20 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৮০০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তেলকুপি এলাকা থেকে ৮০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, শনিবার বিকেলে শিবগঞ্জের তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি খাবারটোলা গ্রামের মৃত কয়েস উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৩৮)।

পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া ওতপ্রোত ভাবে জড়িত- তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ-সিনিয়র তথ্য অফিসার ঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি যে ইতিহাসে বর্বরোচিত বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের সাথে যুক্ত ছিলেন সেটা বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বিদেশি টেলিভিশনে কর্ণেল ফারুক ও রশিদের সাক্ষাৎকারের মাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘এই হত্যাকান্ড নিয়ে যে সমস্ত বই পুস্তক পরবর্তিতে প্রকাশিত হয়েছে সেগুলোর মাধ্যমেও আজকে স্পস্ট হয়েছে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে যুক্ত ছিলেন। তাই ন্যায় প্রতিষ্টা ও ৫০ বছর পরের প্রজন্মের সামনে সঠিক ইতিহাস উপস্থাপন করার জন্য একটি কমিশন গঠন করে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পটভুমি রচনা করেছিল নেপথ্যের কুশীলবদের মুখোশ উম্মোচন করা প্রয়োজন।’

শনিবার (৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোকারম হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী।

ড. হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক চক্র এবং এদেশে যারা বাংলাদেশ ও স্বাধীনতা চায়নি মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তাদের যোগসাজসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি যুক্তদের বিচার হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকান্ডের নীলককশা যারা প্রণয়ন করেছিল তাদের বিচার হয়নি।

তিনি বলেন, ন্যায় প্রতিষ্টা করার স্বার্থে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পটভুমি যারা রচনা করেছে তাদের মূখোশ যদি উম্মোচন না করি তাহলে ৫০ বছর পর কারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের কুশীলব ছিলেন, কারা পটভুমি রচনা করেছিলেন, কারা পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন তাদের মুখোশ অনুম্মোচিত থেকে যাবে। ইতিহাস ও ন্যায় প্রতিষ্টা করার স্বার্থে তাদের মুখোশ উম্মোচনা করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বিপর্যস্ত বাংলাদেশকে উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন যারা একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশ চায়নি এবং আন্তর্জাতিকভাবে বিরুদ্ধাচরণ করেছিল তারাই যৌথভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেজন্য তিনি বাংলাদেশ কে স্বপ্নের সোনার বাংলা রচনা করার যে স্বপ্ন এঁকেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন করে যেতে পারেননি। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পরিচয় বদলে দিয়েছেন। স্বাধীনতার পরের দরিদ্র বাংলাদেশ এখন নিম্ম মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কর্ণফুলি নদীর উপর কালুরঘাট সেতু নির্মাণের জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করে তথ্যমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমার উদ্যোগে ও কেবিনেট সচিবের আয়োজনে ঢাকায় বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য একটা উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, রেল, যোগাযোগ, নৌ পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রামের মেয়রসহ সমস্ত উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন। সেখানেও কালুরঘাট সেতু নিয়ে আলোচনা হয়েছে। কালুরঘাট সেতু নিয়ে যে জটিলতা তৈরী হয়েছে সেটা নিরসনকল্পে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব। এই জটিলতা নিরসন করে খুব সহসাই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, রেজাউল করিম রাজা, এস এম জসিম উদ্দিন, রিদুয়ানুল হক টিপু, সেকান্দর আলম বাবর, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ, আ হ ম নাছির উদ্দিন প্রমূখ।

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে ৮০ হাজার টাকা জরিমানা ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বড় কাতিহার হাট। কোরবানির গরু ছাগলের হাট হিসাবে খ্যাত।

৩ আগস্ট শনিবার দুপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাট ইজারাদার তোজামুল হক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা লংঘনের অপরাধে ৮০ হাজার ( আশি হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে গরু ক্রেতা মুনসুর, ইসমাইল ও বিক্রেতা আবু তালেব অভিযোগ করে বলেন, আমাদের কাছে সরকারি রেটের চেয়ে অতিরিক্ত টোল আদায় করেছে হাট কর্তৃপক্ষ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা।

এ সময় বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন চন্দ্র রায়, সার্টিফিকেট পেসকার রঞ্জু আলম, রাণীশংকৈল থানা পুলিশসহ সাংবাদিকরা তাঁর সাথে ছিলেন।

বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ পিংকি খাতুন (২৭) ও মাসুম (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার(৩/০৮/১৯)ইং তারিখ ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক পিংকি বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের মিন্টুর স্ত্রী ও মাসুম একই গ্রামের আকমল হোসেনের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে নিজ বাড়িতে মজুত করেছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১০৪ ফেনসিডিলসহ পিংকি ও মাসুম আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।দীর্ঘদিন যাবত তারা মাদকের কারবার করে যাচ্ছে।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গৃহবধুর বিষ খেয়ে আত্মহত্যা । ভিডিও সহ ।

বিপ্লব সাভার ঃ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মৌসুমী বেগম নামের (৩২) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

https://www.youtube.com/watch?v=aZaPoJ27hwo

শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দি এলাকায় নিজ স্বামীর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে গৃহবধু মৌসুমী বেগম পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ। এঘটনার পর থেকে নিহতের স্বামী জয়নাল পলাতক রয়েছে।

এদিকে ওই গৃহবধুর বাবা জানিয়েছে তার মেয়েকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে।

সাভারের ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত । ভিডিও ।

বিপ্লব সাভার ঃ সাভার সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ঢাকা আরিচা মহা-সড়কের হেমায়েতপুর মোল্লা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় রাজধানির গাবতলীর দিকে থেকে ছেরে আসা মালামাল বোঝাই একটি ট্রাক হেমায়েতপুর মোল্লা পাম্পের সামনে পৌছালে এসময় রাস্তা পারাপারের সময় এক পথচারী কে চাপাদেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার কে আটক করতে পারেনি।

সাভারে ১৫ই আগষ্ট উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া ও বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত ।ভিডিও সহ ।

মহিবুল আলম রানা সাভার ঃ সাভারে ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার পৌ কৃষক লীগের উদ্দোগে ৯সং ওয়ার্প কাউন্সিলরের কার্য্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আয়নাণ হক গেদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আব্দুল গনি, ৭ সং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দি ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এলাকার সাধারন মানুষদের মাঝে গাছের চারা বিতরন করেন।

এর আগে সাভার পৌর সভার পক্ষ থেকে হতদরিদ্র গর্ভবতী মহিলাদের মাঝে ভাউচার কার্ড বিতরন করা হয়। ফলে বিতরন কৃত ভাউচার টাপর্ডটি হতদরিদ্র গর্ভবতি মহিলা সাভারের যে কোনো হাসপাতালে গিয়ে দেখালে ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন। এবং সেই চিকিৎসা সেবা খরচ বাবদ টাকা পৌর সভা থেকে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।

সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ।ভিডিও সহ।

বিপ্লব সাভার ঃ বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

শনিবার দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এসময় আরও বলেন বাংলাদেশ সবসময় ভারতের বন্ধু রাষ্ট্র জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ নদী মাতৃক দেশ এদেশের নদীগুলো অনেক সুন্দর এছাড়া বাংলাদেশে অনেক পর্যটন এলাকা রয়েছে।

এসময় ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বলেন নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নরওয়ে সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এসময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও নরওয়ের রাষ্ট্রদুত মিশিল বেøকেন বংশী নদীতে বি ফোর পানশীতে চড়ে বংশী নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।
এসময় ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের সাথে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দুই ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদুতের জন্য ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সিংক রীভা গাঙ্গুলী দাশ ভারতীয় হাইকমিশনার ও মিশিল বেøকেন নরওয়ের রাষ্ট্রদুত।

ধামরাইয়ে স্বপ্ন ডানা পরিবারের পক্ষ থেকে গড়ে উঠছে মানবতার দেয়াল।

মোঃসম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে গড়ে উঠছে “সপ্নডানা পরিবারের” উদ্যোগে মানবতার দেয়াল। যেখানে স্বচ্ছল পরিবারের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী প্রয়োজন অনুযায়ী নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা।

সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান স্বপ্ন ডানা পরিবারের সদস্য শাহরিয়ার ফেরদৌস রানা । তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো সমাজের জন্যই রোল মডেল হতে পারে বলে মত সুশীল সমাজের।

দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামাকাপড়। রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে আছে ব্যবস্থা। একদিকে নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে।

এক রিকশা চালক বলেন, একটা প্যান্ট কিনতে গেলে ৫০০-৮০০ টাকা লাগে। আমি এমনিতেই পেয়ে গেলাম, এটা আমার জন্য অনেক বেশ উপকার।

ধামরাই কলেজের সাবেক ভিপি মাসুদ রানা বললেন আমার পরিবার ও আত্মীয়-স্বজন যেগুলা পড়তে পারে না, আমি সেগুলো এখানে দিয়ে যাবো।
নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের।

আমরা সমাজে অসহায় মানুষদের পাশে কি ভাবে দাঁড়াবো, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।

আরেকজন জানান কারো কাছে হাত পেতে নিবে কিছু, কিন্ত লজ্জায় চাইতে পারছে না, তাই এই ধরণের প্রয়োজনটা যেন তারা সহজেই পূরণ করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।

প্রতিদিনের সংবাদপত্র কিংবা টিভির পর্দা খুললেই যেখানে সমাজের হানাহানি আর বিদ্বেষ লেগেই থাকে, সেখানে যে কোন সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারে মানবতার দেয়াল।

অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

ফুটপাত কিংবা অলি-গোলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ। যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে । যেখানে সত্যিই একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে।

ঠাকুরগাঁওয়ে বাসরে মুখোমুখি সংঘর্ষে নিহত-৮ ।

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৪৫),বীরগঞ্জ উপজেলার গলিরামের স্ত্রী মঙ্গলী রানী(৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা(৩৫)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে নিশাত নামক বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল দিনাজপুরের দিকে। এ সময় অপরদিক থেকে যাত্রীবাহী ডিপজল কোচটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পাথিমধ্যে সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে সেখানে দুইজন নিহত হন। পরে আরেকজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে হাজারও মানুষের ভিড় জমায়। এতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মানুষের ভিড়ে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ আপডেট...