27 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

মৌলভীবাজারে ট্রেনের বগি নদীতে পড়ে নিহত ৮

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

এতে ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ জন যাত্রী আহতে হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বরমচাল স্কুল এন্ড কলেজের প্রভাষক হুমায়ুন কবির জানান- কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুৎ বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে- সিলেট-ঢাকা মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।

ট্রেনের একজন যাত্রী জানান- কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ লাইন ছিড়ে ট্রেনের ৫টি বগি খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি। ধারনা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও অনেক।

ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ ।

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সরকারি সংবাদ মাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সোমবার থেকে ভিসার জন্য আবেদন বন্ধ রাখা হয়েছে। তবে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি জানিয়েছেন আরবি জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে।

তিনি আরও জানান, আবেদন পড়ার ৫ দিনের মধ্যে ওমরাহ ভিসা প্রদান করা হবে। তবে এই ভিসার মেয়াদ কোনোভাবেই এক মাসের বেশি অতিক্রম করবে না।

চলতি বছরে রেকর্ড পরিমাণ ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়া ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন হাজি ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন।

ওমরাহ হজ পালন করতে যেসব হাজি সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন আকাশ পথে দেশটিতে প্রবেশ করেন। বাকিদের মধ্যে ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন স্থলপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন সমুদ্রপথে সৌদিতে প্রবেশ করেন।

এসব হাজির মধ্যে সবচেয়ে বেশি হলো পাকিস্তানের। দেশটির ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন সৌঁদি গেছেন ওমরাহ হজ পালন করতে। পাকিস্তানের পরেই ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া।

এরপর ধারবাহিকভাবে ভারতের ৬ লাখ ৫০ হাজার ৪৮০, মিসরের ৫ লাখ ৩৯ হাজার ৪৫, আলজেরিয়ার ৩ লাখ ৬৫ হাজার ৬২৮, ইয়েমেনের ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ তুরস্কের ৩ লাখ ২১ হাজার ৪৯৪ মালয়েশিয়ার ২ লাখ ৭৮ হাজার ৬৭৪, ইরাকের ২ লাখ ৭৭ হাজার ৫৭১ এবং জর্ডানের ২ লাখ ১৬৫ জন সৌদি গেছেন ওমরাহ পালন করতে।

সাভারে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

বিপ্লব সাভার: সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে ৭০ পাউন্ড কেক কেটে কর্মসূচির উদযাপন করা হয়।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন সহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

শোভাযাত্রা টি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় ।

আগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত-শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক ঃআগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। রোববার (২৩ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

কাউন্সিলের দিন ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ইতিহাসের প্রয়োজনে আজকে আবার ছাত্রদলকে জেগে ওঠার প্রশ্ন দেখা দিয়েছে। সে কারণে আমরা নব উদ্যোমে ছাত্রদলকে এগিয়ে নেয়ার জন্য কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। যে কাউন্সিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠিত হবে। আগামী জুলাই মাসের ১৫ তারিখে এই অনুষ্ঠানটি হবে।

যে মূহুর্তে এই অনুষ্ঠান শেষ হবে তখনই আপনারা ফলাফল জানতে পারবেন।

বেনাপোলে ব্যবসায়ী ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতার মৃত্যুতে বিচারের দাবীতে মানববন্ধন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ট্রান্সপোর্ট নেতা ও বিশিস্ট চালের আমদানীকারক শাহাদৎ হোসেন নেদু নিহতের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে মানব বন্ধন পালন করা হয়।

রবিবার (২৩ জুন) সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানব বন্ধন পালন করে ব্যবসায়ীরা ও সাধারন মানুষ।

মানব বন্ধনে সড়ক দূর্ঘটনায় নেদুর মৃত্যুতে দোষীদের বিচারের দাবীতে বক্তব্য দেন- বেনাপোল ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান রিপন সহ-সভাপতি মশিউর রহমান,সহ সভাপতি কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সনি।

এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মুছা করিম,পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম,দপ্তর সম্পাদক কাওছার আলী,কার্য্যকরী সদস্য-১ খায়রুল ইসলাম,কার্য্যকরী সদস্য-২ শওকত হোসেন ।

মানব বন্ধনে বক্তারা বলেন, বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গ্রীনলাইন পরিবহনের চালক গাড়ি চালানোর কারণে ব্যবসায়ী শাহাদৎ হোসেন নেদার জীবন দিতে হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে এজন্য চালকের ফাঁসি দাবি করেন বক্তারা।

এর আগে গতকাল বুধবার (১৯ জুন) বেনাপোল সড়কের আমড়াখালিতে গ্রীনলাইনের বাসচাপায় নিহত হন শাহাদৎ হোসেন নেদা। তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কোষাদক্ষ ও বিশিষ্ট চালের আমদানীকারক ছিলেন।

এদিকে বাসচাপায় ব্যবসায়ী নিহতের ঘটনায় গ্রীনলাইন পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে নিহতের ছেলে বুল বুল ইসলাম শাকিল বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন।পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

ধামরাইয়ে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

রাজনৈতিক দল ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ১৯৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

আওয়ামীলিগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ৪ ঘটিকার সময় মুন্নু কমিনিটি সেন্টারে কেক কেটে অনুষ্ঠানে উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ,বায়রার সভাপতি, ঢাকা ২০আসনের এম.পি.বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট খন্দকার আবুল কাশেম রতন সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামীগ,আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু,পৌর আওয়ামীলিগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরিজ উদ্দিন সিরাজ।ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,যুবলীগ নেতা হারুনর রশীদ রোকন ও ছাএলীগ-যুবলীগ সহ সুশীল সমাজের লোকজন উক্তঅনুষ্ঠানের পর ঢাকা আরিচা মহাসড়কে আনন্দ র‌্যালি দিয়ে শেষ করা হয়।

দারিদ্র্যের হার আরো কমিয়ে আনা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক ঃদেশে দারিদ্র্যের হার আমেরিকার চেয়েও কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যের হার আজকে ২১ দশমিক ৮ শতাংশে নামিয়ে এনেছি। আমার একটা লক্ষ্য আছে দারিদ্র্যের হার আরো কমিয়ে আনা।

আজ রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমেরিকায় দারিদ্র্যের হার বোধ হয় সতের কি আঠারো শতাংশ। যে করেই হোক তার (আমেরিকা) থেকে এক পারসেন্ট কমালেও আমাকে কমাতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। এটাই চাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা মাথায় রেখেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

সরকারি সহায়তা পেয়ে কেউ যেন কর্মবিমুখ না হয় সেভাবে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহায়তা এমনভাবে দিতে হবে যাতে একেবারে না খেয়ে থাকে কিন্তু কর্মবিমুখ না হয়। না খেয়ে কষ্ট পাবে না কিন্তু কর্ম বিমুখ হতে পারবে না। সবাইকে কাজ করতে হবে সেভাবে, সবাইকে উৎসাহ দিতে হবে, শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমরা যথেষ্ট দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

এ সময় আওয়ামী লীগ সরকারের জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কারণে আপনারা দেখবেন আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

এ ছাড়াও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশের অপরাজেয় যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা যেন থেমে না যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আজকে সর্বক্ষেত্রে বাঙালিরাই স্থান করে নিতে পারছে বাঙালিরা যে পারে সেটাই হচ্ছে বড় কথা।

অনুষ্ঠানে ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুলাই থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদকঃ আগামী মাসে (জুলাই) ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির সম্প্রচার। জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে ভারতের দূরদর্শনে এই সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ একথা জানান।

তিনি বলেন, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।

বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে।

সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

৩ শর্ত মেনে বার্সায় ফিরছেন নেইমার

নিউজ ডেস্ক ঃচলতি বছর দল বদলের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন ছিলো পিএসজি ছাড়ছেন ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেইমার। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও প্রকাশ্যে ঘোষণা দেন ভালো প্রস্তাব পেলে নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তাদের ক্লাব।

এরপরই আলোচনায় আসে নেইমারের বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে। এদিকে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিও চায় বার্সায় ফিরে আসুক নেইমার। ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেন নেইমার নিজেও। আর সব ঠিক থাকলে খুব শিগরিই পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন তিনি।

সূত্রের খবর, বার্সায় আসতে হলে তিনটি শর্ত মানতে হবে নেইমারকে। স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্ট’র দাবি, বার্সায় আসতে হলে নেইমারকে পূরণ করতে হবে ক্লাবের দেওয়া তিনটি শর্ত। এক- বেতনের পরিমান অনেক কমাতে হবে। দুই- বার্সার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তিন- জনসম্মুখে বার্সায় যোগ দেওয়ার ইচ্ছার কথা বলতে হবে।

জানা গেছে, ইতোমধ্য এই তিন শর্তে নেইমার ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। এমন দাবি করেছে ব্রাজিলের ম্যাগাজিন ‘স্পোর্টস’।

দিল্লিতে নারী সাংবাদিককে গুলি

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে মিতালি চন্দোলা নামে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতিরা। এসময় হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল।

শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে পূর্ব দিল্লির এলাকা দিয়ে নিজের গাড়ি চালিয়ে নয়ডায় থেকে ফিরছিলেন ওই সাংবাদিক। এসময় হঠাৎই একটি গাড়ি তার গাড়িটিকে ওভারটেক করে। সেই সময়ে গাড়িতে বসে থাকা মুখোশ পরা কয়েকজন তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরপর দু’টি গুলি তার গাড়ি লক্ষ্য করে ছুঁড়ে দুষ্কৃতিরা। এসময় একটি গুলি তার গাড়ির সামনের কাঁচে লাগে। অন্য গুলিটি কাঁচ ভেদ করে লাগে তার হাতে।

মিতালি জানিয়েছেন, তাকে লক্ষ্য করে গুলি চালানোর আগে তার গাড়ির সামনের কাঁচে ডিম ছুঁড়ে দুষ্কৃতিরা। ঘটনার পর আহত সাংবাদিককে ভর্তি করা হয় পূর্ব দিল্লির ধর্মশালা হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। কী কারণে মিতালির গাড়ি লক্ষ্য করে ডিম ও গুলি ছুঁড়া হয়েছে তার তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে কোনও গ্যাং যুক্ত আছে কি না তারও অনুসন্ধান চলছে।

মিতালির উপর যেভাবে হামলা চালানো হয়েছে, ঠিক একই কায়দায় ২০০৮ সালে রাজধানীর বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল।

সর্বশেষ আপডেট...