মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: “মাদক মুক্ত শার্শা গড়ি, খেলার মাঠে এসো মিলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও রেকর্ড পরিমাণ খেলা প্রিয় দর্শকের উপস্থিতিতে শেষ হলো শার্শা খেলোয়ার কল্যান ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা।
প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকার কেমিক্যাল জব্দ
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকার কেমিক্যাল পাচার কালে জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
১৪ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিত্বে যশোরের পুলের হাট নামক স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের কেমিক্যাল জব্দ করে বিজিবি। তবে এসব কেমিক্যাল পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত কেমিক্যালের সিজার মূল্য প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সেলিম রেজার কাছে তিন দিন আগে জব্দকৃত মালামালের প্রেস রিলিজ আজকে সাংবাদিকদের কেন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মালামাল আটকের পরে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু কোন বৈধ্য ব্যবসায়ী সঠিক কোন কাগজপত্র আনতে পারে কি না? যে কারণে আগামী কাল রাতে জব্দকৃত কেমিক্যাল সিজার করা হয়েছে । আজ প্রেস রিলিজের মাধ্যমে সে খবর সাংবাদিকদের জানানো হয়েছে।
তালতলীতে ইয়াবা সহ আটক ১
মৃধা শাহীন শাইরাজ, তালতলী (বারগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে উত্তম চন্দ্র রায়কে ৮৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার পঞ্চকড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের দক্ষিণ রঞ্জন রায়ের পুত্র ইয়াবা ব্যবসায়ী উত্তম চন্দ্র রায় (৪০)কে ৮৫ পিস ইয়াবাসহ চাউলাপাড়া বাধঘাট থেকে আটক করেন তালতলী থানা পুলিশ
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুরের নেতৃত্বে এস,আই মোঃ কামাল এস,আই মোঃ রফিক হোসেন চৌকিদারের সহযোগিতায় একজনকে গ্রেপ্তার করেন, ঐসময় দুজন পালিয়ে যায় তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁর মান্দায় সেই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বহুল আলোচিত সেই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভাটায় বিপুল পরিমান জ্বালানি কাঠ মজুদ করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএম হাবিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান জানান, তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারের অদুরে মেসার্স যমুনা ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ভাটায় অবৈধভাবে বিপুল পরিমান জ্বালানি কাঠ মজুদ ও নিয়ম বহির্ভূতভাবে ভাটা পরিচালনা করার অভিযোগে মালিক কার্তিক চন্দ্র মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযানে ওই ভাটার প্রায় ১০ হাজার কাঁটাইট ধ্বংস ও মজুদকৃত জ্বালানি কাঠ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে মালিককে। এসময় মান্দা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সহকারি উপপরিদর্শক এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় ঝাঁঝরের মোড়ে গোসাইপুর গ্রামের কার্তিক চন্দ্র মন্ডল নামে প্রভাবশালী একব্যক্তি ফিক্সট চিমনির সাহায্যে ভাটাটিতে দীর্ঘদিন ধরে ইট পোড়ানোর কাজ করে আসছিলেন। নাম দেয়া হয়েছে মেসার্স যমুনা ব্রিক্স।
ভাটার মাত্র ২৫০ মিটার দুরে রয়েছে একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একরুখী উচ্চ বিদ্যালয়। রয়েছে দুটি আম বাগানসহ আবাসিক এলাকা। ভাটায় ইট পোড়ানো শুরু হলেই প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। এবারও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।
পরিবেশের তোয়াক্কা না করেই চলতি মৌসুমে ভাটায় নতুন ইটকাটা শুরু হয়েছে। কয়লার পরিবর্তে মজুদ করা হয়েছে বিপুল পরিমান জ্বালানি কাঠ। ইট পোড়ানোর কাজ শুরু করা হলে প্রতিবছরের ন্যায় এবারও স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে ওই দুটি বিদ্যালয়ের অন্তত: পাঁচ শতাধিক শিক্ষার্থী।
ধামরাইয়ে আমতা ও চৌহাট ইউনিয়নে ত্রী বার্ষিকী সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) দীর্ঘ ৬ বছর পর ধামরাই উপজেলার আমতা, চৌহাট ইউনিয়ন ৪,৫ ও ৬ নং এি বার্ষিকী সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়।
চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাখায়ত হোসেন সাকু, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আহম্মদ হোসেন, ধামরাই উপজেলার যুবলীগনেতা হাফিজুর রহমান হাফিজ, আমতা ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল করিম,৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কাদের মেম্বার,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান চৌহাট ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, ৪ নং ওয়ার্ডের সভাপতি ইসরাত হোসেন খান যুবরাজ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন শিরিন খান এরা সকলেই নির্বাচিত হয়েছেন।
রাণীশংকৈলে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত-৪১৬
হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ নভেম্বর রবিবার ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হয়। মোট ৫৭৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৬ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির খবর পাওয়া গেছে, এর মধ্যে প্রাথমিক সমাপনী ২৯৩ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ১২৩ জন।
ভরনিয়া মসালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকমরদ স:প্রা:বি:, রাউত নগর স:প্রা:বি:, চাপোড় পার্বতীপুর স:প্রা:বি:, ঝাড়বাড়ি গোগর স:প্রা:বি:, দোশিয়া স:প্রা:বি:, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, কাদিহাট স:প্রা:বি:, রাতোর স:প্রা:বি:, মীরডাঙ্গী স:প্রা:বি:, পূর্ববলদানী স:প্রা:বি:, রাণীশংকৈল মডেল স:প্রা:বি:সহ মোট ১২ টি কেন্দ্রে পরীক্ষা চলছে।
এ বছর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪৭৮৭ জন এবং ইবতেদায়ী প্রাথমিক সমাপনীতে ৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষার্থীদের ৬ টি বিষয়ে ১০০ নাম্বর করে মোট ৬০০ নাম্বারের পরীক্ষায় অংশ নিতে হবে এবং ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান বলেন পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোন প্রকার অনিয়ম চোখে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা বলেন সমাপনী পরীক্ষায় দায়িদ্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।
ফেসবুকে কমেন্টের জেরে যুবলীগ নেতা পোশাক শ্রমিক কে মারধর , গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক ঃ সাভারে আশুলিয়ায় ফেসবুকের একটি পোস্টে যুবলীগের এক নেতার বিরুদ্ধে লাইক-কমেন্টের জেরে পোশাক শ্রমিকের মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এঘটনায় অভিযুক্ত রাজন ভূইয়া নামে এক যুবলীগ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আশুলিয়া হামিমের ০৩ নাম্বার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ নভেম্বর দুপুরে আশুলিয়ার বেরণ তেতুঁলতলা এলাকায় হারুন (২৫) নামে ওই পোশাক শ্রমিক কে মারধর করে জখম করা করা হয়। এরপর রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা শেষে ১৬ নভেম্বর আশুলিয়া থানায় আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন হারুন।
গ্রেপ্তার রাজন ভূইয়া (৩৫) আশুলিয়ার নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকার মোঃ বারেকের ছেলে। সে আশুলিয়া থানার ইয়ারপুর ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বলে জানা যায়।
আশুলিয়ার বেরণ এলাকার বাসিন্দা ভুক্তভোগী পোশাক শ্রমিক হারুন জানান, গত ১২ নভেম্বর দুপুরে জামগড়া তেতুঁল তলা এলাকায় পৌছলে ইয়ারপুর ইউপি যুবলীগ নেতা সোহেল সরকারের লোকজন তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের বিরুদ্ধে ফেসবুকের একটি পোস্টে কমেন্ট-লাইক কেন দিয়েছি তা জানতে চায় তারা। কিন্তু ওই লাইক-কমেন্ট আমার এক বন্ধুর ছিল। তারপরও রাজন ভূইয়া, সোহেল সরকার, সাগর, টগর, আরাফাত ও জুয়েলসহ ১০-১২ জন তাকে বেধরক পেটাতে থাকেন। এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, ইয়ারপুর ইউপি যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । এখন পযন্তু রাজন ভূঁইয়া নামক একজন গ্রেপ্তার করা হয়েছে। বাঁকী দের ধরার চেষ্টা চালাচ্ছি।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মালখানগর কলেজ আঙিনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালখানাগড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় ও মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনু সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, আমরা রাজনীতি করি নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য, কিভাবে জুলুম করে নিজের প্রভাব প্রতিত্তির বিস্তার করা যায়। কিন্তু এটা কোন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক নেতা মানে জনগনের সেবক আর জনগনের সেবকের দায়িত্ব হলো জনগণের সেবা করা, নিজের এলাকার পথঘাট বিনির্মান করা দেশের মানুষের সুখে দুঃখের সাথী হওয়া, স্কুল, কলেজ,মসজি, মাদ্রাসা বিভিন্ন সামাজিক কর্মকানডে নিজেকে সংপৃক্ত করা, অথচ আমরা সামান্য পদ পদবী পেয়ে নিজেকে মনে “করি মুই কি হইছিরে ” জন নেএী শেখ হাসিনা শুদ্ধি অভিজানের মধ্যে দিয়ে দুষ্ট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেমন ব্যাবস্থা নিয়েছেন, তেমনি আমাদের মত ত্যাগী নেতাদের রাজনৈতিক পথ সুগম করে দিয়েছেন। বঙ্গবন্ধু যেমন পাকিস্তানের হাত হতে বাঙালি জাতিকে স্বাধীন করেছেন ঠিক তেমনি শেখ হাসিনা আমাদের সৈরাচার থেকে মুক্তি করে সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গঠন করেছেন,। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনা আজ বিচক্ষন রাজনৈতিক নেতা, বিশশের রাস্ট্র প্রধানদের মধ্যে ২য় প্রধান রাস্ট্র নায়ক, তাই শেখ হাসিনা বাংলাদেশের অভিভাবক যে কোন বিষয় যে কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র শেখ হাসিনার,। তাই পলাশ বলেন শেখ হাসিনার সিদ্ধান্ত ই চুড়ান্ত।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শামসুল হক, মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনা, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা সুবীর চক্রবর্তী, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা যুবলীগের আহবাক সদস্য সাইফুল ইসলাম দিপু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মোশারফ হোসেন সুমন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রনি চৌধুরী, সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাবু, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুর রহমান তমাল, সাধারণ সম্পাদক জাহিদ জুবায়ের মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




























যশোরের শার্শা উপজেলাধীন ৮টি দলের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক মাস যাবৎ শার্শা উপজেলার মিনি ফুটবল ষ্টেডিয়ামের খেলার মাঠ প্রাঙ্গনে শিরোপা কাপ খেলায় ৮ দলীয় নক-আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০১৯ প্রতিযোগিতা চলে।
সর্বশেষে সোমবার ১৮ ই নভেম্বর বিকাল তিনটায় শার্শা উপজেলার মিনি ফুটবল ষ্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফাইনাল খেলায় অংশ নেয় পান্তাপাড়া তোতা মেম্বার ফুটবল একাদশ এবং শার্শা ফুটবল একাদশ। শার্শা খেলোয়ার কল্যান আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যশোর ১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
এস.আই.ইবনে ফরহাদের নেতৃত্বে উক্ত অভিযানে ধামরাই থানা সূত্রমতে আসামী আজিজুরের দেওয়া তথ্য অনুযায়ী ধামরাই,সাভার ও আশুলিয়া, মানিকগঞ্জ এলাকার মোটরসাইকেল চোরের মূল হোতা ধামরাই ঢুলিভিটা জিতেন রাজবংশীর বাড়ির ভাড়াটিয়া তিনটি মামলার আসামি১। নাজমুল হাসান মুন্না (২৯),পিতা-মন্নু মোল্লা, সাং কানুটিয়া,থানা – মহম্মদপুর,জেলা- মাগুরা,২।বাদশা ফরাজি(২৮),পিতা-ইদ্রিস ফরাজি,সাং বাগমারা,থানা-রুপসা,জেলা-খুলনা,তার নামে ৭টি মামলা এবং ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ৩।সেলিম খান(৩৫) পিতা-গাফফার মোল্লা, সাং মাথাভাঙ্গা,থানা-লবনচরা, জেলা-খুলনা,সে ৪ টি মামলার আসামি। ৪।রবিউল ফরাজি(২৫)পিতা-ইদ্রিস ফরাজি সাং বাগমারা,থানা-রুপসা, জেল- খুলনা,সে ২টি মামলার আসামি। গ্রেফতার কৃত আসামিদের তথ্য অনুযায়ী ধামরাই থানা চুরি মামলায় ২টি মোটরসাইকেল মানিকগঞ্জ দৌলতপুর ১টি মোটরসাইকেল ও সাভার থানা এলাকায় চুরি যাওয়া ২টি মোটরসাইকেল সহ সর্বমোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ।
এসময় ধামরাই থানায় সংবাদসম্মেলনে সাংবাদিকদের কে অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান তাদের কাছ থেকে পাচটি মোটর সাইকেলসহ ১৩০০ পুরিয়া হিরোইন ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে ধামরাই থানা সহ একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল থেকে যে সুদ্ধি অভিযান শুরু করেছে তা অব্যহত থাকবে আওয়ামী লীগে কোন সন্ত্রাসী টেন্ডারবাজি চাঁদাবাজদের যায়গা নেই উল্লেখ্য করে তিনি আরও বলেন বিএনপি আন্দোল সংগ্রামে ব্যার্থ হয়ে ঘরে বসে গেছে তারা।
ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হন। ত্রি-বার্ষিক সম্মেলনে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন উপলক্ষে কলেজ মাঠে নেওয়া হয় করা নিরাপত্তা ব্যবস্থা।