17 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় নগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ পার্টি কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনীসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অলোকার মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ নেতৃবৃন্দ।

এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে।

সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলার সমাজের অসহায়দেরকে সরকারী খাস জমি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার পক্ষে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন। এবিষয়ে সাভার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন,বলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার তার ওয়ার্ডে সমাজের অসহায়দেরকে সরকারী পাঁচ শতাংশ করে জমি লিখে দেওয়ার কথা বলে প্রত্যেকদের কাছ থেকে দশ হাজার থেকে পনের হাজার করে টাকা হাতিয়ে নেন বলে আজ বিশজন ভুক্তভোগী তাদের কাছে লিখিত অভিযোগ দেন।

তিনি আরও বলেন এসময় ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার টাকা নেওয়ার কথা শিকার করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কথা বলেন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসাইন।

তিনি এসময় আরও বলেন,সাভার উপজেলায় কোন সরকারী খাস জমি দেওয়ার নিয়ম নেই সে কিভাবে টাকা নিয়ে জমি দিতে চেয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি এসময় আরও বলেন ওই ইউপি সদস্য বলেছেন জমি দেওয়ার কথা বলে তিনি যে টাকা নিয়েছেন ভুক্তভোগীদের কাছ থেকে টাকা তিনি বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে দেননি টাকা তার কাছেই রয়েছে বলেও বলেন তিনি। ওই ইউপি সদস্য সাধাপুর ভুমিহীন সমবায় সমিতি লিমিটেডের প্যাডে জমি দেওয়ার কথা বলে সবার নাম ঠিকানাও নেন।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম আরা নীপা বলেন,তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসময় লিখিত অভিযোগ দেওয়ার পরে ভুক্তভোগীরা বলেন,ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার তাদেরকে সহজ সরল মনে করে সরকারী জমি লিখে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। এসময় ভুক্তভোগীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

জানাযায়,ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বেশ কয়েকদিন আগে ওই ইউপি সদস্যের কাছে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার ও তার ছেলে মাসুম হাওলাদার নিজেদের দুর্নীতির অপকর্ম ঢাকতে তখন সাংবাদিকদের বলেছিলেন জমি দেওয়ার কথা বলে টাকা আমরা নিয়েছি সেটা ঠিক কিন্ত সেই টাকার ভাগ আমরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে দিয়েছি বলে মানুষকে বিভ্রান্ত করেছিলো।

পরে ওই ইউপি সদস্য তার ওয়ার্ডে একটি মানববন্ধন কর্মসুচী পালন করে নিজের দুর্নীতি ঢাকতে মানুষের চোখে নিজেকে নির্দোষ বলে প্রচার করেন মানববন্ধন থেকে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা বিতর্কিত এই ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদারের কঠোর শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,সরকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইউপি সদস্য মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।

কুমিল্লা মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :”তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় এ সময় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহাম্মেদ, মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ। তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, কালেরকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, আমাদের সময়ের হাবিবুর রহমান, সমকালের বেলাল উদ্দিন আহাম্মেদ, আজকের বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, যুগান্তরের সুমন সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে সময়ের খবর ২৪ এর প্রধান উপদেষ্টার শোক

স্টাফ রিপোর্টার ঃ এটর্নি জেনারেল মাহবুবে আলমের (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সহ-সভাপতি ও আমাদের আধিকার পএ সম্পাদক, সময়ের খবর ২৪ এর প্রধান উপদেষ্টা ,মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ।

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । হাসপাতালে মাহবুবে আলমের ইন্তেকালের সংবাদে সম্পাদক তার শোক বার্তায় বলেন, দীর্ঘ সাড়ে চার দশক প্রাজ্ঞ আইনী সেবাদানকারী মাহবুবে আলম আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ। জীবনের শেষ সাতটি বছর তিনি রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে যে বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন, সেটিও ভুলবার নয়।

মুহাম্মদ মাহবুবর রহমান এই প্রয়াত আইনজ্ঞের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সময় সংবাদ ডেস্ক ঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন ।

এর আগে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক জানান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যায় (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়।

রাণীশংকৈলে কুলিক নদী আবার প্লাবিত।।বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গত ২২থেকে ২৬ সেপ্টেম্বর (মঙ্গল-শনিবার) টানা ৫ দিনের প্রবল বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী আবারও প্লাবিত হয়েছে। এতে নদীপাড়ের কুলিকপাড়াসহ উপজেলার আমজুয়ান, লেহেম্বা,কোচল শিংপাড়া ও আরো কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিশেষত কাঁচা বাড়িঘর, মালামাল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রাণ বাঁচাতে কুলিকপাড়া ও আশপাশের বসতির লোকজন নিকটবর্তী রাণীশংকৈল ডিগ্রি কলেজে এসে আশ্রয় নিয়েছেন। ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কলেজে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) প্রীতম সাহা, অধ্যক্ষ তাজুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলি তাজউদ্দীন, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ।

প্রসঙ্গত বন্যায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও রাস্তা ভেঙে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাঝে আরো ত্রান সাহায্যের প্রয়োজন আছে বলে জানান।

এ ব্যাপারে ইউএনও মৌসুমী আফরিদা জানান, প্রয়োজন হলে বন্যার্তদের মাঝে আরো ত্রানসামগ্রী বিতরণ করা হবে।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা যুবলীগ।

রোববার সকালে কাশিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, মাহমুদ ফয়সাল সজল, মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান (পল্লব), প্রচার সম্পাদক ইঞ্জিঃ রফিকুজ্জামান রফিক, উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, সহ-সম্পাদক আবুল কাশেম, কাশিয়াডাঙ্গা কলেজের প্রিন্সিপাল গোলাম গাউস, কাশিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবনেতা মন্টু, সাইফুল, পবা উপজেলা যুবলীগের যুবনেতা শফিকুল চৌধুরী, ছাত্রনেতা মামুন, শিবলি, তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাণীশংকৈলে ১০ বছরের শিশুসহ বজ্রপাতে মৃত্যু-২ আহত-১

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ সেপ্টেম্বর শনিবার বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার দুর্লভপুর গ্রামের নাসিরুলের ছেলে রনি (১০) এবং একই গ্রামের আবুল কালামের ছেলে আলিমউদ্দিন (২০) এবং আহতজন হলেন আব্দুর রউফ (৩৫)।

জানা গেছে এদিন বিকেলে দুর্লভপুর গ্রামের রনি,আলিম ও আব্দুর রউফ নামে ৩ ব্যক্তি বাড়ির পাশে পিছলাপুকুর বিলে মাছ ধরতে যায়। এ সময় ঝড়বৃষ্টি চলাকালে বজ্রপাতে রনি ও আলিম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আব্দুর রউফকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

পরে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতে রেফার্ড করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল আবাসিক অফিসার ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বজ্রপাতে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ও একজনের আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় মামলা

সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর পবা উপজেলার হারুপুর নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নগরীর দামকুড়া থানায় রাজশাহী নৌপুলিশের কন্সটেবল শরিফুল ইসলাম বাদি হয়ে শনিবার দুপুরে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন, নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ।

মেহেদি মাসুদ জানান, নদীতে নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। কিন্তু শুক্রবার নৌকার মালিকরা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। আর এই অবহেলার জন্যই নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির পর ১১ জন সাঁতরে তীরে ফিরে আসলেও দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুইজন হলেন, সাদিয়া ইসলাম সূচনা (২২) নামের একজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং রিমন (১৪) নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র। নৌকাডুবির ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলো। এ সময় নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে উঠে আসে। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চলেছে। এরপর আবারো শনিবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

জাকির হোসেন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজন অসুস্থ্য হয়ে পড়েছিলো। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরী নুরুন্নবী বলেন, ‘নদী ভাঙনের কারণে যে আবর্জনা তৈরি হয় সেগুলো নদীতে জমে যাওয়ার কারণে ডুবুরীদের সঠিকভাবে কাজ করতে সমস্যা হচ্ছে। কিন্তু তবুও আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। যতক্ষণ নিখোঁজ দুইজনকে পাওয়া না যায় ততক্ষণ এ অভিযান অব্যাহত থাকবে।’

নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল। পরে নৌকা ভাড়া করে পদ্মায় তারা ঘুরছিল। নিখোঁজ সুচনা ও রিমন খালাতো ভাইবোন।

সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন (ভিডিও)

সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রæত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সকল হত্যাকান্ডেই সরকারের জন্য বিব্রত হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন , দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরপদ ভেবে এখানে ফেলে যায়। এসময় তিনি ব্যাংক কলোনী এলাকার এক কিশোর গ্যাংয়ের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে দ্রæত বহিস্কারের জন্য নির্দেশ দেন।

এদিকে নীলা রায় হত্যাকারী ঘাতক কিশোর গ্যাংস সদস্য মিজানুর রহমান মিজানকে আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশিচত করা হবে জানিয়ে দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন , এ হত্যাকান্ডের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মানববন্ধন কর্মসুচীতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও সুশিল সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য গতকাল রাতে নিলা রায় হত্যাকাÐের আসামী মিজানুর রহমান মিজানকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে পারভেজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ । এসময় পুলিশ তাঁদের কাছ থেকে হত্যাকাÐে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরের বাবা আবদুর রহমান (৬৯) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৪৯)। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এছাড়া গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মিজানুরের আরেক সহযোগী সেলিম পালোয়ান নামের এক যুবককে।
নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২০ সেপ্টেম্বর সাভারের পালপাড়া এলাকায় স্থানীয় ব্যাংক কলোনী এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নীলা রায়কে কুপিয়ে হত্যা করেন মিজানুর রহমান মিজান নামের এক কিশোর গ্যাং। এঘটনার পর থেকে মিজান পলাতক ছিলো।

এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত সোমবার রাতে সাভার মডেল থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।
আসামীদের দ্রæত গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলাবাসী।সাভার-ঢাকা

সর্বশেষ আপডেট...