27 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

বেনাপোলে হস্তান্তর করলেন ভারতে পাচার হওয়া তিন কিশোরকে

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন কিশোকে বেনাপোল সীমান্ত দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেমন পুলিশ। সোমবার বিকাল ৫টার সময় তাদের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

ফেরত আসা কিশোররা হলো, চট্রগ্রাম জেলার বায়জিদ বোস্তামি এলাকার আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (১৪), বরিশাল জেলার জাকায়াত এলাকার হাবিবুল সরদারের ছেলে রমজান সরদার (১৯) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মুজিবুর রহমান এর ছেলে নয়ন ফারাজি (১৫)।

ফেরত আসা রমজান সরদার জানায়, বাড়ি থেকে সে বন্ধুদের সাথে ভারত চলে যায় দালালের মাধ্যমে ভালো কাজের আসায়। এরপর তাকে দিল্লি রেল ষ্টেশন থেকে প্রায় সাত মাস আগে আটক করে ভারতীয় পুলিশ। পরে আদালতের মাধ্যমে আমাদের ‘জিয়াগাছি’ নামে একটি শেল্টার হোমে পাঠায়। সেখান থেকে ছাড়া পেয়ে আজ দেশে ফিরলাম।

রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার এরিয়া কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, আমাদের সংস্থার মাধ্যমে ভারতে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সাত মাস থেকে এক বছর শেল্টার হোমে থাকার পর এদের ফেরত আনা হযেছে। বেনাপোল কাষ্টমস ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিক কাজ শেষে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

ধামরাই উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরন।

আজ ২৭শে ‘মে রোজ- সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি’দের হাতে একযুগে একটি করে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি -ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য— জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ ও ধামরাই উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ ধামরাই এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার সরকার। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছে। শিক্ষায় বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচী নিয়েছে বিশ্ব কোন সরকার এমন প্রদক্ষেপ গ্রহন করতে পারে নাই।

আগামীতে শিক্ষার উন্নয়নে আরো যুগান্তকারী কর্মসূচী গ্রহন করতে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগেের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর,মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক বীরমুক্তিযোদ্বা শওকত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামীলীগেন যুগ্ন সা: সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সোনোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- কাজী আল রাশেদ মামুন,

এ’সময় আরো উপস্হিত ছিলেন ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন,
ধামরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, ধামরাই উপজেলা ও পৌর শাখার
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চীন মৈত্রী সেতু বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর এলাকা থেকে রোববার রাত সোয়া ১০ টার দিকে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বাঘ দুর্গাপুর গুচ্ছগ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৬)। ডিবি পুলিশের এস.আই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদে জানতে পারি ফেনসিডিল বহন করে এক ব্যক্তি শহরের দিকে আস। খবর পাবার পর টোলঘরে ওঁৎ পেতে থাকি।

পরবর্তীতে এক ব্যক্তি আসলে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান, এস.আই আব্দুল্লাহ জাহি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়ে।

পোরশায় আম ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পাড়ায় সাজেমান (৫৫) নামে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২৫মন ল্যাংড়া আম জব্দ করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগান থেকে তাকে আটক করা হয়। সাজেমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মৃতু ওয়াজেদ আলীর ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদ পেয়ে পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতে নাতে সাজেমান আটক করে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, সাজেমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আমগুলির মধ্যে ১৫ মন আম ধ্বংস করা হয় এবং বাঁকী আম পোরশা বড় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।

থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে

ভারতে থ্রোবল টূর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল টিমের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

শুক্রবার (২৪মে) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।

আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ভারতের পাঞ্জাবে সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ০২ জুুন তারা প্রতিযোগীতা শেষে দেশে ফিরবেন।

জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২৪ জন খেলোয়াড় রয়েছেন। অনান্য দুই জন অফিসিয়াল। খোলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন,আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন। টিম ম্যানেজার হিসাবে রয়েছেন মাসুুদ হোসেন ভিকি ও কোচ আজম আলী খান এবং শহিদুজ্জামান।

টিম ম্যানেজার মাসুদ হোসেন ভিকি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে,মেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, স¤প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক্য জোরদারেও বড় ভূমিকা রাখবে।

পোরশা সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)।

শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক মোজাহারুল ইসলাম উপজেলার শীতলী গ্রামের জহিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলামসহ কয়েকহন শুক্রবার রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে গরু নিয়ে আসার পথে শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোজাহারুলকে আটক করে বিএসএফ সদস্যরা।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, শুনেছি এক গরু চোরাকারবারীকে ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা আটক করেছেন। সন্ধ্যার পর আমরা পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি।

ঠাকুরগাঁও-ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন ও মহাসড়ক অবরোধ করেছে ক্ষেত মজুর সমিতি।

শনিবার সকাল সদর উপজেলার খোচাবাড়ি হাটে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে কৃষক, ছাত্র ও ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীরা। এ সময় কৃষকসহ আন্দোলনকারীরা ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। আটকা পড়ে কয়েকশ যানবাহন।

প্রতিবাদ সভায় বক্তারা অবলম্বে বোরো ধানের ন্যায্য দাম নিশ্চিত করে কৃষক বাঁচানো দাবি জানিয়ে বলেন, সরকার উদ্যোগ গ্রহন না করলে কৃষকদের নিয়ে রাজপথে বৃহৎ আন্দোলনের কর্মসুচি গ্রহন করা হবে।

বক্তব্য দেন-সিপিবি নেতা আহসান হাবীব বাবু, বাসদ নেতা মাহাবুব আলম রুবেল, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু , ছাত্র ইউনিনের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া আওয়ামী লীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন। এ দলে কোন বিভেদ নেই। আওয়ামী লীগ জনগণের সাথে সমন্বয় করে প্রত্যেকটি উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, রুহিয়া থানাকে খুব শীঘ্রই উপজেলাতে রূপান্তরিত করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সেই সাথে এখানে একটি থানা আ.লীগ কমিটি গঠন করা হবে। এ কমিটি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করবে।

আওয়ামী লীগ চায় দেশের জনগণ ভালো থাকুক, দেশ উন্নয়নের রোড মডেলে পরিণত হোক। তারই ধারাবাহিকতায় আ.লীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন
রুহিয়া থানা আওয়ামী লীগের সমন্বয়কারী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, মাহবুবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অধ্য জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল চন্দ্র সেন প্রমুখ।

আলোচনা সভায় রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে রুহিয়া থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ঘর-বাড়ি ভস্মীভূত; পরিদর্শনে উপজেলা ইউএনও ও চেয়ারম্যান

ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী নারায়ণ চন্দ্র দেবনাথের আধা পাকা টিনসেডের চারটি ঘর বিদ্যুৎ শর্ট সার্কিটে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর মহল্লার নারায়ন চন্দ্রের বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শুরুতে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে চারটি ঘর ও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুরে গেছে বলে স্থানীয়রা জানায়।

এদিকে খবর পাওয়ার সাথে সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ত্রাণ তহবিল থেকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন নারায়ন চন্দ্রেকে।
এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যেগে হুইল চেয়ার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ এবং ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রোজ শুক্রবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ হুইল চেয়ার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত
অনুষ্ঠানে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন,সহ-সভাপতি উপজেলা যুবলীগের শেখ শাহিন,বামনডাঙ্গা আইটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রেজাউল ইসলাম বাদল,দৈনিক দেশেরপএ উপজেলা প্রতিনিধি বাপ্পী রাম রায়,

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক এনামুল হক,এবং লাবণ্য,মৃদুল,মাসুদ, রায়হানুল কবির রনি প্রমুখ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য যে,আলোচনা শেষে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার পক্ষ হতে বামনডাঙ্গা সরকার পাড়াস্থ অসুস্থ হায়দার আলী কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
আলোচনা ও হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য এবং দেশের জন্য দোয়া মুনাজাত পরিবেশেন করেন কাটগড়া আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ছাএ।

সর্বশেষ আপডেট...