বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।
মঙ্গলবার (০২/০৭/১৯ইং) ভোর রাতে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরিফুল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন খবর আসে আরিফুল নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে গাতিপাড়া মাঠের মধ্য অবস্থান করছে।
এমন সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটক আরিফুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল
পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ধামরাই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ড পাঠানটোলা মহল্লার মোঃ উজ্জল এর বাড়ির ভাড়াটিয়া শহীদুল্লাহর মেয়ে সম্পা আক্তার (১২) প্রেমের ফাঁদে ফেলে অপহরন করে একাধিকবার দর্শন করেছে শাহাবুদ্দিন নামের এক যুবক। সম্পা আক্তার মডেল টাউন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
সম্পা আক্তার এর মা, গত ২৬ তারিখে মেয়েকে কোথাও খুজে না পেয়ে সন্ধ্যায় ধামরাই থানায় একটি জিডি করে জিডির অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপহরণকারীর নাম শাহাবুদ্দিন (২২) পিতাঃ আতিয়ার মোল্লা।থানা :বোয়ালমারী, জেলা :ফরিদপুর।
শাহাবুদ্দিন ধামরাই রাজমিস্ত্রির কাজ করতো। সম্পা আক্তার কে উদ্ধার করেন ধামরাই থানা পুলিশ অফিসার পি এস আই আব্দুল লতিফ এবং তার সহযোগীরা।
পি এস আই আব্দুল লতিফ এর সাথে কথা বলে জানা যায় মেয়েটি ২৬.৬ রবিবার অপহরণ হয় মেয়ের মা জরিনা বেগম ধামরাই থানায় একটি জিডি করে।
মেয়েটিকে উদ্ধার করার জন্য আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে ১.৭ সোমবার মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই।মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরনকারী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আসামি মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করে যার কারনে উদ্ধার করতে দেরি হয়। অবশেষে ফরিদপুর বোয়ালমারী থানা চান্দিনা শাহাবুদ্দিনের খালার বাসা থেকে মেয়েকে আমরা উদ্ধার করি এবং গুরুতর অবস্থায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল পাঠানো হয় এবং আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
রিফাত হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত ।
সময় সংবাদ ডেস্ক : বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি নয়ন গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি ‘বন্দুকযুদ্ধ’। সোমবার (০২ জুলাই) রাতে বরগুনার পুড়াকাটা এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ জানায়, আসামি ওই এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে বেড়ি বাঁধের পাশ থেকে নয়নের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত বুধবার স্ত্রীকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সময় স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে নয়ন ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।
সাভারের ব্যাংক টাউন বটতলা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক-৩
বিপ্লব সাভার: সাভার থানার ব্যাংক টাউন বটতলা এলাকায় সরদার মেডিকেল ঔষধের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগের মহাসীন হোসেন বাবু সহ ৩ জনকে আটক করা হয়েছে ও স্থানীয় জনতার কথা অনুযায়ী ২ জন পালিয়ে গেছেন ।
আটক কৃতরা হলেন: ১) মোঃ মহাসিন হোসেন বাবু, পিতা মৃতঃ আলমগীর হোসেন, সাং-জালেশ্বর, সাভার, ঢাকা । ২) মঞ্জুর রহমান, পিতা মৃতঃ শফিকুর রহমান, সাং- রেডিও কলোনী, সাভার, ঢাকা। ৩) মোঃ খোকন, পিতা মোঃ আব্দুল মতিন, সাং- নয়াবাড়ি, সাভার, ঢাকা। পলাতক ২ জনকে আটকের জন্য অভিযান চলছে।
গতকাল ০১/০৭/২০১৯ইং সোমবার রাত আনুমানিক ১০:০০ টার সময় মোঃ মহাসিন হোসেন বাবু তার দলবল নিয়ে ব্যাংক টাউন নামা এলাকা বটতলায় সরদার মেডিকেল ওষুধের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন অই সময় দোকানে ছিলেন মোঃ আতাউল গনি মুন্না , পিতা- মৃতঃ মিলন উদ্দিন মোল্লা , থানা- মান্দা, জেলা- নওগাঁ । তিনি তাহার ভাই রাজিবুর রহমান এর সরদার মেডিকেল ওষুধের দোকানে কাজ করেন।
এসময় মোঃ আতাউল গনি মুন্না তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় মোঃ মহাসিন হোসেন বাবু ও তাহার দলবল তাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখাতে থাকে এক সময় চাঁদা না পেয়ে মোঃ মহাসিন হোসেন বাবু আতাউল গনি মুন্নাকে মারধর করে এবং তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা এগিয়ে আসে ও তাদেরকে আটক করে । পরে সাভার মডেল থানায় খবর দেন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের এস ,আই মাহমুদ তাদেরকে উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায় ।
মোঃ আতাউল গনি মুন্না সাংবাদিকদের কাছে আরো জানান আনুমানিক ১ সপ্তাহ আগে মহাসীন হোসেন বাবু তার দলবল নিয়ে সরদার মেডিকেল ওষুধের দোকান থেকে নানান ধরনের ভয় দেখিয়ে ২৫,০০০/= পঁচিশ হাজার টাকা চাঁদা নিয়ে গেছেন ।
মোঃ আতাউল গনি মুন্না ও তার ভাই মোঃ রাজিবুর রহমান উভয় বর্তমানে ব্যাংক টাউন এলাকা বটতলায় বসবাস করেন।
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কিশোরীকে বিএসএফের কাছে হস্তান্তর
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের কোলকাতা থেকে বাংলাদেশে আসা মাম্পি দত্ত (১৬) নামে এক ভারতীয় কিশোরীকে দীর্ঘ এক বছর পর সোমবার সকালে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করেছে। ফেরত যাওয়া কিশোরী হলো কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে। প্রেমের সম্পর্কের সুত্রে সে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্বদেশ প্রত্যাবাসন আইনে তাকে সোমবার দুপুরে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় দু‘দেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ঐ কিশোরী ভালবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ কিশোরীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট শেফ হোমের আশ্রয়ে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠিত।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই সরকারি কলেজে (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে
আজ কলেজের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান করা হয়। সোমবার (০১ জুলাই) সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে। পাশাপাশি আসে প্রাক্তন শিক্ষার্থীরাও।
নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়।অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদেকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগন একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোনো রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না।
তারা আরও বলেন, সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কলেজের মুখ উজ্জ্বল করেছ, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই।
তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এস,এম,সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাক জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি ঢাকা-২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।আরও বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুভ, সুমন সহ কলেজের বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থী প্রমুখ। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের আয়োজনে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য ছিলো মনোমুগ্ধকর।
ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় জনগন ঘরে বসেই পাচ্ছেন কাঙ্খিত তথ্য নওগাঁ জেলা প্রশাসক
আপেল মাহমুদ,নওগাঁ : নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় জনগন ঘরে বসেই পাচ্ছেন বিভিন্ন দপ্তরের কাঙ্খিত তথ্য। সোমবার বেলা ১১টার দিকে ইউএনও’র সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারের দেয়া কয়েকটি নম্বরে কল করে ফ্রিতে মিলছে সেবা। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হয়, কোনো দপ্তরের এমন কর্মকান্ড বরদাস্ত করা হবে না।
ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি নুর মোহাম্মদ মন্ডল, চেয়ারম্যান বেলাল হোসেন খান, মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উত্তরা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।
এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তিনি অক্সিজেন সাপোর্টে আছেন।
নিজস্ব প্রতিবেদক : হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক পরিস্থিতি নিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরশাদের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে প্রস্তুত আমরা। তবে এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তিনি এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
রোববার (৩০ জুন) বনানীতে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রেস ব্রিফিংকালে জিএম কাদের এ কথা বলেন।
এর আগে দুপুরে হঠাৎ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিকেল থেকে তিনি অক্সিজেন সাপোর্টে আছেন।
গত বুধবার (২৬ জুন) থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এইচএম এরশাদ।
ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মেলা শুরু ৪ জুলাই।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রথযাএা উৎসব ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার ৪ জুলাই।
শুভ উদ্বোধন বিকাল ৪ ঘটিকায়, রথটান বিকাল ৫:৩০ ঘটিকায়।
মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:) সভাপতিত্বে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি ঢাকা-২০ ধামরাইয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ (এমপি)
ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,
ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম,
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
উল্টো রথের মাধ্যমে উৎসবের সমাপ্তি ১২ জুলাই ২০১৯ রোজ শুক্রবার।