28 C
Dhaka, BD
শনিবার, জুলাই ১২, ২০২৫

সিংগাইরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন (ভিডিও)

স্টাফ রিপোর্টার:শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে কমিউনিটি পুলিশং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে থানা চত্বরে সিংগাইর কমিউনিটি পুলিশং ফোরাম উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করেন। র‌্যালিটি সিংগাইর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।

পরে থানা চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) আব্দুল্লা আল ইমরান।

এসময় আর উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদের সদস্য রিপন আক্তার সহ পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বদরুল উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি গ্রামের সফিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। ওই রাতে সে আর বাড়িতে ফেরেনি।

সকালে স্থানীয়রা চাপোর চৌরাস্তার পাশে ওয়াজেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা  হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হুমায়ুন নামে একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এদিন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে।

মানিগঞ্জের সিংগাইরে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক ১

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে ৫০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই, মাহফুজুল হাসান নেতৃত্বে , এস আই আমজাদ হোসেন ও কনস্টেবল সাদিক, সোহেলের সহযোগিতায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে হাতেনাতে ৫০০ গ্রাম গাঁজাসহ খোরশেদ আলী (৩৫) নামের একজনকে গ্রেফতার করেন ।

এ বিষয়ে ধল্লা ফাঁড়ির ইনচার্জ এস আই, মাহফুজুল হাসান বলেন , সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা স্যারের দিকনির্দেশনায় , আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এই আসামীকে ধরতে সক্ষম হই ‌।

এ বিষয়ে তিনি আরো বলেন, আসামি মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলী জামালপুর জেলার রশিদপুর নয়াপাড়া এলাকার মৃত মেছের আলী ফকিরের ছেলে, তিনি লোক চক্ষুর আড়ালে থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা পরিচালনা করে এলাকার যুব সমাজ কে নষ্ট করে আসছে, তাকে ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকার আনোয়ার হোসেনের ভাড়াটিয়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই শ্লোগানে দিবসের শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

পরে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

ধামরাইয়ে মজা খাওয়ার লোভ দেখিয়ে ৮বছরের শিশুকে ধর্ষণ-হাসপাতালে ভর্তি।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাইয়ে চকলেটের লোভ দেখিয়ে ৮বছরের এক শিশুকে ধর্ষণ করেছে রতন কুমার সাহা (৫৫) এক কাচামাল ব্যবসায়ী।

শনিবার (১৫অক্টোবর) সকালে আহত অবস্থায় তাকে সাভার একটি মেডিকেল ভর্তি করা হয়।এর আগে শুক্রবার বিকাল বেলা চকলেটের লোভ দেখিয়ে বাড়ীর পাশে একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে শিশুকে ধর্ষণ করে। ধর্ষণের পরে মেয়েটি প্রস্রাব করতে পারতেছে না।

পরে দ্রুত সাভার হাসপাতালে ভর্তি করছে।রতন কুমার সাহা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে।ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, গত শুক্রবার আমার ৮ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ীর পাশে একটি জমির পরিত্যাক্ত ভিটায় নিয়ে রতন কুমার সাহা শিশুটিকে ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারের শদ্ধ শুনে হক সাহেব নামের এক প্রতিবেশি দৌড়িয়ে গেল।ধর্ষণকারী রতন দৌড়িয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার বাড়ীতে নিয়ে আসে। পরে রাতেই তার শরীরের অবস্থা খারাপ হয়ে পেট ফুলে এবং রক্তক্ষরণ হয়।

এরপর তাকে সাভার একটি হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেয়েটি। এই বিষয়ে শিশুটির মা সীমা বেগম বলেন, আমার মেয়েকে রতন কুমার সাহা যা করেছে তা বলতে পারছি না। আমি মেয়েকে নিয়ে সাভার হাসপাতালে ভর্তি আছি। তবে মেম্বার মোঃ নুরুল ইসলাম ঠান্ডু বলেছে তোমরা মেয়েটিকে সুস্থ্য করে বাড়ীতে আস আমরা এক জায়গায় বসে মিমাংসা করে দিব। ভাই আমার স্বামী আইক্রীম বিক্রি করে সংসার চালায়। আমরা গরীব মানুষ আমাদের বিচার কে করবে। এই বিষয়ে শিশুটির বড় চাচা মোঃ রজ্জব ফকির বলেন, ঠান্ডু মেম্বার মিমাংসার ভার নিয়ে শিশুটিকে চিকিৎসার জন্য রতন কুমারকে টাকা দিতে বলেছে।এই বিষয়ে নান্নার ইউনিয়নের ৫ নং ওযার্ডের মেম্বার মোঃ নরুল ইসলাম ঠান্ডু বলেন, ধর্ষণের ঘটনায় ৮ বছরের শিশু আহত হয়। আমি তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে হাসপালে ভর্তি করার কথা বলেছি।

এই বিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ধর্ষণের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। তবে ধর্ষণের বিষয় কেউ আপোস করতে পারে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি খাওয়ালেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে সরকারি বাস ভবনে খিচুড়ি খাওয়ালেন উপজেলা চেয়ারম্যান।

মানিগঞ্জের সিংগাইর উপজেলার চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান)এ খিচুড়ির আয়োজন করেন । খিচুড়ি খাওয়ানোর কথা স্বীকারও করেছেন এই উপজেলা চেয়ারম্যান । জানাযায় , সোমবার সকালে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

এদিন দুপুরে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান তার পরিষদের পাশের সরকারি বাস ভবনে ভোটারদের খিচুড়ি খাওয়ান ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস মার্কার কর্মি শহিদুর রহমান শহিদ বলেন , উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান) রাতের আধারে টাকার বিনিময়ে চশমা মার্কার ভোট কিনেছেন ।

এছাড়া নির্বাচনের দিন দুপুরে তার সরকারি বাস ভবনে, অধিকাংশ ভোটারদের খিচুড়ি খাওয়ান তিনি । এর কারণে সিংগাইর সেন্টারে বিপুল ভোটে চশমা মার্কা বিজয়ী হয় । উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান) বলেন , দূর দূরান্ত থেকে ভোটাররা উপজেলায় এসেছেন ভোট দিতে, তাই এই ভোটারদের জন্য দুপুরে খাওয়া – দাওয়ার ব্যবস্থা করেছি ।

নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ মাঈদুল ইসলাম বলেন , খিচুড়ি খাওয়ানোর বিষয়ে আমার কাছে কেউ কোন ধরনের অভিযোগ করেননি । অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতো।

জেসিআই মানিকগঞ্জের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: জেসিআই মানিকগঞ্জের আয়োজনে ৫৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর)জেলার সিঙ্গাইর উপজেলার গোলাইডাংগা ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতালে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন জেসিআই মানিকগঞ্জের আয়োজনে চোখ, ডায়বেটিক, নাক, কান, গলা, দাঁত,গর্ভকালীন ও মাতৃত্বকালীন সময়ে মা ও শিশু চিকিৎসার ৫৪০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়। সকাল থেকে রোগী দেখেন ডাক্তার মৌ সাহা এম.বি.বি.এস (ডি.ইউ),পিজিটি (গাইনী এন্ড অবস্),সি এম ইউ (আল্ট্রাসাউন্ড), ডাক্তার আবু তারেক বিডিএস,এমপিএইচ, পিজিটি-(ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি),পিজিটি-(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস)সহ অন্যান্য ডাক্তারগণ।

এদিন বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বলধারা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান।

এসময় জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলরা আফরিন ও ঢাকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ২৫ হাজার টাকা অর্থদণ্ড (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এঁর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীতে স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক (১২ বছর) বয়সী এক শিক্ষার্থী।

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকার ৯নং ওয়ার্ডে কনের বাবার বাড়িতে গিয়ে এবিবাবহ বন্ধ করার পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পরে সিংগাইর উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মেম্বারের উপস্থিতিতে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে স্বীকারোক্তি নেওয়া হয় বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, এই উপজেলায় বাল্যবিবাহ কোনোভাবেই হতে দেওয়া হবে না। তবে গোপনে কোনো বাল্যবিবাহের আয়োজন করা হলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রারকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রাণীশংকৈলে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন যুবকের জেল

হুমায়ুন কবির,রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেনসহ তিন যুবককে মাদক সেবনের অপরাধে ৫ দিনের জেল ও ১শত টাকা করে জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।

বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা ভাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদান করেন।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের আবুর বাড়ির পাশের একটি গাঁজা সেবনের আড্ডাখানার ঘর থেকে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল এস আই ফরহাতের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ বাশঁবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন (৩২) একই গ্রামের ওমর আলীর ছেলে সালাউদ্দীন(৩৫) এবং রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০)।

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক সৌমিক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, আটককৃতরা নিজেরাই মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাই তাদের প্রত্যেককে মাদক আইনে ৫ দিনের করে বিনাশ্রম জেল ও ১শত টাকা করে অর্থদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণ বিষয়ক সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণে তালিকা প্রেরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, আবুল হোসেন, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, প্রেসক্লাব পুরাতনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা সভায় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘির সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে খুনিয়াদিঘির কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, দিঘিটির জলাশয় নিয়ে মামলা চলছে।

সর্বশেষ আপডেট...