নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আত্রাই নদীর ডান তীরে উপজেলার কশব ইউনিয়নের চকবালু নামকস্থানে বাঁধটি ভেঙে যায়।
এতে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে খেতের ফসল। বসতবাড়িতে পানি প্রবেশ করায় ঘরের আসবাবপত্র ও মালামাল নিয়ে চরম বিপাকে পড়েছে দুর্গত এলাকার মানুষ। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে পূর্বমান্দার সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আত্রাই নদীর পানি জোতবাজার পয়েন্টে বিপদ সীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আত্রাই ও ফকির্ণী নদীর উভয়তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই নদীর ডান তীরে সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় বাঁধের ভেতর দিয়ে পানি পার হতে থাকে। এসময় স্থানীয় প্রশাসন এলাকাবাসির সহায়তায় বাঁধটি মেরামত করে টিকিয়ে রাখা হয়েছে।
এদিকে নদীর এ অবস্থায় স্থানীয়রা রাতে পাহারা বসিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত ২টার দিকে জোতবাজার-আত্রাই রাস্তার চকবালু নামকস্থানে ইদুরের গর্ত দিয়ে পানি পার হতে থাকে। কিন্তু পানির প্রবল চাপের কারণে বাঁধটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
ইতোমধ্যে পানির তোড়ে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভরট্ট শিবনগর, দাসপাড়া, চকরামপুর, শহরবাড়ি, কর্ণভাগ, পারসিমলা, নহলা কালুপাড়া, আবিদ্যপাড়া, যশোপাড়া, পশ্চিম দুর্গাপুর, শিবপুর, খোর্দ্দ বান্দাইখাড়া ও চককামদেব, নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ, চকহরি নারায়ণ ও বাকসাবাড়ি কশব ইউনিয়নের বনকুড়া ও দক্ষিণ চকবালু এবং কালিকাপুর ইউনিয়নের বেড়েরটেক গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নদীর পানি বৃদ্ধিতে মঙ্গলবার গভীর রাতে চকবালু নামকস্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে। ঝুঁকিপূর্ণ অন্যস্থানগুলো টিকিয়ে রাখতে দিনরাত কাজ করেছে স্থানীয়রা। কিন্তু ভেঙে যাওয়া স্থানটি স্থানীয়দের নজরদারিতে ছিল না। চেয়ারম্যান আরও বলেন, ইতোমধ্যে দুর্গত মানুষের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। তবে, এ মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমান জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় আব্দুল জব্বার, নজরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ আরও অনেকে জানান, নদীর পানি বাড়তে শুরু করলে উভয়তীরে অনেকস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজনকে রাস্তায় পাওয়া যায় না। অনেক সময় নজরে পড়লে মোটরসাইকেলে এসে তাৎক্ষণিক কেটে পড়েন। গত ২৪ ঘন্টায় পাউবোর কোন কর্মকর্তা-কর্মচারিদের এ এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন জানান, এ মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দুর্গত এলাকাগুলোতে উপসহকারি কৃষি কর্মকর্তারা কাজ করছেন। খুব শিঘ্রই এ বিষয়ে তথ্য জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান জানান, বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মোমবাতি, খাবার স্যালাইনসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা হবে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে মাদক,ইভটিজিং,সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬জুলাই ) দুপুরে শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অত্র স্কুলের আয়োজনে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সজাগ এর পরিচালক আব্দুল মতিন এর উদ্বোধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা(উত্তর) ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোঃ মনিরুজ্জামান মনির ধামরাই উপজেলা যুবলগী, সারোয়ার মাহবুব তুষার সাবেক যুগ্ম আহ্বায়ক ধামরাই উপজেলা ছাত্রলীগ,মোঃ সাইদুল মোরছালেম মাসুম যুগ্ম আহ্বায়ক ধামরাই উপজেলা ছাত্রলীগ,মোঃ সুমন হোসেন যুগ্ম আহ্বায়ক ধামরাই উপজেলা ছাত্রলীগ,মোঃ শামিম হোসেন সাবেক ভিপি গন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রমুখ।
বক্তব্য কালে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এর কুফল ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন,এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চালু করা হচ্ছে এ ট্রেন সার্ভিস।
প্রধানমন্ত্রী প্রতিশ্রতি অনুযায়ী আগামী কাল ১৭ই জুলাই বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে বেনাপোল রেল স্টেশন আসেন রাজশাহী জোনের সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ওয়াসিম কুমার তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামানসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এর নেতাকর্মীরা।
এদিকে বিকালে ৮৫ যশোর- শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন “বেনাপোল এক্সপ্রেস” চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শন করেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন সার্ভিসটির নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে তিনি এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। আগামীকাল দুপুর সোয়া ১টায় ট্রেনটি যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই)দুপুর ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
মোটরসাইকেল আরোহী নিহত নূর ইসলাম(২৭) মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার রায়পুরের বাসিন্দা।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বসুন্ধরা পরিবহনের একটি বাস পাটুরিয়া উদ্দেশ্যে রওনা দেন। এসময় বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা গামী মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন ।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মোটর সাইকেল ও নিহতের লাশ পুলিশ হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তারপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিশেষ প্রতিবেদক ঃ রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া সলপ স্টেশনের উত্তরে পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশে উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে, বিয়ের মাইক্রোবাস (হাইয়েস)এর ধাক্কা লাগায় #বর_কনে সহ ৯ জন নিহত, গাড়ী টি প্রায় এক কিঃমিঃ ছেচরিয়ে নিয়ে যায়। আর কত তাজা প্রাণ হারালে দেশের সকল অরক্ষিত রেলক্রসিং এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে?
বিপ্লব সাভার ঃ যায়যায়দিনের ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে সাভারে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা,আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলার পৌরসভা কার্য্যলয় এ অনুষ্ঠান হয়। বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকা ১৪ পেরিয়ে ১৫ তে পা রাখল। পত্রিকার আনন্দগণ এ অনুষ্ঠানে প্রথমে কেক কেটে পরে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সাভার পৌরসভা চওÍর থেকে শুরু হয়ে আরিচা-মহাসড়ক ঘুরে ফের একই স্থানে এসে শেষ হয়।
যায়যায়দিনের সাভার প্রতিনিধি আরজু মীরের সভাপতিত্বে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা উওর ডিবির ওসি শেখ আবুল বাশার, সাভার উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মিঠুন সরকার, এশিয়ান টিভির আহসান উল্লাহ, মোহনা টিভির জিয়া উদ্দিন, বাংলা ভিশন টিভির নজমুস শাহিন,প্যানেল মেয়র সেলিম মিয়া, সিএনএন বাংলা টিভির মবিনূর রহমান রবিন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদের মধ্যে আটক করা হয় দুই খদ্দেরকেও। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা আনন্দপুরের একটি তিনতলা বিশিষ্ট বাড়িতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় দেহ ব্যবসায় জড়িতদের হাতেনাকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দেহ ব্যবসা পরিচালনার সাথে জড়িত খুলনা জেলার খালিশপুরের জামাল উদ্দিন শেখ (৬৫), তার স্ত্রী কিশোরগঞ্জ জেলার সদর থানার আমেনা বেগম (৩৫) এবং পতিতা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর মহল্লার আয়েশা (২২)।
এছাড়া পাবনা জেলার আতাইকুলা থানার পাহাড়পুর এলাকার মো. আব্দুল গফুর ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শামিম নামে দুই খোদ্দেরকেও আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের গেন্ডা আনন্দপুর সিটিলেন মহল্লায় একটি তিনতলা বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালিয়ে আসছে জামাল উদ্দিন শেখ ও তার স্ত্রী আমেনা বেগম। বিভিন্ন এলাকা থেকে পতিতাদের নিয়ে এসে ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে দেহ ব্যবসা করতো তারা। এছাড়া আশেপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টাকার লোভ দেখিয়ে দেহ ব্যবসা করানো ও বিভিন্ন দালালের মাধ্যমে খদ্দের সংগ্রহ করে দীর্ঘদিন ধরে অবৈধ যৌন ব্যবসা পরিচালনা করে আসছিল তারা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৪ বছরে পদার্পণ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিষ্ঠাবার্ষিকী উৎবের আয়োজন করা হয়েছে। সোমবার বেলা এগারোটায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাবি প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মত বিনিময়, কেক কাটা ও আনন্দ র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে যায় যায় দিনের জাবি প্রতিনিধি মো. মুসার সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘যায় যায় দিন প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। সংবাদ মাধ্যম হিসেবে পত্রিকাটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।’
এসময় সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে যায় যায় দিন অগ্রগণ্য ভ‚মিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ. স. ম ফিরোজ উল হাসান বলেন, ‘সংবাদ মাধ্যম সমাজের পরিবর্তন ও উন্নয়নে বিশেষ অবদান রাখে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আমরা পত্রিকাগুলোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আশা করি।’
অনুষ্ঠানে জাবি প্রেসক্লাবের সদস্যগণ, যায় যায় দিন ফ্রেন্ডস ফোরামের সদস্যগণ সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ধামরাইয়ে শাপলা অক্তার(২৩) নামের এক গার্মেন্টস কর্মীকে তার পাষন্ড স্বামী(সাবেক) গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিয়ে চোখ ও মুখে ঝলশে দিয়েছে।
ওই পাষন্ড স্বামীর নাম মোঃ জসিম উদ্দিন (২৭)। সে পেশায় একজন ভেকু ড্রাইভার।
পাষন্ড ওই স্বামী(সাবেক) মানিকগঞ্জ জেলার টেপড়া উলাইল এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে। আজ থেকে প্রায় ৮বছর পূর্বে ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে করেন শাপলা আক্তার(২৩) কে।
ওই সময়ে শাপলা আক্তার নাবালিকা(অপ্রাপ্ত বয়স্ক) ছিলেন। তাদের সাংসারিক জীবনকে আরো আনন্দময় করতে তাদের ঘরে জন্ম হয়েছে একটি কন্যা সন্তানের।
তারপরই সংসার জীবনে এক অশান্তির অধ্যায়ের সূচনা ঘটে। তারই প্রেক্ষিতে অশান্তি থেকে বাচতে পাষন্ড স্বামী জসিম উদ্দিনকে শাপলা আক্তার তার ও তার পরিবারের মতামত নিয়ে তালাক প্রদান করে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান।
বাবার বাড়িতে মায়ের কাছে শিশু সন্তানকে রেখেই জীবিকার্জনের জন্য ধামরাইয়ের রাইজিং টেক্সটাইল লিমিটেডে চাকুরি করতে থাকেন। পাশাপাশি ওই পাষন্ড স্বামীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
দীর্ঘময় এই অশান্তির পরিসমাপ্তি কিছুটা লাঘব হলেও পাষন্ড স্বামী(যিনি বর্তমানে সাবেক) শাপলা আক্তারের পিছু ছাড়েনি।
আজ ১৫ই জুলাই(সোমবার) সকালে শাপলা আক্তারকে জোড় পূর্বক রাইজিং টেক্সটাইল লিমিটেডের সামনে থেকে ধরে স্বামীর বাসা(ভাড়া করা) কালামপুরে নিয়ে আসেন।
কালামপুর এলাকার সোলাইমান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় নিয়ে শাপলা আক্তারকে বেধরক মারপিট করে গরম খুন্তি দিয়ে শাপলা আক্তারের মুখে, গালে এবং বাম কানের নিচে ছ্যাকা দিয়ে শাপলা আক্তারকে ঝলশিয়ে দেয় ওই পাষন্ড সাবেক স্বামী।
একপর্যায়ে বাম চোখে ও গরম খুন্তির ছ্যাকা দিলে শাপলা আক্তার ডাকচিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এসময় আশে পাশের লোকজন শাপলা আক্তারকে উদ্ধার করে হাসোতালে নিয়ে যান এবং পাষন্ড স্বামীকে ধরে পুলিশের কাছে সুপর্দ করেন।
এ বিষয়ে বিচারের দাবি ও মামলা করার প্রস্তুতি নিয়ে শাপলা আক্তারকে সাথে নিয়ে তার মা ও ভাই ধামরাই থানা পুলিশের কাছে এসেছেন।
এ বিষয়ে শাপলা আক্তার বলেন,আমি এক বছর পূর্বেই তাকে(জসিম) তালাক দিয়েছি। তার সাথে বর্তমানে আমার কোন সম্পর্ক নেই। তারপরও জসিম আমাকে এভাবে মেরেছে, আমি তার বিচার চাই।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর সহযোগীতায় আইন ও বিচার বিভাগে অন্ত: বিভাগীয় মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৯ আয়োজন করা হয়।
আজ সোমবার (১৫, জুলাই ), সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আইন ও বিচার বিভাগে সারাদিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর বশির আহমেদ শুভ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস এর প্রধান লিগ্যাল এডভাইসর বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সভাপতি কে.এম. সাজ্জাদ মহাসীন, উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে আসীন ছিলেন সূপ্রিম কোর্টের আইনজীবী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীরা ও রানার আপ হয় ৪৭ তম আবর্তনের শিক্ষার্থীরা। এছাড়াও সেরা মুটার নির্বাচিত হয় জাহিদ অয়ন ও সেরা রিসার্চার নির্বাচিত হয় প্লাবনী নাগ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মুট কোর্ট প্রতিযোগিতা মূলত কোর্টের আদলে প্রতিযোগিতা যেখানে কোন এক কাল্পনিক আইনি বিবাদ নিয়ে একে অপরের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে থাকে।
বিভাগের সভাপতি কে.এম.সাজ্জাদ মহাসীন বলেন, ‘ মুটিং এর অভিজ্ঞতা আইনের কঠোর এবং প্রায় অপরিবর্তনীয় কার্যক্রমকে অতিক্রম করে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ভদ্রতা, সহমর্মিতা, সমঝোতা এবং অন্যের প্রতি সম্মান শেখায়। এছাড়াও জনগণের কল্যাণের কাজে নিজেদের আগ্রহী করতে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, ‘ আপনারা যারা মুটকোর্টে অংশগ্রহণ করেছেন তাদের আইন, বিচার বিশ্লেষণ সম্পর্কিত বিশ্লেষণধর্মী, সমালোচনামূলক চিন্তা এবং উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে।
সর্বশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সকলকে সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।