শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ ২নভেম্বর জাতিয় রক্তদাতা দিবস। সারা দেশের ন্যায় শ্যামপুর বন্ধন সাহিত্য সংগঠনের আয়োজনে পালিত হলো জাতীয় রক্তদাতা দিবস।
আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় শ্যামপুর হাজি মমতাজ মিঞা ডিগ্রি মহাবিদ্যালয় চত্তর থেকে সংগঠনের সকল সদস্য ও রক্তদাতাদের নিয়ে এক র্যালি বের হয়ে র্যালিটি শ্যামপুর চামাবাজার ঘুরে এসে কলেজ চত্তরে এসে শেষ হয়।
রাণীশংকৈল জাতীয় সমবায় দিবস পালিত
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। 
এ উপলক্ষে উপজেলা চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমবায় অফিসার- সাইদুজ্জামান , প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, বীরমুক্তিযোদ্ধা-হবিবর রহমান, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, জাপা নেতা এ জেড সুলতান আহম্মেদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, উপজেলা সমবায় বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
কমেছে দারিদ্যতার হার,বেড়েছে মানুষের জীবন-যাত্রার মান সমবায় দিবসে- শেখ আফিল উদ্দিন এমপি
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শ্লোগানে শার্শা উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।
জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন প্রধান অতিথী যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
উদ্বোধন শেষে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শার্শা অডিটোরিয়ামে শনিবার (২রা নম্ভেম্বর )সকাল ১১টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় দিবসে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা সমবায় সমিতির অফিসার এবিএস আক্কাস আলী।
প্রধান অতিথী শেখ আফিল উদ্দিন এমপি বলেন,দেশে বর্তমানে ১ লাখ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছে। সমবায় সমিতি গুলোর কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার ৫৪ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৩২ কোটি টাকা। এসব সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ লাখ ২৬ হাজার ৭৩৮ জন লোকের কর্মসংস্থান হয়েছে।
সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। হাজারো প্রতিকুলতার মধ্যেও জননেত্রী শেখ হাসনিার যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্যমায়ের দেশে পরিণত হতে চলেছে। কমেছে দারিদ্যতার হার, বেড়েছে মানুষের জীবন-যাত্রার মান। মিয়ারমারের রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সুমাম কুড়িয়েছেন।
তিনি আরও বলেন ,সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে অন্যতম প্রধান সংস্থা। এ ছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধন বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও স¤প্রসারণমূলক কর্মকন্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর দিবসটি সারাদেশের ন্যায় শার্শা উপজেলায় উদযাপন করা হয়।
দেশের উন্নয়নে সমবায় সমিতি অগ্রণি ভূমিকা রাখতে পারে। সঞ্চয় করে একটি পরিবার স্বাবলম্বী হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রচেষ্টায় কাজ করে চলেছেন। আর এ মধ্যম আয়ের দেশ গড়তে হলে সমিতির প্রয়োজনিয়তা অপরিসীম। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন সম্পন্ন ।
হৃদয় মন্ডল ,ভূঞাপুর (টাংগাইল): টাংগাইলের ভূঞাপুরে নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৬ বছর পর ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে তৃণমূলের নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেছে।নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে খুশি নেতা-কর্মীরা।
মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ভোদন করেন টাংগাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক,প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।বিশেষ অতিথি মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিক্ষা দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাপা,উপ দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ বক্তা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (জোয়াহের), স্বাগত বক্তা ছোট মনির এমপি। জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে, টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (জোয়াহের) পৌর মেয়র মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আঃ হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন।
জানা গেছে, উপজেলা আওয়ামীলীগ ১৬ বছর ধরে আহবায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। সর্বশেষ গত ২০০৩ সালের ২১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।
এরপর বিভিন্ন গ্রুপে বিভক্ত ও কোন্দল এবং নানা জটিলতার কারণে সম্মেলন করতে পারেনি দলটি। সেই সময় কাউন্সিলরদের ভোটে বর্তমান আহ্বায়ক মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে মাসুদুল হকের সঙ্গে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শামসুর রহমান খানের বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের ১৫ জুন কমিটি ভেঙে দেয়া হয়।
সে সময় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটকে আহবায়ক করে কমিটি গঠন করে। পরে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হালিম দলীয় মনোনয়ন পান। এদিকে, কোন্দল নিরসনের জন্য ২০০৯ সালের ৮ জানুয়ারি আব্দুল হালিমের স্থলে মাসুদুল হককে আবারো কমিটির আহবায়ক করে নতুন কমিটি গঠন করা হয়। এরপর আরো কয়েকবার মাসুদুল হককে কমিটির আহবায়ক করে উপজেলা আওয়ামীলীগ পরিচালিত হয়।
এই কমিটিও সম্মেলন করতে ব্যর্থ হতে হতে দীর্ঘ ১৬ বছর পর ১ নভেম্বর সম্মেলনরের চুড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছিল।
তালতলীতে জাতীয় যুব দিবস পালিত ।
মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শুক্রবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় র্যালী বের করে শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস। সভায় ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার
(ভ‚মি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আলম, তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রহমান, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, যুব ইকবাল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ধামরাইয়ে অপহৃত স্কুলছাত্রী ১২দিন পর উদ্ধার – অপহরণকারী আটক।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ঃ ঢাকার ধামরাইয়ে হামিদা আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণের দায়ে আশিকুর রহমান আশিক (২৪) নামের এক অপহরণকারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার সওদাগর কান্দি এলাকা থেকে রাতে পুলিশ স্কুল ছাত্রী উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রী ধামরাই কুশুরা টোপের বাড়ী হামিদা আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী,মোসাঃ সুমাইয়া আক্তার (১৫)।
আটককুত অপহরণরকারী আশিকুর রহমান আশিকের বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানার সওদাগরকান্দি গ্রামের মুত কাশেম আলীর ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, ধামরাই উপজেলার কুশুরা টোপের গ্রামের মোঃ শুকুর আলীর মেয়ে সে টোপেরবাড়ী হামিদা আফাজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ১৯/১০/১৯ তারিখে শনিবার স্কুল থেকে কৌশলে ডেকে একটি প্রাইভেটকার যোগে কুশুরা থেকে নরসিংদী জেলার রায়পুরা এলাকায় নিয়ে আটকে রাখে। এরপর বিকেলের দিকে সুমাইয়ার বাবা ও মা সুমাইয়াকে কোথায়ও খোজে না পেয়ে বিভিন্ন মানুষের কাছে বলতে থাকে । পরে কোথাও খুজে না পেয়ে ধামরাই থানায় মেয়ের মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নরসিংদী জেলার রায়পুর উপজেলার সওদাগরকান্দি এালাকাথেকে তাকে আটক করে।
































অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, ঘনশ্যাম রায়, সীমান্ত বসাক, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, গপেন্দ্রনাথ বর্মন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ প্রমুখ । 
দির্ঘ্য এক বছর যাবৎ বিভিন্ন রক্ত স্বল্পতা,ক্যানসার ,সিজার সহ বিভিন্ন রোগীকে বিনামূল্য রক্ত দেওয়ার মাধ্যমে সাহায্য করে আসছে।তাছাড়া বিভিন্ন সামাজিক রাষ্ট্রিয় উন্নায়ন মুলক কাজে আংশ গ্রহন করে আসছে।