16.5 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

আবারও সানসিটি হোটেল বেনাপোল থেকে পুলিশ কনষ্টবল সহ এক যুবতী আটক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল আবারও সানসিটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনষ্টবলকে অবৈধ মেলামেশার দায়ে এক যুবতীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের আটক করে।

আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনষ্টবল এবং আটক যুবতী মিম (২৫) বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।

বেনাপোল পোর্ট থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মিম নামে এক যুবতীকে আটক করা হয়।

স্থানীয়রা জানায় মিম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।

সানসিটি হোটেলে এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় এলাকাবাসি। সানসিটি হোটেলের মালিক রাশেদুজ্জামান রাসেল বন্দর প্রেসক্লাব বেনাপোলের সদস্য।

বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি হোটেলের কক্ষ থেকে হাতে নাতে আটক করি।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্থ করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না।

ধামরাইয়ে পরিবহন শ্রমিকের কঙ্কাল উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই উপজেলায় শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় থেকে সায়েম হোসেন নামে এক পরিবহন শ্রমিকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ২১ দিন পর এই ঘটনায় নিহতের বন্ধু রবিন নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রবিনকে রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হবে জানিয়ে পুলিশ জানিয়েছে নিহতের দেহাবশেষ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গেল রাতে রবিনকে আটক করা হয়। পরে রবিনের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে দেহাবশেষ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, গাঙ্গুটিয়ার মারাপাড়ায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত ২১ দিন আগে একটা নিখোঁজের জিডি করা হয়েছিল। আমাদের সোর্স সেটা খোঁজ রাখছিলো। আজকে কঙ্কাল পাওয়া যায়। নিখোঁজের পরিবারের ধারণা কঙ্কালটি নিখোঁজ সায়েমেরই। এসময় সেখান থেকে ওই ছেলের পরনের জামা উদ্ধার করা হয়েছে। বাকিটা ডিএনএ পরীক্ষার পর বলা যাবে। এ ঘটনায় জিডিতে উল্লেখিত অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় নাসিরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন ।

বিপ্লব সাভার : বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় নাসিরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে এখন বেকার সমস্য নেই প্রত্যেকটি পরিবারেরর কেউ না কেউ সরকারী চাকুরী করছেন বাংলাদেশে এখন কোন খাদ্যের অভান নেই জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিরুল হাসান কামাল,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামসহ আরো অনেকে।

যশোরের বেনাপোলে র‌্যাবের অভিযান ফেন্সিডিলসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা বৃহম্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজার সংলগ্ন আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ীর সম্মুখে বাহাদুরপুর গামি পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ফেন্সিডিল-১০০ বোতল আনার আলী (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা সাকিনস্থ শাখারীপোতা বাজার সংলগ্ন জনৈক আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ীর সম্মুখে বাহাদুরপুর গামি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনার আলী (৪০), পিতাঃমৃত আবদার আলী, সাং-উত্তর কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর‘কে ১০০ বোতল ফেন্সিডিল সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসার ফলে এলাকার উঠতি বয়সের যুবকদের মাদকের ছোবলে অনেকেই মাদকাসক্তির ফলে তাদের পরিবারের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার এহেন গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ক্রমিক ১৪ এর (গ) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

যশোরের বেনাপোল-ঢাকা এক্সপ্রেস রেল সার্ভিস চালু ২৫ জুলাই থেকে- রেলমন্ত্রী

মোঃ রাসলে ইসলাম,বনোপোল (যশোর) প্রতনিধি:ি বনোপোল-ঢাকা রুটে এক্সপ্রসে রলে র্সাভসি আগামী ২৫ জুলাই থকেে চালু হচ্ছে বলে জানালনে রলেমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তনিি বুধবার (০৩ জুলাই) বকিাল ৫ টার সময় বনোপোল রলে স্টশেন পরর্দিশন শষেে সাংবাদকিদরে এ কথা জানান। পরে তনিি বনোপোল চকেপোষ্ট বজিবিি ক্যাম্প, ইমগ্রিশেন ও কাস্টমস অফসি পরর্দিশন করনে। মাননীয় প্রধানমন্ত্রীর নর্দিশেে এ রলে র্সাভসি চালু করা হচ্ছ।ে প্রধানমন্ত্রী শখে হাসনিা ঢাকা থকেে ভডিওি কনফারন্সেরে মাধ্যমে রলে চলাচলরে শুভ উদ্বোধন করবনে বলে তনিি জানান।

ঢাকার সঙ্গে রলে যোগাযোগ চালু হলে ব্যবসা বাণজ্যিরে পাশাপাশি পাসর্পোটযাত্রী যাতায়াতরে ব্যাপক সুবধিা হব।ে প্রতদিনি দশেরে প্রত্যন্ত অ ল থকেে ভারতে ছয় থকেে সাত হাজার পাসর্পোটযাত্রী যাতায়াত করে থাক।ে এই যাত্রীদরে সংিহভাগ আসে ঢাকা থকে।ে বনোপোল থকেে পরবিহন সংকট ও দৌলদয়িা-পাটুরয়িা ফরেঘিাট যানজটরে কারণে যাত্রীরা নানামুখি হয়রানরি শকিার হয়। রলে চালু হওয়ায় সইে হয়রানি লাঘব হব।

রলেটতিে ১০টি বগি থাকব। তবে রলেরে কোন নাম এখনও নর্ধিারণ হয়ন।ি প্রাথমকিভাবে বনোপোল এক্সপ্রসে, বন্দর এক্সপ্রসে ও ইছামতি এক্সপ্রসে এই তনিটি নাম পছন্দ করা হয়ছে।ে তনিি বলনে, ১০টি বগরি ভতির দুটি কবেনি, দুটি এসি চয়োর ও বাকগিুলো চয়োর আসন থাকব।ে কবেনিরে ভাড়া প্রাথমকিভাবে এক হাজার ২০০ টাকা, এসি চয়োররে ভাড়া এক হাজার টাকা ও নন এসি চয়োররে ভাড়া হবে ৫০০ টাকা। তবে এটি বনোপোল থকেে ছড়েে এসে যশোর ও ঈশ^রদীতে কছিু সময়রে জন্য যাত্রা বরিতি দওেয়া হব।ে
মন্ত্রী বনোপোলে আসলে তাকে সংর্বধনা জানান, র্শাশা উপজলো চয়োরম্যান ও আওয়ামীলীগরে সভাপতি সরিাজুল হক মনজু, উপজলো নর্বিাহী অফসিার পুলক কুমার মন্ডল, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বনোপোল পৌর সভার ময়ের আশরাফুল আলম লটিন, বনোপোল সএিন্ডএফ এজন্টে এসোসয়িশেনরে সভাপতি মফজিুর রহমান সজন, ভারত বাংলাদশে ল্যান্ডর্পোট চম্বোর অব কর্মাসরে বন্দর সাব-কমটিরি চয়োরম্যান মতয়িার রহমানসহ আর ও অনকে।ে

জাবিতে ছাত্রলীগকর্মীদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে অন্তত আহত অর্ধশতাধিক ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী
আহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এলাকায় দু’হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

হল দুটির ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এসময় পিস্তল, রামদা, হকিস্টিক, রড সহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এতে
দু’গ্রপের মধ্যে অন্তত ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলা এলাকায় মিষ্টি খাওয়া নিয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হল দুটির ছাত্রলীগ কর্মী ও
সাধারণ শিক্ষার্থীরা বটতলায় একত্র হলে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষে এসময় আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রক্টর
ছাত্রসহ আহত হয় শতাধিক।

দুপুর চারটায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের
এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’হলের
শিক্ষার্থীদের অবস্থানে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন ।

বিপ্লব সাভার : সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ায় প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ
সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এলাকাবাসী জানায় হেমায়েতপুরের শ্যামপুর ও পূর্বহাটির বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এসময় রাইজারগুলো খুলে নেয়া হয়।

এলাকাবাসী আরো বলেন, গ্যাসের পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যে কোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল তাদের গ্রেফতার করে আইনের আওতায়
আনার দাবি জানিয়েছে তারা।

এবিষয়ে আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা করা হবে।

এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো বলে জানান তিনি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, তিতাসের উপ ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ ব্যবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব বীন আব্দুল হান্নানসহ আরো অনেকে।

ধামরাই ফোর্ডনগর সেতুটিতে যানজট তৈরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে সাধারন জনগণ ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) বাংলাদেশে বিভিন্ন মহাসড়কগুলোতে যানজট নতুন কিছু নয়। দিনের পর দিন এসব যানজটে ভোগান্তিও অনেক। যাত্রা শুরুর পর কখন গন্তব্যে পৌঁছবেন তার কোন নিশ্চয়তা নেই। সাম্প্রতিককালে সাভার টু ধামরাই ফোর্ড নগর সেতুটি ঘন ঘন যানজট তৈরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ সহ সকলেই।

সাভার বংশী নদীর ওপর নির্মিত ফোর্ড নগর সেতুটি ধামরাই এবং সাভারের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে পরিচিত হলেও সেতুটি এখন ধামরাইবাসীর জন্য উদ্বেগ-উৎকণ্ঠা ও বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।যদিও জনগণের যাতায়াত সুবিধার জন্য সেতুটি নির্মিত হয়েছে কিন্তু বেশিরভাগ সুবিধা নিচ্ছে সাভার নামা বাজারের ব্যবসায়ীরা।

তারা ট্রাক দিয়ে রাস্তা দখল করে মালামাল ওঠানামা করায়।অসুস্থ রোগী কিংবা শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকতে হয়।পায়ে হেঁটে চলাচল করার মতো ফাঁকা জায়গাটুকু মাঝে মাঝে থাকেনা ।জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার জন‍্য সাধারণ জনগন জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

যতদূর চোখ যায় ট্রাক লরিসহ যানবাহন ঠায় দাঁড়িয়ে মহাসড়কে। এগুনোর কোন উপায়ই নেই।

সাধারণ মানুষের ভোগান্তি চরমে। যানজটে আটকে থাকা পণ্যবাহী যানবাহনগুলোর চালকেরা ও সময়মত ট্রিপ শেষ করতে না পারা নিয়ে মহা দুঃশ্চিন্তায়। এক নারী যাত্রী জানালেন বাধ্য হয়ে আমাদেরও অপেক্ষায় থাকতে হয়। জরুরি প্রয়োজন ও সারা যায় না।”

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।

মঙ্গলবার (০২/০৭/১৯ইং) ভোর রাতে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরিফুল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন খবর আসে আরিফুল নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে গাতিপাড়া মাঠের মধ্য অবস্থান করছে।

এমন সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটক আরিফুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল
পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ধামরাই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ড পাঠানটোলা মহল্লার মোঃ উজ্জল এর বাড়ির ভাড়াটিয়া শহীদুল্লাহর মেয়ে সম্পা আক্তার (১২) প্রেমের ফাঁদে ফেলে অপহরন করে একাধিকবার দর্শন করেছে শাহাবুদ্দিন নামের এক যুবক। সম্পা আক্তার মডেল টাউন মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

সম্পা আক্তার এর মা, গত ২৬ তারিখে মেয়েকে কোথাও খুজে না পেয়ে সন্ধ্যায় ধামরাই থানায় একটি জিডি করে জিডির অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপহরণকারীর নাম শাহাবুদ্দিন (২২) পিতাঃ আতিয়ার মোল্লা।থানা :বোয়ালমারী, জেলা :ফরিদপুর।

শাহাবুদ্দিন ধামরাই রাজমিস্ত্রির কাজ করতো। সম্পা আক্তার কে উদ্ধার করেন ধামরাই থানা পুলিশ অফিসার পি এস আই আব্দুল লতিফ এবং তার সহযোগীরা।

পি এস আই আব্দুল লতিফ এর সাথে কথা বলে জানা যায় মেয়েটি ২৬.৬ রবিবার অপহরণ হয় মেয়ের মা জরিনা বেগম ধামরাই থানায় একটি জিডি করে।
মেয়েটিকে উদ্ধার করার জন্য আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে ১.৭ সোমবার মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই।মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরনকারী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

আসামি মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করে যার কারনে উদ্ধার করতে দেরি হয়। অবশেষে ফরিদপুর বোয়ালমারী থানা চান্দিনা শাহাবুদ্দিনের খালার বাসা থেকে মেয়েকে আমরা উদ্ধার করি এবং গুরুতর অবস্থায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল পাঠানো হয় এবং আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সর্বশেষ আপডেট...