সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ করোনাই মানুষ কে সচেতন করতে এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দূর্গার মুখে মাস্ক। বৃহস্পতিবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা।
ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামÐপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে পূজামÐপের আয়োজন এবার অনেকটাই ফিকে। পূজায় মায়ের কাছে ভক্তোদের প্রার্থনা তিনি যেন পুরো পৃথিবীর মানুষকে সকল অমঙ্গল/করোনা মহামারি থেকে রক্ষা করেন।
তাই দেবি মাতার মুখে প্রতিকী হিসাবে মাস্ক পরিয়ে দেয়া হয়; যেন দেবীমাতাকে দেখে সবাই মাস্ক ব্যবহার করতে না ভুলে। শুক্রবার সাকলে পুজার শুরুতে রাজশাহী মহানগরীর সুলতানাবাদ দেবালয় মুজামন্ডপে দেবির মুখে মাস্ক পরিয়ে দেয়া হয়।
রাজশাহী জেলা ও মহানগর মিলে ৪৭৮টি মÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলায় ৪০৮টি ও নগরে ৭০টি। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগে পুজামন্ডপ দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
রাজশাহীতে দিন দিন কমছেই সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। সরকারি-বেসরকারি অফিস-আদালত থেকে শুরু করে নগরীর মার্কেট ও হাট-বাজারগুলোতে অধিকাংশ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারিভাবে মাস্ক পরার নির্দেশনা থাকলেও কেউ তা ব্যবহার করছে না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বস্তরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু রাজশাহী নগরের মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে না। মানছেন না সামাজিক দুরত্ব। এছাড়াও করোনার উপসর্গ থাকলেও পরীক্ষাও করছেনা অনেকেই। ফলে শীতের শুরুতে রাজশাহী অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কবি ফররুখ আহমেদ স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি ফররুখ আহমদ স্মৃতি পাঠাগারের সভাপতি সৈয়দ রিপন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, কবি ফররুখ আহমদ বাংলাদেশের জাতীয় সম্পদ, আমাদের মাগুরার গর্ব। আগামীতে ব্যাপকভাবে ‘মধুমেলা’ বা জসীমমেলার’ আদলে ফররুখ আহমদের জন্মদিন বা মৃত্যুদিন উপলক্ষে ‘ফররুখমেলা’র আয়োজন করা হবে। তাঁর ‘পাঞ্জেরী’ কবিতা স্বাধীনতা পূর্বকালে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। তাঁর অন্যান্য রচনাবলীও বাঙালির জাতির মনন গঠনে দীর্ঘকাল ধরে পাথেয় হয়ে থাকবে।
উল্লেখ্য, আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ হাতেম আলী। মাতা বেগম রওশন আখতার। এছাড়া তিনি ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ শনিবার ২৪/১০/২০২০ ইং সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন।
এর আগে গত ১৫ অক্টোবর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন রফিক-উল হক। পরদিন তিনি কিছুটা সুস্থবোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফেরেন। কিন্তু দুপুরের পর ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে রক্তশূন্যতা, ইউরিন ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই আইনজীবী। তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত ছিলেন। ২০১৭ সালে বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকে তার চলাফেরা সীমিত হয়ে পড়ে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় কোর্টে আসতে পারেননি।
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের হেমায়েতপুর চালু হলো কাউন্টারভিত্তিক স্পেশাল সেন্টমার্টিন ট্রাভেলস সার্ভিস।
ভ্রমণ পিয়াসুদের জন্য এই সার্ভিসটি সাভারের হেমায়েতপুর , ঢাকা আরিচার মহাসড়কের হাজী খলিলুর রহমান মার্কেটের সামনে / হানিফ কাউন্টার থেকে প্রতিদিন রাত ৯ঃ৩০ মিনিটে ও রাত ১০ টায় হেমায়েতপুর থেকে চট্রগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্য ছেরে যাবে ।
সেন্টমার্টিন ট্রাভেলস সার্ভিসে রয়েছে বাড়তি কিছু সুবিধা সহ আরাম দায়ক ভ্রমণ । যাহাতে রয়েছে ফ্রি টিফিন সহ ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা প্রতিটি এক্সেস পয়েন্টে এক সঙ্গে ৫০০ জন যুক্ত হলেও একই সময়ে ২০০ জন উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
৩৬ টি আসন সহ আরাম দায়ক এসি চেয়ার কোচ সার্ভিস টিতে রয়েছে টিভি দেখার সুভিধা সহ সকল সেফটির ব্যবস্থা । বর্তমান চট্রগ্রাম ৭০০ খাগড়াছড়ি ৯০০ ও কক্সবাজারের জন্য ১২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ।
সেন্টমার্টিন ট্রাভেলস সার্ভিসে কাউন্টার মালিক মোঃ শাহিনুর রহমান বকুল বলেন , সেন্টমার্টিন ট্রাভেলসটি হোন্দাই একটি বিলাশ বহুল ভ্রমনের জন্য চেয়ারকোচ , এই সাভিসে ভ্রমণ করলে আশা করছি আপনি হাওয়াই জাহাজের আরাম অনুভব করবেন ।
আর এই সার্ভিসে আপনি আপাতত চট্রগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজার পর্যন্ত ভ্রমন করতে পারবেন , আমরা কিছু দিনের মধ্যই এই সার্ভিসটিকে টেকনাফ পর্যন্ত নিয়ে যাবো ।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন – মোবাইল – ০১৩১০৫৭২৯২০
বিপ্লব,সাভার ঃ সাভারে গণধর্ষণসহ ১৩ মামলার আসামী শেখ ফরিদক গ্রেফতার, বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার।
সাভারের হেমায়েতপুর থেকে গণধর্ষণসহ ১৩ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ (৪০) কে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-৪।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ১ র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ ফরিদ সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের নতুন দুইটি মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়ার আগে তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১ টি মামলা ছিল বলে জানায়ায়।
র্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝে মধ্যেই সাভারের ওই এলাকায় এসে অপরাধমূলক কাজ করত। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস দল সাভারের হেমায়েতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সিপিসি ১ র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, গ্রেপ্তারকৃত শেখ ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ পৃথক দুটি মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষনকারী, চাঁদাবাজ, শীর্ষস্থানীয় মাদককারবারী এবং অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী হওয়ায় এলাকার সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। এমনকি তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে সে তাকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেয়ার হুমকি সহ জান-মালের ক্ষতি করতো ।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর রাজশাহীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার দিকে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা।
ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামÐপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে পূজামÐপের আয়োজন এবার অনেকটাই সীমাবদ্ধ থাকছে। এবার হচ্ছে না মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা আরতির পর মÐপে দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ। পূজায় মায়ের কাছে প্রার্থনা থাকবে তিনি যেন পুরো পৃথিবীর মানুষকে সকল অমঙ্গল থেকে রক্ষা করেন।
রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ বলেন, রাজশাহী জেলা ও মহানগর মিলে ৪৭৮টি মÐপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় ৪০৮টি ও নগরে ৭০টি মÐপে এ পূজা হবে।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে পূজামÐপের আয়োজন এবার অনেকটাই সীমাবদ্ধ থাকছে। এবার উৎসব নয়, আয়োজন হয়েছে পূজার।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এবারের পূজায় স্বাস্থ্যবিধির ওপরে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের দুর্গাপূজায় ২৬টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়া হয় ১৭ সেপ্টেম্বর। কিন্তু পঞ্জিকার হিসাবে এবার আশ্বিন মাস ‘মল মাস’, মানে অশুভ মাস। সে কারণে এবার আশ্বিনে দেবীর পূজা হয়নি। পূজা হচ্ছে কার্তিক মাসে। সেই হিসাবে এবার দেবী দুর্গা ‘মর্ত্যে এসেছে’ মহালয়ার ৩৫ দিন পরে। তাই ২২ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হয়েছে বোধন। পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। আগামী ২৬ অক্টোবর মহাদশমীতে বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
কিশোরগঞ্জের ভৈরবে আসামিসহ মাদক উদ্ধার করে বিক্রির অভিযোগে এক এসআইসহ ২ পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এক নির্দেশে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, অভিযোগের ভিত্তিতে দুইজনকে পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করা হয়েছে। সেদিন ডিউটিতে থাকা আরও তিন পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তারা হলেন, ভৈরব থানার এসআই দেলুয়ার হোসেন, গাড়িচালক কনস্টেবল মো. মামুন। এছাড়াওেএ ঘটনায় আরও তিন পুলিশকে তলব করেছেন পুলিশসুপার।
ক্লোজড করা দুই পুলিশ বিরুদ্ধে আনা অভিযোগ থেকে জানা যায়, তারা গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সড়ক সেতুর ন্যাটাল টোলপ্লাজা এলাকায় গাড়ি তল্লাশি করে এক মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করেন। এসময় ওইসব গাঁজা রেখে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুলিশ সদস্যরা।
পরে ওই ব্যবসায়ী অন্য একটি বাসে করে ওই স্থান ত্যাগ করে। এরপর এস আই দেলোয়ার ও গাড়িচালক মামুন তারা দুজন উদ্ধারকৃত গাঁজা গোপনে রায়পুরা এলাকায় নিয়ে বিক্রি করে দেন। মাদক বিক্রির টাকা তারা ভাগাভাগি করে নেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সুপার ঘটনাটি অবহিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে দুই পুলিশকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর তিন কনস্টেবলকে তলব করেন তার কার্যালয়ে। তলব করা তিন কনস্টেবল হলেন- আমিনুল ইসলাম, জামাল উদ্দিন ও রাজীবুল ইসলাম।
এদিকে, পুলিশ সুপারের কার্যালয় থেকে নির্দেশ আসার পর দুই পুলিশ সদস্য বিকেলে ভৈরব থানা থেকে ছাড়পত্র নিয়ে পুলিশ লাইনে যোগদান করেছে বলে জানা গেছে।
সময় ডেস্কঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষকের জামিন চেয়েছেন স্বয়ং ধর্ষিতা। জামিনে মুক্তি পেলে তারা বিয়ে করবেন। তবে হাইকোর্ট ওই আসামির জামিন দেননি।
বরং কারাফটকেই আসামি এবং ভুক্তভোগীর বিয়ে আয়োজনের জন্য রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দিয়েছেন। সেই সাথে এই বিয়ের বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দিলীপের জামিন আবেদনের শুনানি নিয়ে উভয় পক্ষের সম্মতিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ভুক্তভোগীর পক্ষে আদালতে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট এস এম শাহেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আরো পড়ুন: লক্ষাধিক নারীর ছবি থেকে পোশাক সরিয়ে পর্ন দৃশ্য বানানো হয়েছে
মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার খালাতো বোনের (ভুক্তভোগী) প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারসঙ্গে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি দৈহিক মেলামেশা করেন দিলীপ খালকো। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। ওই সময় তার বয়স ছিল ১৪ বছর।
মেয়েটি গর্ভবতী হয়ে পড়ার পর দিলীপ খালকো আর বিয়ে করতে রাজি হননি। এ নিয়ে সালিশের নামে সময়ক্ষেপণ করা হয়। শেষ পর্যন্ত সমাধান না পেয়ে ওই বছরের ২৩ অক্টোবর স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে গর্ভবতী হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন কিশোরী। এরপর ২৫ অক্টোবর গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে।
আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। এরপর বিচার শেষে ওইবছরের ১২ জুন এক রায়ে দিলীপ খালকোকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকে কারাবন্দী রয়েছেন দিলীপ।
এ অবস্থায় দিলীপের জামিনের জন্য স্বয়ং ভুক্তভোগী হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তিনি জানান, জামিন পেলে তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
এ অবস্থায় আদালত কারা ফটকে বিয়ের আয়োজন করতে কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আগামী এক মাসের মাধ্যে রেজাল্টসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে রাজশাহী বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স চতুর্থ বর্ষেরসহ সকল বছরের রেজাল্টের দাবি জানানো হয়। এছাড়া অনেকেই বিভিন্ন বর্ষে পরীক্ষা দিয়েও দীর্ঘদিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট ঘোষণা না হওয়ায় চাকরির আবেদন করতে পারছেন না তারা। এছাড়াও মাস্টার্সেও ভর্তি হতে পারছেন না অনেকেই। এতে করে শিক্ষাজীবন যেমন থেমে আছে, তেমনি চাকরির বয়স শেষ হতে যাচ্ছে শিক্ষার্থীদের। ফলে বিপাকে পড়েছেন লাখ লাখ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো- চলমান পাঁচটি পরীক্ষার খাতা মূল্যায়র করতে হবে এবং ইনকোর্সের মাধ্যমে স্থগিত পরীক্ষা সমূহের রেজাল্ট দিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অর্নাস পাসের সকল চাকরীতে আবেদন করার সুযোগ দিতে হবে। মৌখিক ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ গড় পদ্ধতি অনুসরণ করতে হবে। কোন শিক্ষার্থীর ফলাফল অসন্তষ্টজনক হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুর্নরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
মানবববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, ইশরাত জাহান, বাগমারার ভবানীগঞ্জ কলেজের শিক্ষার্থী মুক্তিরানী, নাটোর এনএস কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, শিক্ষার্থী মাসুদ আলম প্রমুখ।