সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ(ভিডিও)
বিপ্লব,সাভার ঃ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলার সমাজের অসহায়দেরকে সরকারী খাস জমি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার পক্ষে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন। এবিষয়ে সাভার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন,বলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার তার ওয়ার্ডে সমাজের অসহায়দেরকে সরকারী পাঁচ শতাংশ করে জমি লিখে দেওয়ার কথা বলে প্রত্যেকদের কাছ থেকে দশ হাজার থেকে পনের হাজার করে টাকা হাতিয়ে নেন বলে আজ বিশজন ভুক্তভোগী তাদের কাছে লিখিত অভিযোগ দেন।
তিনি আরও বলেন এসময় ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার টাকা নেওয়ার কথা শিকার করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন।
তিনি এসময় আরও বলেন,সাভার উপজেলায় কোন সরকারী খাস জমি দেওয়ার নিয়ম নেই সে কিভাবে টাকা নিয়ে জমি দিতে চেয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি এসময় আরও বলেন ওই ইউপি সদস্য বলেছেন জমি দেওয়ার কথা বলে তিনি যে টাকা নিয়েছেন ভুক্তভোগীদের কাছ থেকে টাকা তিনি বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে দেননি টাকা তার কাছেই রয়েছে বলেও বলেন তিনি। ওই ইউপি সদস্য সাধাপুর ভুমিহীন সমবায় সমিতি লিমিটেডের প্যাডে জমি দেওয়ার কথা বলে সবার নাম ঠিকানাও নেন।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম আরা নীপা বলেন,তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসময় লিখিত অভিযোগ দেওয়ার পরে ভুক্তভোগীরা বলেন,ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার তাদেরকে সহজ সরল মনে করে সরকারী জমি লিখে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। এসময় ভুক্তভোগীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
জানাযায়,ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বেশ কয়েকদিন আগে ওই ইউপি সদস্যের কাছে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার ও তার ছেলে মাসুম হাওলাদার নিজেদের দুর্নীতির অপকর্ম ঢাকতে তখন সাংবাদিকদের বলেছিলেন জমি দেওয়ার কথা বলে টাকা আমরা নিয়েছি সেটা ঠিক কিন্ত সেই টাকার ভাগ আমরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে দিয়েছি বলে মানুষকে বিভ্রান্ত করেছিলো।
পরে ওই ইউপি সদস্য তার ওয়ার্ডে একটি মানববন্ধন কর্মসুচী পালন করে নিজের দুর্নীতি ঢাকতে মানুষের চোখে নিজেকে নির্দোষ বলে প্রচার করেন মানববন্ধন থেকে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা বিতর্কিত এই ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদারের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,সরকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইউপি সদস্য মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।
কুমিল্লা মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :”তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় এ সময় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহাম্মেদ, মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ। তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, কালেরকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, আমাদের সময়ের হাবিবুর রহমান, সমকালের বেলাল উদ্দিন আহাম্মেদ, আজকের বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, যুগান্তরের সুমন সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে সময়ের খবর ২৪ এর প্রধান উপদেষ্টার শোক
স্টাফ রিপোর্টার ঃ এটর্নি জেনারেল মাহবুবে আলমের (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি ও আমাদের আধিকার পএ সম্পাদক, সময়ের খবর ২৪ এর প্রধান উপদেষ্টা ,মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ।
রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । হাসপাতালে মাহবুবে আলমের ইন্তেকালের সংবাদে সম্পাদক তার শোক বার্তায় বলেন, দীর্ঘ সাড়ে চার দশক প্রাজ্ঞ আইনী সেবাদানকারী মাহবুবে আলম আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ। জীবনের শেষ সাতটি বছর তিনি রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে যে বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন, সেটিও ভুলবার নয়।
মুহাম্মদ মাহবুবর রহমান এই প্রয়াত আইনজ্ঞের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সময় সংবাদ ডেস্ক ঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



































