31 C
Dhaka, BD
শনিবার, জুলাই ১২, ২০২৫

মান্দায় ধানের দাম বৃদ্ধির দাবিতে বিএনপির মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় ধানের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাবাইহাটের ধানপট্টিতে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, বিএনপিনেতা আবুল কালাম আজাদ ও আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক, ছাত্রদলনেতা আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া একইদিন উপজেলার জোতবাজার দেলুয়াবাড়ি, পাঁজরভাঙ্গা ও গোটগাড়ী হাটে এ কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে উপজেলা কৃষকদলের আয়োজনে প্রসাদপুর বাজারের ধানহাটিতে মানববন্ধন কর্মসূটি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সাবেক নেতা নুর বকস মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক নুরুল ইসলাম, ছাত্রনেতা হিল্লোল, মামুন, শামীম প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ আর খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রফেসর সৈয়দ আলী, রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এ্যাড. জাহিদ ইকবাল, ঠাকরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস সহ বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঠাকুরগাঁও জেলা শাখার অনেকে ।

সুন্দরগঞ্জে মাদক বিরোধি অভিযান এসার্কেল সহ ৫ পুলিশ আহত

সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিরোধি অভিযান চালাতে গিয়ে গোলাগুলিতে এসার্কেল সহ ৫ পুলিশ আহত। মাদক ব্যবসায়ী শামীম সরদারকে গুলীবৃদ্ধ অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে ।

জানা গেছে, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদ ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের এসার্কেল আব্দুল আউয়ালের নেতৃত্বে ডিবি পুলিশ ও সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে গাইবান্ধা-ধর্মপুর সড়কের পুর্ব ছাপরহাটী মাঠের হাট নামক স্থানে অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ী সাথে গুলি বিনিময় হয়। এতে এসার্কেলসহ ৫ পুলিশ আহত হয়।

পরে গুলিবৃদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী শামীম সরদারকে উদ্ধারকালে পাঁচটি গুলির খোসা তিনটি রামদা ও ২ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। থানা সুত্রে জানা যায় দীর্ঘদিন হতে পলাতক মাদক ব্যবসায়ী শামীম সরদার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত্যু কামাল সরদারের ছেলে বলে জানা গেছে। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এ.এস.আই ওমর ফারুক কনষ্টবল আতিকুলকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসায়ী শামীমের শারিরীক অবস্থায় আশঙ্খা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসার্কেল আব্দুল আউয়াল ও থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এই নিয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

নওগাঁর মান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ি দম্পতিকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ি দম্পতিকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামের শমসের আলী ও তার স্ত্রী আনজুয়ারা বিবি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার, ইউপি সদস্য সাইফুদ্দীন প্রামানিক, বিএনপিনেতা কহিম উদ্দিন শাহ, ছাত্রলীগনেতা আলমগীর হোসেন, ওসমান গণি প্রমুখ।
বক্তারা দাবি করেন, ছোটমুল্লুক গ্রামের শমসের আলী ও তার স্ত্রী আনজুয়ারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ি। পুলিশের হাতে তারা গাঁজাসহ একাধিকবার গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুর করে। মাদক ব্যবসায়ি এই দম্পতির হুমকিতে এলাকার লোকজন মুখ খুলতে সাহস করে না। অবিলম্বে এই মাদক ব্যবসায়ি দম্পতিকে গ্রেফতার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জয়বাংলা মোড় হতে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার জানান, ছোটমুল্লুক গ্রামের শমসের আলী ও তার স্ত্রীর আনজুয়ারার বিরুদ্ধে মান্দা থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদকসহ তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে তারা।

জাবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি লিটন, সম্পাদক শাওন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা জেলার শিক্ষার্থীদের সাংগঠনিক যাত্রা শুরু হলো।

এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মোঃ হাবিবুর রহমান লিটন(৪৩ তম আবর্তন) ও সাধারণ সম্পাদক হয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) রাকিবুল হাসান শাওন ( ৪৩ তম আবর্তন)। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের আরিফুল ইসলাম প্রীতম (৪৩ তম আবর্তন) ।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বির আলম ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরিন দ্যুতি এ কমিটি ঘোষনা করেন। তাঁরা দুজনই নবগঠিত এ সংগঠনটির উপদেষ্টা।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জোবায়ের রহমান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ৪৩ তম ব্যাচ), শাহীনুর রহমান (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৩ তম ব্যাচ), মাহির খান আমির (গণিত, ৪৩ তম ব্যাচ), মৌসুমী আক্তার (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৩ তম ব্যাচ), শাওন খান (মাইক্রোবায়োলজি, ৪৪ তম ব্যাচ) ও মনির হোসাইন জাবেদ (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৩ তম ব্যাচ)।

যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত ইসলাম বিজয় (সরকার ও রাজনীতি, ৪৪ তম ব্যাচ ), মিঞা মাহতাব নির্ঝর (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ- ৪৫ তম ব্যাচ), মো. সোহেল রানা (ভূগোল ও পরিবেশ- ৪৫ তম ব্যাচ ) ও বাবুল হোসেন রনি (আন্তর্জাতিক সম্পর্ক- ৪৫ তম ব্যাচ )।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এস সোহেল রানা (ইতিহাস- ৪৫ তম ব্যাচ ) এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন এহসান রেজা অনিম (ভূগোল ও পরিবেশ- ৪৫ তম ব্যাচ ) ও ফারুক মাহমুদ (নগর ও অঞ্চল পরিকল্পনা- ৪৫ তম ব্যাচ )।

এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন রিফাত চৌধুরী পিয়াস (নগর ও অঞ্চল পরিকল্পনা-৪৫ তম ব্যাচ )। কোষাধ্যক্ষ সামিউল হাসান আপন ( ভূতাত্ত্বিক বিজ্ঞান-৪৫ তম ব্যাচ ), প্রচার সম্পাদক তাজিন আহমেদ নিরব (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির [আইআইটি-৪৬ তম ব্যাচ ] ও উপ-প্রচার সম্পাদক মো. এনামুল হক (সরকার ও রাজনীতি- ৪৫ তম ব্যাচ ), প্রকাশনা সম্পাদক হয়েছেন ফেরদৌস মাহমুদ নিয়ন (দর্শন-৪৫ তম ব্যাচ) ক্রীড়া সম্পাদক জাকির হোসাইন (নগর ও অঞ্চল পরিকল্পনা- ৪৫ তম ব্যাচ ) ও উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম (আন্তর্জাতিক সম্পর্ক-৪৫ তম ব্যাচ)।

কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন জাহিদ হাসান (নাটক ও নাট্যতত্ত্ব-৪৬ তম ব্যাচ) ও উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদা রহমান মিতু (নাটক ও নাট্যতত্ত্ব, ৪৩ তম ব্যাচ) উপবৃত্তি সম্পাদক আলেয়া আক্তার আঁখি (দর্শন-৪৫ তম ব্যাচ) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির [আইআইটি-৪৫ তম ব্যাচ ] শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাইজা ইসলাম (মাইক্রোবায়োলজি, ৪৬ তম ব্যাচ) ও উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহমুদা আক্তার মিতু (একাউন্টিং-৪৬ তম ব্যাচ) ভর্তি বিষয়ক সম্পাদক নিয়াজ আহমেদ তমাল (ভূগোল ও পরিবেশ- ৪৬ তম ব্যাচ ) পাঠাগার বিষয়ক সম্পাদক আসিফ রহমান (আন্তর্জাতিক সম্পর্ক-৪৬ তম ব্যাচ) ও
উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক জাহিদ হাসান (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য-৪৭ তম ব্যাচ), ছাত্র বিষয়ক সম্পাদক জয় রাজ (ইংরেজি-৪৫ তম ব্যাচ) ও ‍উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান (চারুকলা-৪৭ তম ব্যাচ), ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা আকবর (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ- ৪৬ তম ব্যাচ) ও উপ ছাত্রী বিষয়ক সম্পাদক লিমা আক্তার রিমি (ইতিহাস-৪৬ তম ব্যাচ) ।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন সায়েম (নগর ও অঞ্চল পরিকল্পনা ), ফাহমিদা আফরিন সিথি (নগর ও অঞ্চল পরিকল্পনা ), মোঃ রাজিব হোসেন রনি (পরিসংখ্যান), কানিজ ফাতেমা লাবণ্য (চারুকলা), সামিয়া আফরিন (চারুকলা), সৃষ্টি বৈদ্য (চারুকলা), রনি আহমেদ,(ইতিহাস), সোলায়মান আহমেদ রবিন (নৃবিজ্ঞান),কামরুন নাহার (লোক প্রশাসন), নুসরাত জাহান আলো (অর্থনীতি),আতিক রেহমান (আন্তর্জাতিক সম্পর্ক),আকরাম হোসেন (মার্কেটিং), মাজেদ (প্রত্নতত্ত্ব), জুল ইকরাম নিবিড় (আইআইটি) ও মোঃ জহিরুল ইসলাম (সরকার ও রাজনীতি), এরা সবাই ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী ।

মোঃ হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডি আই জি করায় শুভেচ্ছা ও অভিনন্দন ।

আজ বৃহস্পতিবার মোঃ হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের ডি আই জি এর দায়িত্ব বুজেনেন ।

এসময় উপস্তিত ছিলেন সাভারের আওয়ামিলীগের নেতা ও বিশিষ্ট ব্যবাসায়ী জানাব মোঃআঃ রহমান সহ আরো অনেকেই । সময়ের খবর ২৪ এর এক  সাক্ষাত কালে জনাব মোঃআঃ রহমান সাহেবের কাছে জানতে চাইলে এ সময় তিনি বলেন ,আমরা ঢাকা জেলা বাসি মোঃহাবিবুর রহমানের কাছে  চির কৃতজ্ঞ। তিনি একজন সৎ ও কর্ম নিষ্ঠ মানুষ তাই ঊনার দীর্ঘয়ায়ু কামনা করছি ।

এ সময় তিনি আরো বলেন ,হাবিব সাহেবে ঢাকা জেলার পুলিশ সুপার থাকা কালিন অত্যান্ত সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ।তাই আমি ও সাভার বাসীর পক্ষ থেকে আবার ও হাবিবুর রহমান সাহেব কে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানাই ।

ওবায়দুর রহমান অভির ঈদ-উল-ফিতর উপল­ক্ষে প্রতিবন্ধি ও গরিবদের মাঝে হুইল চেয়ার ও পোশাক বিতরণ

সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভি। প্রত্যেকের মাপমতো পছন্দের ঈদ উপহার তুলে দিলেন গরিব পঙ্ঘু ও অসহায় দের মাঝে ।সাথে মনের মতো ইফতারের আযোজন করলেন।

মঙ্গলবার সাভার সিটি সেন্টারের ১২ তালায় এমন ব্যতিক্রমী ইফতার,পোশাক ও মাপমত ঈদ বস্ত্র উপহার দিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভি ।

এ ধরনের অনন্য এক অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে গর্বিত অতিথিরাও। তাদের অনেকেরই প্রশংসায় ভাসলেন অনুষ্ঠানের আয়োজন সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান অভি।
এমন ব্যতিক্রমী আয়োজনের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন সাভার পৌরসভার মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি, সাধারণ সম্পাদক,প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা সহ সাভারে সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী পালোয়ান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি সম্পাদক নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার তুহিন খান, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সাভার মিডিয়া ক্লাবের সভাপতি,এনটিভির সিনিয়র রিপোর্টার ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান, মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন, সাপ্তাহিক নিউজ গার্ডেন সম্পাদক ওমর ফারুক, পোড়াবাড়ী সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহাম্মেদ।

এ সময় সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন, প্রতিবন্ধীদের সাথে ইফতার করতে পেরে আমি নিজেও আনন্দিত। তাদের মাঝে ঈদ উপহার তুলে দিয়ে ওবায়দুর রহমান অভি অসামান্য কাজ করেছেন।

সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা জানান, সমাজের সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর এসব প্রতিবন্ধীদের মাঝে ঈদের আগে ঈদ উপহার হিসেবে মূল্যবান জামা কাপড় তুলে দেয়াটা নিঃসন্দেহে মানবতার বড় উদাহরণ।

সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, সত্যিই আয়োজনটি এক কথায় অসাধারণ এবং ব্যতিক্রম।

এপ্রসঙ্গে তিনি আরো বলেন একজন ব্যবসায়ী নেতা হিসেবে ওবায়দুর রহমান অভির এই প্রয়াস অন্যান্যদের জন্য অনুকরণীয় এবং নিঃসন্দেহে অনুসরণ- যোগ করেন সাংবাদিক জাহিদুর রহমান।

গেল রমজানেও ব্যতিক্রমি কর্মসূচির মাধ্যমে নিজেকে আলোচনায় তুলে এনেছিলেন ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি। সেবারও ইফতার আয়োজন শেষে প্রতিবন্ধীদের মাঝে তুলে দিয়েছিলেন হুইল চেয়ার।

কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে নয় ওবায়দুর রহমান অভি প্রশাসনের চোখে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।

মানবিক উন্নয়ন থেকে সমাজ সেবা মূলক যে কোনো ধরনের উন্নয়ন কাজে তাকে দেখা যায় সবার আগে।সব সময়।

ওবায়দুর রহমান অভি জানান,আমি যা করি একান্ত নিজস্ব মানবিক মূল্যবোধ থেকেই তা করার চেষ্টা করি। আসলে জামা কাপড় তো এক অর্থে খুবই সামান্য। কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী এই শিশু,কিশোর,তরুন তরুনীর চোখে মুখে আমি যে আনন্দের ঝিলিক দেখেছি তা সত্যিই অসামান্য।

মানবতা চেতনায় এমন কর্মকান্ড আলো হয়ে ছড়িয়ে পড়ুক সমাজের সর্বত্র। জয় হোক মানবতার। জয় হোক এই মানবিক কার্যক্রমের।

আশুলিয়া ও ধামরাইয়ে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা।

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন র‌্যাব-৪।
২১শে মে ২০১৯ মঙ্গলবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত ঢাকার সাভারের আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মোট চারটি প্রতিষ্ঠানকে  ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।নবীনগর র‌্যাপিড এ্যাকশন ব্যাটারিয়ন র‌্যাব-৪ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক ও এএসপি উনু মং এর নেতৃত্বে ২১শে মে মঙ্গলবার ২০১৯ তারিখে ঢাকা জেলার ধামরাই এবং আশুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করা হয়। এসময় অভিযানে অস্বা¯’্যকর পরিবেশে মিষ্টি তৈরী করায় মতিপাল এন্ড সন্স এর মালিকের নিকট হতে নগদ ৫০,০০০/- টাকা ও লাকী সুইট এর মালিকের নিকট হতে নগদ ২০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরবরাহ করায় মোল্লা ফার্মেসীর মালিকের নিকট হতে নগদ ৩০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরবর্তীতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ, কাঠাল বাগান এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে অনুমতি বিহীন বিদেশী নামকরা ক্যাট, ম্যাক্স, এপেক্স ও লট্ট সহ বিভিন্ন নামী দামী ব্যান্ডের লোগো নকল করে হ্যান্ড ব্যাগ, স্কুল ব্যাগ, ল্যাগেজ ও বিভিন্ন ধরণের নকল ব্যাগ তৈরী করায় লাইসেন্স বিহীন ০২ টি কারখানার মালিকের নিকট হতে ৫০,০০০/- করে মোট ১,০০,০০০/ টাকা জরিমানা করা হয়।

ঠাকুরগাঁওয়ে ধানের মণ ৩০০ টাকা, কান্না কৃষকের

ঠাকুরগাঁওয়ের চলতি বোরো মৌসুমে ধানের ন্যাযমূল্য না পাওয়ায় হতাশায় দিন পার করছেন চাষিরা। ধান বিক্রি করে লাভ তো দূরের কথা আসল টাকাও তুলতে পারছেন না এমন অভিযোগ চাষিদের।

এমনকি বাজারে ধানের চাহিদা না থাকায় কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন তারা। ধান চাষ করে খরচ না ওঠায় নীরবে কাঁদছেন কোনো কোনো কৃষক। কেউ কেউ বলছেন এমন জানলে ধান চাষ করতাম না। কারণ ৮ টাকা কেজি দরে ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ হাজার ৩৬০ হেক্টর আর অর্জিত হয়েছে ৬২ হাজার ৩৫০ হেক্টর।

কৃষি বিভাগ বলছে, উৎপাদন গত বছরের তুলনায় এবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রতি হেক্টরে চাল উৎপাদন হয়েছিল ৩.৮ টন আর এবার বৃদ্ধি পেয়ে ৪ টন হচ্ছে।

তবে আশানুরূপ ফলন হলেও ধান উৎপাদনে প্রয়োজনীয় সব উপাদানের দাম বেশি থাকায় লোকশানের মুখে পড়েছেন চাষিরা। গত মৌসুমের ধান ব্যবসায়ীদের ঘরে জমে থাকায় ধান ক্রয়ে তেমন আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাই বাজারে ধানের চাহিদা না থাকায় দাম কমেছে ধানের। এ অবস্থায় ক্ষতির মুখে পড়ে কাঁদছেন কৃষক।

জানা যায়, ১৬৯০টি হাসকিং মিল ও ১৭টি অটোরাইস মিলের মাধ্যমে ৩০ হাজার ৬১৯ টন চাল ও ১ হাজার ৮৫৭ টন ধান ক্রয় করবে সরকার, যা উৎপাদনের তুলনায় সামান্য। জামালপুর এলাকার কৃষক আব্দুল্লাহ ও হামিদুর বলেন, বর্তমানে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারগুলোতে প্রতি মণ ধান ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়েছে ৬০০-৬৫০ টাকা। এভাবে ধানের দাম প্রতিবার কম পাওয়ায় আমরা লোকসানে পড়ি। বর্তমানে ৮ টাকা কেজি দরে ৩২০০ টাকা ধানের মণ বিক্রি করতে হয় আমাদের। এভাবে চলতে থাকলে আমরা আর ধান চাষ করব না।

ঠাকুরগাঁও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, বর্তমানে বাজারে যে ধান আমদানি হচ্ছে তা কাঁচা ধান। সরকারি নিয়ম অনুযায়ী কাঁচা ধান কিনলে ৪০ কেজিতে ১০ কেজি কমে যাবে। তাই বাজারে ধানের দাম কম। তবে শুকনা ও ভালো ধানের দাম কিছুটা ভালো। তিনি আরও বলেন, বিগত দিনের চেয়ে এ বছর ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত আমন মৌসুমের ধান এখনো মিলারদের কাছে মজুত থাকায় ধান কেনার আগ্রহ নেই মিলারদের। মিলাররা যে পরিমাণ বরাদ্দ পেয়েছে তাতে গত মৌসুমের ধান শেষ হবে না। তবে সরকার যদি আরও বরাদ্দ দেয় তাহলে ধানের দাম কিছুটা বাড়তে পারে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন বলেন, ধান উৎপাদনের জন্য সব উপাদন সময় মতো পাওয়ায় ও কৃষি বিভাগের পরামর্শে চাষিদের ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমান বাজারে ধানের যে দাম তাতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ধান শুকিয়ে সংরক্ষণ করলে পরে লাভবান হতে পারে কৃষকরা। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ধান চাষিদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। আশা করি দ্রুতসময়ে ধান-চাল কেনা শুরু হবে। ব্যবসায়ীরা ধান কেনা শুরু করলে বাজার স্থিতিশীল হতে পারে বলেও জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন।

ধামরাইয়ে সরকারী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি।

ধামরাইয়ের কাতর বারিল্যায় লীজ/বন্দোবস্তর জায়গার মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্বরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা জেলা ধামরাই ‍উপজেলার কুল্লা ইউনিয়নের কাতর বারিল্যা মৌজার ১ নং খতিয়ান ভুক্ত ৫৬ নং দাগের সহ মোট ৭৩ শতাংশ ভুমি ৭৬২৩ দলিল মূলে তাহাদের নামে লীজ বন্দোবস্ত নিয়াছে যাহা সরকারী নিয়ম অনুযায়ী ডেপুটি কমিশনারের লিখিত অনুমতি ছারা মাটি কাটা খাল- নালা ভরাট কিংবা কোন প্রতিরোধ করিতে পারিবে না .

এসব আইন অমান্য করে বারিল্যা গ্রামের নূর মোহাম্মদ ওমর আলী- ইসমাইল-রাজ্জাক কতিপয় লোকেরা যোগ সাজশে ভেকুদিয়ে মাটি কেটে আশপাশের জনসাধারনের মালিকানা বসত বাড়ী ব্যপক ক্ষতি সাধন করছে!ফলে গ্রাম বাসী এক হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যা ধামরাই থানার ওসি কে মাটি কাটা বন্দের জন্য ব্যবস্হা নেয়ার জন্য বলেছেন।

আর এসব তোয়াক্কা না করে মাটি খেকুরা মাটির কেটে আশপাশের ঘরবাড়ী নষ্ট করেই এসব করছে তাই বারিল্যা গ্রাম বাসির দাবি আমাদের ঘর বাড়ী রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাই আর ভারাটিয়া যারা দালালি করে সরকারী মাটি কেটে নিচ্ছে তাদের সঠিক বিচার চাই।

সর্বশেষ আপডেট...