সরকার, মাতা-মৃত সুনিতী সরকার, সাং বিরোপাড়া, ডাকঘর-গোপালপুর, থানা-লালপুর, জেলা-নাটোর, ধর্ম-সনাতন (হিন্দু), এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের পরবর্তী কালে আমাদের মধ্যে সাংসারিক বনিবনা না হওয়ায় আমার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়।

আমি আমার ভবিষ্যৎ চিন্তা করে দুই ছেলের মধ্যে আমার ছোট ছেলে উল্লাস সরকারকে সাথে নিয়ে স্বামী সংসার ত্যাগ করে রাজশাহীতে চলে এসে গত ২৬ নভেম্বর রাজশাহী জেলা নোটারি পাবলিকের কার্যালয় স্ব-শরীলে হাজীর হয়ে আমার পূর্বের স্বামী শ্রী মদন সরকারকে (ডিভোস) পরিত্যাগের ঘোষানা করি। এবং গত ২৯ নভেম্বর শ্রী অমিত চৌধুরী, পিতা- অনিল চৌধুরী, মাতা- পূর্নিমা চৌধুরী, সাং- বিজয় নগর, পোষ্ট- রাজাবাড়ী হাট, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ধর্ম- সনাতন (হিন্দু) এর সহিত রাজশাহী জেলা লোটারি পার্বলিকের কর্যালয়ে স্ব-শরীলে আমরা দুজনে হাজীর হয়ে বিবাহের এফিডেভিট সম্পাদন করি। এর পর থেকে, আমার সাবেক স্বামী শ্রী মদন সরকার ও তার ছোট ভাই মিলন সরকার প্রভাবশালী হওয়ায় আমার বড় ভাই বিল্পব সরকারকে ভুল বুঝিয়ে আমাকে ও আমার বর্তমান স্বামী শ্রী অমিত চৌধুরীর ক্ষতি করার লক্ষে বড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এখনে শেষ নয় আমার স্বামী ও তার ছোট ভাইয়ের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের মেরে ফেলার হুমকিসহ প্রতি নিয়ত ভয়ভীতি দেখাচ্ছে।

আমি দীর্ঘ ১৫ বছর ধরে শুধু স্বামীর অত্যাচার নয় স্বামীর ছোট ভাই মিলন সরকার কয়েক দফায় আমাকে মারধর করে। গত ১৭ নভেম্বরেও আমাকে আমার দেবর চড় থাপ্পর লাথি মেরে বাড়ি থেকে বের করে দিলে প্রথমে আমি আমার ভাই বিল্পব সরকারের বাসায় গিয়ে উঠি সেখানেও সাবেক স্বামী ও দেবর অত্যাচার শুরু করলে ছেলেকে সাথে নিয়ে আমি রাজশাহীতে চলে আসি। আমি এখন আমার বর্তমান স্বামী শ্রী অমিত সরকারকে নিয়ে সুখে আছি ভালো আছি। আমাকে কেউ অপহরন বা গুম করে নিয়ে আসেনি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যেমে আমার স্বামীর নামে বাড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানান।

এ বিষয়ে শ্রী চম্পা সরকারের সাবেক স্বামী শ্রী মদন সরকার এর সাথে কথা বললে তিনি বলেন, আমার স্ত্রী আমাদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে তার ভাই বিল্পব সরকার এর বাসায় চলে যায়। পরে জানতে পারি সেখান থেকে স্ত্রী চম্পা আমার ছোট ছেলে উল্লাসকে নিয়ে রাজশাহী চলে গেছেন। আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়েছে এমন প্রশ্নের উত্তরে শ্রী মদন সরকার বলেন,কিছুদিন আগে আমি ডিভোর্স এর কপি পাই যা আমার ছোট ভাই মিলন পড়ার পরে ছিড়ে ফেলে। স্ত্রী চম্পাকে তার ছোটভাই দ্বারা নির্যাতন করার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয় এরিয়ে যান।

এ বিষয়ে শ্রী চম্পা সরকারের ভাই বিল্পব সরকারকে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি

মাগুরার শ্রীপুরে ‘আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’ বিষয়ে অবহিকরণ সভা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা,মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ‘আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’ বিষয়ে অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কুমারশ চন্দ্র গাছি।

স্বাগত বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন প্রমুখ।

রোভা ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বিকেলে সুস্থ লিটনকে ধরে নিয়ে যায় পুলিশ, রাতেই মৃত্যু !

বিকেলে সুস্থ লিটনকে ধরে নিয়ে যায় পুলিশ, রাতেই মৃত্যু!

পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের হেফাজতে লিটন খাঁ নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় এক মাদ্রাসা সুপারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন নিহতের স্ত্রী। এ দিকে পুলিশ বলছে, বাথরুমে গিয়ে সে বিষপান করেছে। এদিকে লিটন গ্রেফতার হওয়া আসামি না হওয়ায় তার শরীর তল্লাশি করা হয়নি বলে দাবি পুলিশের।

সাভারে উপজেলা আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ।

বিপ্লব,সাভারঃ সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মানের বিরোধিতার নামে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদী গোষ্ঠীর অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়োজিত মিছিল বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্ত্বরে হাজির হয়। পরে সেখান থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা থেকে শুরু হয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য এদেশের স্বাধীন সত্ত্বার ইতিহাস। এ নিয়ে বিরোধিতার নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে সাভারের আওয়ামী লীগ।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ , স্বেচ্ছা সেবক লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।

কুষ্টিয়ায় বঙ্গ বন্ধূর ভাষ্কর্য ভাংচূরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল অনূষ্ঠিত।

বিপ্লব,সাভার ঃ সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মানের বিরোধিতার নামে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদী গোষ্ঠীর অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়োজিত মিছিল বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্ত্বরে হাজির হয়। পরে সেখান থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা থেকে শুরু হয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য এদেশের স্বাধীন সত্ত্বার ইতিহাস। এ নিয়ে বিরোধিতার নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে সাভারের আওয়ামী লীগ।

আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, তেঁতূলঝোড়া ইউনিয়ন যূব লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জুয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ , স্বেচ্ছা সেবক লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।

সাভারে উপজেলা আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা আওয়ামীলীগ।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মূজিবূর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।সোমবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জরো হন কয়েক হাজার নেতা কর্মী।

পরে মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।এসময় স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নেতৃত্বে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ইউপি চেয়ারম্যান ফক্রুল আলম সমর সহ
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , ভাকুরতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ আঃ বাতেন
ও দলীয় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ , স্বেচ্ছা সেবক লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিপ্লব, সাভার ঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মূজিবূর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জরো হন কয়েক হাজার নেতা কর্মী। পরে মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

এসময় স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নেতৃত্বে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ইউপি চেয়ারম্যান ফক্রুল আলম সমর সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ , স্বেচ্ছা সেবক লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলার মাটিতে মৌলবাদী-জঙ্গীবাদীদের ঠাঁই হবে না -এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি মাগুরা-১

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, বাংলার মাটিতে মৌলবাদী-জঙ্গীবাদীদের ঠাঁই হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ধৃষ্ঠতা যারা দেখিয়েছেন তাদের কোন ছাড় দেয়া হবে না।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোমবার সকালে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় শ্রীপুর শহরের চৌরাস্তা বকুল তলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক বিশাল প্রতিবাদ সভা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাইফুজ্জামান শিখর এমপি আরও বলেন, আমরা আলেম সমাজকে অত্যন্ত সম্মান করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন। এছাড়া সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন শান্তিপূর্ণ অগ্রযাত্রার বাংলাদেশকে বাধাগ্রস্থ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। যারা ভাষ্কর্য আর মূর্তিকে এক করে ফেলেছেন তারা ঘোলা পানিতে মাছ শিকার করছেন।

সাভারে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার। 

বিপ্লব,সাভারঃ সাভারে এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে রিফাত আহমেদ সজল (২৫) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। আটক রিফাত সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডা এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারন করে। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে চলতে থাকে ভয়ভীতি প্রদর্শন। ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় অভিযোগ করলে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডেই প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে আরো ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও পাঠায়।

বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

সর্বশেষ আপডেট...