28.1 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা পুলিশ ক্যাম্পে হেরোইনসহ আটক ১(ভিডিও)

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা পুলিশ ক্যাম্পে মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ ।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিংগাইর থানার ধল্লা ফাঁড়ি পুলিশের নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আব্বাস মোল্লা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ গ্রাম হেরোইন যাহার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা, সহ আটক করে ধল্লা ফাঁড়ি পুলিশ ।

আসামি আব্বাস মোল্লা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে তেঁতুলঝোড়া এলাকার মৃত:কুদ্দুস মিয়ার নাতি, সে যশোর জেলার কোতোয়ালি থানার মৃত আজিজ মোল্লার ছেলে ‌‌।

ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ,গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে হেরোইন মাদক নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আব্বাস মোল্লা (৩২) কে গ্রেফতার করা হয়েছে ।জানা যায় আব্বাস মোল্লা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন ।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

জাবিতে ইতিহাস বিভাগের মাসব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক: সমাপ্তি হলো মাসব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সুবর্ণজয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী উৎসব।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সড়ে ৯টায় র‌্যালির মাধ্যমে সমাপনী দিনের আয়োজন শুরু হয় ।

‘অতীতের আলোতেই এই বর্তমান, পঞ্চাশে ইতিহাস হোক অম্লান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে , সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও গুণীজন সম্মাননা প্রদান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান, নারী উদ্যোগ কেন্দ্র পরিচালিত ফ্রি চক্ষু শিবির ও র‌্যাফেল ড্রর আয়োজন করা হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় , সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাভার উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক,ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সদস্য জাহাঙ্গীর আলম জানান, আমরা দেশ-বিদেশে অবস্থানরত ইতিহাস বিভাগের সাবেকদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এভাবেই আমাদের বন্ধন আরো অটুট হবে বলে আশা রাখছি। ইতিহাস বিভাগের জয়ধ্বনি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,
৩২ তম ব্যাচের ড. পিংকি সাহা,
২৪ তম ব্যাচের হোসনে আরা বেবি, ২০ তম ব্যাচের প্রফেসর ড. এ কে এম জসিম উদ্দিন, ২১ তম ব্যাচের এ,এম,আল মামুন , ১৫ তম ব্যাচের সৈয়দ মাহফুজ আলী , ২২ তম ব্যাচের মোহাম্মদ মোজাহিদুল ইসলাম , নবম ব্যাচের অধ্যাপক এ,টি,এম আতিকুর রহমান, ৪৫ তম ব্যাচের এস,এন,সোহেল রানা ।

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে অপারেজেয় একাত্তর চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। পরে সন্ধ্যা ৬.০০ টায় ডিসি পর্যটন পার্কে অবস্থিত মুজিববর্ষ চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।

প্রসঙ্গত : ১৯৭১ সালের এই দিনে দখলদার হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বিভিন্ন পেশার বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এবং বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বাঙালি জাতির স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ধামরাইয়ে  স্কুলের অর্থ আত্মসাৎ এর মামলায় প্রধান শিক্ষক আলী হায়দার গ্রেপ্তার

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকাঃ-ঢাকার ধামরাইয়ে যাদবপুর স্কুল এন্ড কলেজের অর্থ আত্মসাৎ মামলায় প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে স্কুল কলেজের টাকা তছরুপের ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।

মামলার পরই সকালেই আলী হায়দারকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ।এর আগে বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ধানতাড়া বাজারে এলাকাবাসী স্কুল কলেজের টাকা তছরুপের ঘটনায় আলী হায়দারকে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠায়।আসামিরা হলেন, যাদবপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার (৪৪) ও যাদবপুর ইউনিয়নের ধানতারা গ্রামের সুরজত আলীর ছেলে লিটন মিয়া (৪৫)। আলী হায়দার ভোলা জেলার ভিদুরিয়া গ্রামের সোলাইমানের ছেলে। সে বর্তমানে ধানতারা বাজারে আলালের বাড়ির ভাড়াটিয়া।মামলা সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মামলার ২নং আমসামি লিটন মিয়ার সহায়তায় প্রধান শিক্ষক আলী হায়দার ২০২২ সালের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ফি বাবদ ৮ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৬০ টাকা আদায় করেন। আলী হায়দার ৫ লক্ষ ৭২ হাজার টাকার রিসিভ দেখান। কিন্তু মামলার বিবাধী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার কেন্দ্র সচিব ও অন্য শিক্ষকদের সাথে নিয়ে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন প্রধান শিক্ষক আলী হায়দার ২ লক্ষ টাকা জমা করেছেন। বাকি টাকা তিনি তসরুপ করেন। স্কুল হইতে বার বার বাকি টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য বললে তিনি দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে।

প্রতিষ্ঠানের টাকা না দিয়ে তসরুপ করার চেষ্টা করেন তিনি। নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে প্রধান শিক্ষক আলী হায়দারকে কয়েক মাস আগে অব্যাহতি দেন প্রতিষ্ঠান থেকে।এছাড়াও স্কুল কলেজে চাকরি দেয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ধানতারা বাজারে পাওনাদাররা আলী হায়দারকে গণধোলাই দেন। পরে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তার বলেন, প্রতিষ্ঠানের টাকা নিজের কাছে বা তসরুপ করার কোন পথ নেই। টাকা ব্যাংকে জমা দিবে প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করে খরচ করবে। এই টাকা সে আত্মসাৎ করেছে।তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে তিনি অনেক অনিয়ম দূর্ণিতির সাথে জড়িত। নানা অভিযোগের কারণে তাকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতির পরও স্কুলে পিয়ন নিয়োগের বিষয়ে তিনি একজনের কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন।ধামরাই থানার উপ পরিদর্শক ( এস আই) মফিজুর রহমান মল্লিক বলেন, যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলী হায়দারসহ দুজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ তসরুপের মামলা হয়েছে।

সেই মামলায় শিক্ষক কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামি লিটনকে ধরার চেষ্টা চলছে।

ঠাকুরগাঁওয়ে শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্ধোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর থানায় ব্লক দিয়ে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিপিএম,ডিআইজি, বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সদর অফিসার ইনচার্জ কামাল হোসেন, ডিপিসি ইএসডিও আইনুল হক, ইএসডিও প্রজেক্ট ম্যানেজার (এসইপি) জাহাঙ্গীর আলম প্রমুখ।

লাশ ঘরে ঠাকুরগাঁও সদর থানার দূঘটনা জনিত,অপমৃত্যু ও বেওয়ারিশ লাশ সমুহ যথাযথভাবে সংরক্ষণ করা হবে।

প্রসঙ্গত: এটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)‘র সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব-সেক্টর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী প্রকল্পের আওতায় নির্মিত।

চাঁপাইনবাবাগঞ্জে ভূয়া এনজিও ৬০ লক্ষ টাকা আত্মসাৎকারী ৬ জন গ্রেফতার

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধিঃ
বুধবার (০৭ ডিসেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ভূয়া এনজিও’ র মূলহোতা এবং ম্যানেজার সহ ০৬ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫) পিতা-মোঃ আব্দুল জলিল,মোঃ তৌহিদুর রহমান (৩৮) পিতা-মৃত আফাজ উদ্দিন, মোঃ জিয়াউল হক (৪০) পিতা-মৃত আব্দুল কুদ্দুস,মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-ফতেহপুর, মোঃ গোলাম আযম (৩৮) পিতা-মৃত আব্দুল কুদ্দুস, মোঃ মোশারফ হোসেন (৩৭) পিতা-মৃত ইসমাইল হোসেন।

রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন খোলসী বাজারের পশ্চিম দিকে জনৈক খলিল ডিলার এর ১তলা বিল্ডিং বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত আসামীগণকে গ্রেফতার করেন।

এই সময় তাদের কাছ থেকে, ভূয়া পাশ বই-১০০০টি, ভূয়া সীল-১৫ টি, চেক/লোন-রেজিষ্টার-১৪ টি, এবং ব্যাগ-০৩ টি জব্দ করেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা বাংক চেক বাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন র‍্যাব।

শিশু শ্রেনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া ফ্রি

জাহিদুর রহমান, সাভারঃ বড় হয়ে তুমি কি হতে চাও?

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রশ্নের জবাবে সুবিধা বঞ্চিত অনুগ্রসর পরিবার থেকে আসা এক শিশুর সপ্রতিভ উত্তর, “আমি ইঞ্জিনিয়ার। পরক্ষনেই হাত উঁচিয়ে অন্যজন বলছে,স্যার আমি ইসলামিক স্কলার।

আর তুমি?

আমি হতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ।
অথচ কদিন আগেও যাদের জীবন ছিল ধূসর বিবর্ণ আর ভবিষ্যৎ ছিল অন্ধকারাচ্ছন্ন, তাদের এসব লক্ষ্যের পথ ধরে জীবনের পথে হেঁটে চলা দূরের কথা, খোদ পরিবারের কারো ভাবনাতেও আসেনি, সুবিধাবঞ্চিত এসব শিশুদের ভবিষ্যৎ কি হবে- তা নিয়ে।

ফেরদৌস, আহাদ,শামীম, খালেদদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাই দিনটি ছিলো অন্য রকম।

আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ার প্রত্যয় আর সংকল্পকে আরো সুদৃঢ় করতে তারা এ দিনটিতে নিবিড় সান্নিধ্য পেয়েছে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর।

গভীর মমতা স্নেহের পরশে প্রতিটি শিশুর সাথে কুশল করলেন প্রতিমন্ত্রী। জিজ্ঞেস করলেন তাদের বাড়ির কথা। ভবিষ্যতে তারা কি কি হতে চায় সেটাও আদরে আদরে জেনে নিলেন তিনি।

প্রসঙ্গত প্রতিমন্ত্রী নিজেও নিঃসন্তান। স্ত্রী কামরুন্নেছা আশরাফ দীনা মহিলা আওয়ামীলীগের নেত্রীর দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ। পরিচালনা করেন প্রতিবন্ধীদের স্কুল।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারছেন- সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সেটা নিয়েও সগর্বে নিজের আনন্দ এবং স্বস্তির কথা বলতেও ভোলেন নি প্রতিমন্ত্রী।

সমাজের সুবিধাবঞ্চিত, আশ্রয় এবং অভিভাবকহীন শিশুরা বিনা খরচে পড়বে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির পাশাপাশি দেশের কল্যাণে নিবেদনের জন্য তাদের গড়ে তোলা হবে আদর্শ মানুষ হিসেবে- এমন প্রত্যয়ে চারহাজার সুবিধা বঞ্চিত শিশুর জীবন বদলে দেবার প্রত্যয়ে সাভারের আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে গড়ে উঠেছে ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেস (ডিআইএসএস) ।

ভারতের ওডিশায় (পুরোনো নাম উড়িষ্যা) লোকসভার সদস্য ও ড.অচ্ছুত সামন্তের প্রতিষ্ঠিত খ্যাতনামা কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের (কিস)। আদলে ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেস (ডিআইএসএস) গড়ে তুলেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও
অ্যাসোসিয়েশন অব দ্য ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) সভাপতি মো. সবুর খান।
গোটা প্রতিষ্ঠান ঘুরে শিশুদের উন্নত ক্লাসরুম শিক্ষক, গাইড,জীবনযাপন লেখাপড়া, খাবারদাবারের মান প্রত্যক্ষ করে নিজের সন্তুষ্টির কথা জানালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

বললেন, এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের বাতিঘর হিসেবে পথ দেখাবে।

সমাজের বিত্তবানরা এমন প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এগিয়ে এলে এদেশে ভবিষ্যতে আর কোন পথশিশু খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের  (ডিআইএসএস) প্রকল্প পরিচালক জাহাঙ্গীর নাকির হোসেন জানান, আমাদের স্লোগান,প্রতিটি শিশুর জীবন হোক আলোকিত তাদেরও আছে অধিকার, জীবন গড়ার।

মূল্যবোধ এবং সম্মানের সাথে শিশুদের গড়ে তোলার বিষয়ে আমাদের প্রতিষ্ঠাতা মো. সবুর খানের আন্তরিক প্রচেষ্টার ফসল ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের  (ডিআইএসএস) ।

এখানে কেজি থেকে বিনা বেতনে থাকা,খাওয়া ও পড়ার সুযোগ থাকবে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত। বলতে পারেন, ‘কেজি টু পিজি’।

কেবল পড়ালেখাই নয়, -ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের (ডিআইএসএস) সকল ছাত্রছাত্রীর জন্য থাকা, খাওয়া, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্যসেবা—সবকিছুই ফ্রি। কম্পিউটার ল্যাব, কনফারেন্স ল্যাব, ওয়াই-ফাই সিস্টেম—কোনো কিছুরই অভাব নেই এখানে। একটু সহযোগিতা আর সত্যিকার ভালোবাসা নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা দেশকে কতটা বদলে দিতে পারেন – সেটাই বাস্তবে রূপ দিতে বদ্ধ পরিকর ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের (ডিআইএসএস)।

ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের (ডিআইএসএস) প্রতিষ্ঠাতা মো. সবুর খান জানান, আধুনিকভাবে ৩০ জন্য শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে।

আগামী বছর নির্মিত হবে ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ। এই শিক্ষার্থীরা আমাদের কলেজে অধ্যায়নের কালেই উচ্চশিক্ষার জন্য কেবল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিই নয়,তাদের জন্য কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কেআইআইটি বা কিট) দুয়ার খুলে দিয়েছেন টাইমস অব ইন্ডিয়ার  ‘আইকন অব ওডিশা’,সর্বভারতে সবচেয়ে কম বয়সে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হওয়ার রেকর্ড সৃষ্টিকারী ডঃ অচ্ছুত সামন্ত।

তাঁর গড়া প্রতিষ্ঠান ঘুরে আমি সত্যিই এতটা অনুপ্রাণিত হয়েছি দেশে ফেরার পর আমার স্বপ্ন ছিল কবে আমি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলবো।

আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমরা ভালো কিছু করার প্রত্যাশায় যাত্রা শুরু করেছি। জেনে আনন্দিত হবেন, প্রাথমিক পর্যায়ে প্রতিবছর ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেসের মেধাবী শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ জনকে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে নিখরচায় থাকা-খাওয়া এবং পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ডঃ অচ্ছুত সামন্ত।

এটা আমার জন্য কতটা আনন্দের এবং অনুপ্রেরণার তা বলে বোঝানো যাবে না।

আমাদের এই প্রকল্প চালুর মাধ্যমে, সুশিক্ষা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।

পড়াশোনার পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

১০ ডিসেম্বর জামায়াত বিএনপি’র মিথ্যাচারের প্রতিবাদে-সাভারে জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত (ভিডিও)

স্টাফ রিপোর্ট: আগামী ১০ই ডিসেম্বর জামাত বি’এনপির সভাকে লক্ষ্য করে, সাভারে ১০ ডিসেম্বর জনসভাকে সফল করার লক্ষ্যে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ই ডিসেম্বর বিকেলে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ৮ নং আওয়ামী লীগে উদ্যোগে, শ্যামপুর বাজারে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এ সময় বক্তারা আগামী ১০ই ডিসেম্বর জামায়েত বিএনপির সভার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তারই প্রতিবাদে সাভারে আগামী ১০ ডিসেম্বর বিশাল জনসভাকে একত্রিত হয়ে সফল করার জন্য,সকলকে আহব্বান জানান।

এ সময় জামাত বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা ।

প্রস্তুতি সভা চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, সাবেক মেম্বার সাত্তার সহ স্থানীয় এলাকার সকল গণ ব্যক্তিবর্গ ও ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতা কর্মী । অনুষ্ঠান শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয় ।

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ই ডিসেম্বর, ২২বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন কে গ্রেফতার এর প্রতিবাদে জয়পুরহাট জেলা যুবদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি স্টেশন চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদল এর সিনিয়র যুগ্ন-আহবায়ক আবু রায়হান উজ্জল প্রধান, যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম, তৌফিক এলাহী, জুয়েল, গোলাম রাব্বানী রাব্বি, সদস্য সোহেল, এফতাদুল, সেন্জু, রতন, মুনির, উজ্জ্বল, কিবরিয়া, লিটন সহ জেলা যুবদল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সহ সভাপতির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ

মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলন স্থলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সমাবেশস্থলের বাইরে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ত্রি -বার্ষিক কাউনসিল ২০২২ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সম্মেলন চলাকালীন অবস্থা হঠাৎ করে দুই গ্রুপে হতাহতি ও চেয়ার ভাঙচুর শুরু হয় সেই সময় চাঁপাই জানাল এর প্রতিনিধি সাংবাদিক আসাদুল্লাহ সনির ফোন নাহিদ উজ্জামান ফোন ও স্টান্ড ভেংগে যায়। এ ঘটনায় আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম।প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, পৌণে ১২টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ আব্দুল ওদুদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের ছাত্রলীগ-কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাংচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিকে, উত্তেজনার কিছু সময় পরে আবার সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় গুরুতর আহত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। এসময় নেতাকর্মীরা তাকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, আহত মিনহাজুল ইসলামের মাথায় আঘাত পেয়েছে। এছাড়াও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের ভেতরে কোন ইন্টারনাল ক্ষত রয়েছে কি না তা এখনি নিশ্চিত করে বলা মুশকিল। তাকে জেলা হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, এ ঘটনায় আমরা বিব্রত। কেন্দ্রীয় নেতাদের সামনে এমন ঘটনায় আমরা লজ্জিত। এমন ঘটনা আর যাতে না ঘটে সেই ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানায়। এ ঘটনায় সম্মেলন স্থগিত ঘোষণা করেন, সম্মেলনের প্রধান বক্তা কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষকে পুলিশ সরিয়ে দেয়। বর্তমানে

সর্বশেষ আপডেট...