22 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

দৌলতদিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন শোভন – রাব্বানী।

সাদ্দাম হোসেন : দৌলতদিয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আগামী ২৫শে জুলাই গোয়ালন্দ উপজেলার  বহুল আলোচিত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আজ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট চাইলেন নৌকা প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম মন্ডলের পক্ষে ।
এ সময় শোভন ও গোলাম রাব্বানী বলেন আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশসেবার সুযোগ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আহ্বান জানান ।

যশোরের বেনাপোলে ফেন্সিডিলসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বহনকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার দুপুর ২টার সময় পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বালুর মাঠ আম বাগানের মধ্যে থেকে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মেহেদী সরদার(২৪)কে আটক করে। আটক মেহেদী সাদিপুর গ্রামের পল্টু সরদারের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সাভার হেমায়েতপুরের তেঁতুলঝোড়াতে ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত নারীকে পিটিয়ে হত্যা ।

নিজেস্ব প্রতিবেদক ঃ সাভারে ছেলে ধরা সন্দেহ এক নারীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় এক নারী এক শিশুকে বিস্কুট খাওয়াতে চাইলে এলাকাবাসী ছেলে ধরা সন্দোহ ওই নারীকে গণপিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে খবর পেয়ে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে । পরে ওই নারী সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত নারীর নাম পরিচয় এখনো যানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ তিনি আরও জানান নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

সাভারের হেমায়েতপুরে প্রতিবন্ধীব্যাক্তি কে দোকান ও নগদ অর্থ প্রদান ।

বিপ্লব সাভার ঃ সাভারের হেমায়েতপুরে শাররীক প্রতিবন্ধী মোঃ ওহেদ আলী কে আর এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থয়নে একটি দোকান ঘর ও নগদ অর্থ বুজিয়ে দেয়া হয় ।
আজ শনি বার বিকাল ৫ ঘটিকার সময় একজন শারিক প্রতিবন্ধী কে এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থায়নে একটি দোকান বুঝিয়ে দিলেন স্থানীয় চেয়ারম্যান জানাব ফকরুল আলম সমর ।
উল্লেখ্য আছে যে এই শাররীক প্রতিবন্ধী এক জন ভিক্ষুক ছিলেন ,তিনি হলেন মোঃ ওহেদ আলী ,মোঃ ওহেদ আলী এই  ব্যাক্তিকে রাজফুলবাড়ীয়া শাপলা প্রতিবন্ধী সংস্থা প্রশিক্ষণের মাধ্যমে আতনির্ভরশীল করে গড়ে তোলেন । আজ মোঃ ওহেদ আলী কে এলজিএসপি-৩ স্থানিয় সরকার বিভাগ এর অর্থায়নে একটি দোকান ঘর সহ নগদ অর্থ বুজিয়ে দিলেন তেতুলঝোরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যন জনাব ফকরুল আলম সমর ।
এসময় আরো উপ্সহিত ছিলেন শাপলা প্রতিবন্ধী সংথার চেয়ারম্যান জানাব মোঃ হাদিস খান (হাদি)  সহ স্থানিয় মেম্বার জানাব নিজাম উদ্দিন ও স্থানিয় গন্য মান্য ব্যক্তি বর্গ ।

সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় নিহত ১ ।

বিপ্লব সাভার: সাভারের আশুলিয়ায় ময়লা বোঝাই ভটভটি দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।
শনিবার সকালে নবীনগর চন্দ্রা মসহাসড়কের আশুলিয়ার মোজারমিল এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ভটভটিতে ময়লা নিয়ে মোজারমিল এলাকায় ফেলাতে যান কয়েকজন শ্রমিক। এসময় অজ্ঞাত একটি গাড়ি ময়লা বোঝাই গাড়িটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের  দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতাল ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভটভটি চালক মারা যান। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর পুরুঙ্গ কেটে দিলেন স্ত্রী ।ভিডিও সহ ।

বিপ্লব সাভার : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে স্বামীর পুরুঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।
শনিবার ভোর রাতে সাভারের অবদারোড এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় বশির আহমেদ নামের ওই ব্যক্তি সাভারের রাজ্জাক প্লাজার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করে আসছিলো , গতকাল রাতে তার স্ত্রী খাদিজা বেগমের একটি banglalink মোবাইল সিম হারিয়ে যায় , পরে তার স্ত্রী দাবি করেন বশির আহমেদ সিমটি চুরি করেছেন এসময় স্বামী মোবাইল সিম চুরির অভিযোগ অস্বীকার করলে স্ত্রী খাদিজা স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ভোর রাতে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পুরুঙ্গ কেটে দেন ।

পরে সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় সাভার মডেল থানায় স্ত্রীকে প্রধান আসামী করে একটি মামলা দায়েরের করেছেন বশির আহমেদর আত্মীয় স্বজন।
আহত বশির বরিশাল জেলার কোতোয়ালী থানার সদরপুর গ্রামে।

সাভারে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ মা ।ভিডিও সহ ।

বিপ্লব সাভার ঃ অভাব-অনটনে সাত মাসের অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হতভাগী মা!
শিশুটিকে আপন করে নিতে কয়েকজন আসলেও, বাঁধ সেধেছে অসুস্থতা। আপাতত চিকিৎসার খরচ মেটালেও অবুঝ শিশুটির দেখভাল নিয়ে বিপাকে পড়েছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চতুর্থ তলায় শিশু বিভাগের আট নম্বর বেডে গেলেই দেখা মিলবে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার শিশুকন্যা জিমের। সাত মাস বয়সী শিশুটির পাশে আপন বলতে নেই কেউ। অভাবের তাড়না ও শিশুর অসুস্থতায় ২২ দিন আগে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে সবার অগোচরে নিরুদ্দেশ হন তার মা। জানা যায়, জিমকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন। পিতার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনো তথ্য দেননি তার ‘মা’।

হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই বাচ্চাকে বেডে রেখে বেরিয়ে যান তিনি। তবে, মানবতার দূত হিসেবে হাজির হয়েছেন হাসপাতালটির নার্স, আয়া ও চিকিৎসকরা। অবুঝ জিমের চাহনি আর মায়া জড়ানো হাসিতে যেন নতুন প্রাণের সঞ্চার হযেছে শিশু বিভাগে। যার যখন ডিউটি, সে-ই আগলে রাখেন জিমকে।
মা-হারা শিশুটিকে একনজর দেখতে উঁকি দেন হাসপাতালে ভর্তি অন্য শিশুদের মায়েরাও।

সাভারে দুই জন বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত ।

নিজস্ব প্রতিবেদক : পৃথক ঘটনায় সাভারে দুই জন বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার সামাইর ও বলিয়ারপুর এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে বলিয়ারপুর এলাকায় একটি সিএনজি পাম্পে কাজ করার সময় রাসেল নামের এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়।
অন্যদিকে সকালে বিরুলিয়ার সামাইর এলাকার নান্নু মিয়ার কারখানায় গাড়িতে পাইপ ওঠানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ফারুক নামের এক যুবক নিহত হয়।
পরে খবর পেয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যায়।

শার্শার কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামের গোলাম হোসেনের কন্যা ঝিকরগাছা মহিলা কলেজ ছাত্রী অঞ্জলী খাতুন (২০)কে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই গ্রামের কোরবান আলীর পুত্র ঐ এলাকার জামাই ভ্যানচালক সাজ্জাদ (২৫) ও তার শশুর বাড়ী খাঁ বংশের ইদু খাঁর পুত্র হাফিজুর ও মফিজুর,মঙ্গল খাঁর পুত্র মোস্তফা,আব্দুর রহমানের পুত্র নুরুজ্জামান ও কন্যা মুক্তি, নুর আলীর পুত্র মিন্টু,মোস্তফা খাঁর স্ত্রী সুলতানা,আনিছুরের স্ত্রী জেসমিন,মফিখাঁর স্ত্রী শাহিনুর,রাজ্জাক খাঁর স্ত্রী ছায়রাসহ অধিকাংশ সদস্যরা এই হামলা চালায় বলে আহত শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উলাশী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় আহত কলেজ ছাত্রী অঞ্জলী আক্তার(২০)পিতাঃ গোলাম হোসেন,বেবী (৪৫) স্বামী: শাহাজান মিয়া ,মনিরা বেগম (৩০)স্বামীঃ রাসেল হোসেন, শিরিনা খাতুন (২৬)স্বামীঃ আবু বক্কর,ফাইমা আক্তার(৪০) স্বামীঃগোলাম হোসেন, তাদের কে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারন) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী আহত অঞ্জলী জানান, দীর্ঘদিন থেকে আমাদের গ্রামের জামাই ভ্যানচালক সাজ্জাদ আমাকে কলেজে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সুযোগ পেলেই আমাকে কু-প্রস্তাব দিত,পুকুরে গোসলের সময় কৌশলে মোবাইল ফোনে আমার ভিডিও ধারন করত।

ঘটনার দিন সাজ্জাদকে এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে আমার মাকে এলোপাতারি মারতে থাকে, তারপর ঘটনাস্থল থেকে আমার মাকে ছাড়াতে গেলে একে একে খাঁ বংশের ৫০-৬০ জন সদস্য আমাদের পরিবারের পাঁচ জনের উপর অর্তকিত লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে আমাদের শরীর থেকে স্বর্ণের ৪টি চেইন প্রায় ৫ ভরি ওজনের ছিনিয়ে নিয়ে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে ঐ স্থান ত্যাগ করে।

অঞ্জলী আরো জানায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়াই সাজ্জাদ সহ খাঁ বংশের সদস্যরা এ হামলা চালিয়েছে। হামলা করার সময় আমাদের কে মামলা ও সাংবাদিকদের জানানো যেন না হয় বলে হুমকি প্রদান করেন। এজন্য আমাদের উপর হামলার ঘটনা সাংবাদিকদের জানাতে সময়ক্ষেপন হয়েছে।
কলেজ ছাত্রী অঞ্জলীর মা ফাইমা আক্তার বলেন, আমার মেয়েকে সাজ্জাদ সবসময় উত্ত্যক্ত করতো। তাকে নিষেধ করার পরও সে আমার মেয়েকে বিভিন্ন ভাবে হুমকি দিত,এর প্রতিবাদ করতে গেলে প্রথমেই সাজ্জাদ আমাকে কিলঘুসি মারতে থাকে পরবর্তীতে বেধড়ক ভাবে লাঠি দিয়ে আঘাত করে। আমাকে আমার পরিবারের সদস্যরা বাচাঁতে এলে সাজ্জাদের শশুর বাড়ীর লোকজনেরা তাদেরকে মেরে আহত করে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার এম এ মারুফ আহত কলেজ ছাত্রী অঞ্জলীর পরিবারের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা হামলার কারনে বিভিন্ন ভাবে আহত হয়েছেন, মাথার সিটিস্ক্যান সহ এক্সরে করাতে বলেছি রিপোর্ট পেলে বুঝা যাবে আঘাত কতটুকু গুরুতর।
শার্শা থানার এসআই মামুন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে খুব দ্রæত সময়ে অভিযুক্ত আসামীদের আইনের আওতায় আনা হবে।

জাবিতে ‘অপরিকল্পিত’ ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ‘অপরিকল্পিত’ভাবে ৫ টি হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয় ।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দশর্ন বিভাগের অধ্যাপক আনোয়ারুল ভূঁইয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কোন ভবন নিমাণের পূর্বে সেই স্থানের জীব বৈচিত্র রক্ষা ও সেখানকার বসবাসকারীদের রুচি ও পছন্দের সাথে মিল রেখে ভবন নির্মান হয়।
কিন্তু পরিকল্পনাবিদরা কোন শর্ত পালন করছে না। অধ্যাপক জামাল উদ্দিন রুনু ও অধ্যাপক আনু মোহাম্মদ যে প্রস্তাব ও নীতিমালার কথা বলেছেন তার সাথে আপনাদের দি¦মত ছিল না, তবে কেন মদদপুষ্ট ছাত্র ও শিক্ষকদের দ্বারা আমাদের উত্ত্যক্ত ও সম্মানহানি করেছেন। যদি আমাদের প্রস্তাব আপনি গ্রহনই না করেন তবে কেন চার ঘন্টা বসিয়ে রেখে শেষে আমাদের পালিয়ে যাওয়ার উপক্রম করেছেন। একটি হলকে কেন্দ্র করে তিনটি দশতলা ভবন নিমাণে আগামি চার বছর সেখানে পড়ালেখার পরিবেশ থাকবে না। আপনি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবেন নি তাদের পড়ালেখার কথা চিন্তা করেননি।’
একই বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বর্তমান প্রশাসন প্রকৌশলীদের শিখিয়ে দিয়েছে কোথায় ভবন নিমার্ণ করা হবে যেখানে জীব বৈচিত্রর কোন তোয়াক্কা করা হয়নি। আমরা এই অপরিকল্পিত ভবন নির্মাণের বিরোধিতা করছি।
বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘আমরা শিক্ষার্থী বান্ধব, পরিবেশ বান্ধব, জীববৈচিত্র বান্ধব উন্নয়ন চাই। আমরা উন্নয়নের অন্তরায় নই কিন্তু উন্নয়নের নামে যে অপরিকল্পিত ভবন নির্মাণের পরিকল্পনা তার বিরোধিতা করছি।’
সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘নিম গাছ থেকে যেমন মিষ্টি আম পাওয়ার আশা করা যায় না তেমনি অপরিকল্পিত ভবন নির্মানের ফলে ভাল কিছু আশা করা যায় না। অবৈধ ছাত্রদের হল থেকে বের করে যতই হল নির্মাণ করা হক সিট সংকট নিরসন হবে না। তিনি বর্তমান প্রশাসনকে হুশিয়ারি করে বলেন এই অপরিকল্পনা বাস্তবায়ন হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন সাধারন ছাত্র অধিকার ও সংরক্ষন পরিষদের সাধারন সম্পাদক আবু সাঈদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সাধারন সম্পাদক সুদীপÍ দে ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এর আগে বুধবার বিকেলে অধিকতর উন্নয়ন পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন । সেখানে আনু মোহাম্মদ তিন মাস সময় চায় এই উন্নয়ন পরিকল্পনা পরিবেশ বান্ধব কিনা।

সর্বশেষ আপডেট...