আকস্মিক ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসাক
ঠাকুরগাঁও কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামের উপর দিয়ে আকস্মিক ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯টি পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।চার থেকে পাঁচ মিনিটের ওই ঝড়ে, ফনিভূষণ, নূর হক,খেলাফত, শফিকুল ইসলাম, জহুরা বেগম,মাসুদের ঘর-বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯মে রবিবার বিকেলে শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামে ১৯টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসাক কে এম কামরুজ্জামান সেলিম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মধ্যে ফনি ভূষণ, খেলাফত আলী, জহুরা বেওয়া, মাসুদ, সফিকুল ইসলাম ও নুর হককে ৩০ কেজি চাল, ৯ হাজার টাকা ও ৩ বান করে ঢেউটিন দেওয়া হয়েছে। এছাড়া বাকি ১৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন , সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
ক্ষতিগ্রস্তরা ঝড় হওয়ার তিন দিনের মধ্যে ত্রাণ সামগ্রী পেয়ে অনেক খুশি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমকে ধন্যবাদ জানিয়েছেন ।
বাংলা টিভি তয়বর্ষে পদার্পন আলোচনা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলোচনা সভা ও ইফতারের মধ্য দিয়ে দেশের বিনোদন মুলক টিভি চ্যানেল “বাংলা টিভি’র” প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
রবিবার যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানটিতে অত্র উপজেলার নবীন-প্রবীন সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক আসাদ আয়েন,বিশেষ অতিথি বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস,ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম,বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়ন।
অনুষ্ঠানে বক্তারা “বাংলা টিভি” চ্যানেলের আশু-সাফল্য কামনা করে টিভি চ্যানেলটির শার্শা উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু এবং ক্যামেরাম্যান লোকমান হোসেন রাসেলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি’র সার্বিক তত্ত¡াবধানে ছিল সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এবং অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী।
কর বাতিলের দাবিতে সিংগাইর এলাকায় মানববন্ধন ।
তামাক জাত দ্রব্য বিড়ির ওপর অর্পিত কর বাতিলের দাবিতে সিংগাইর এলাকায় মানববন্ধন করা হয়েছে।
আজ দুপুরে পূর্ববাকুম জনপদে এই মানববন্ধন করা হয়। বৃহওর বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে এতে অংশ নেয় বিড়ি তৈরি শ্রমিকরা। ট্যাক্র বাতিল ও বিড়ি তৈরি প্রতিষ্ঠানকে কুটি শিল্প ঘোষনার মৌলিক দাবি তাদের। গেল বছরে ২০০৯ সালে প্রধান মন্ত্রী বাজেট অধিভিশনে বিড়ির উপর করমুক্ত আহবান করেছিলেন তা বাস্তবায়নের ও দাবী করেন বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা বিড়ির ট্যাক্ বাতিল না করা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেয়।
বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শ্রমিকরা হাতে হাতরেখে ব্যানার ,ফেষ্টুন, কার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি , সাধারণ সম্পাদক, সহ অনেকে।
সংস্কার ও বরাদ্দের অভাবে ঠাকুরগাঁও গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিত্যক্ত ১৩টি ক্লাস রুম
ঠাকুরগাঁও সদর গড়েয়ায় সংস্কারের অভাবে গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তেরটি ক্লাস রুম দীর্ঘ দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
১৯৫০ সালে নির্মিত এই স্কুলেটি পরবর্তী সময়ে ক্লাস রুম গুলো করা হয় কিন্তু দীর্ঘ দিনের পুরনো হওয়ার ফলে ক্লাস রুমের ছাঁদ গুলো আস্তে আস্তে ভেঙ্গে পড়ার কারণে ক্লাস রুম গুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। সংস্কারের কোন বরাদ্দ না থাকায় প্রায় দশ/পনের বছর থেকে তালা বদ্ধপরিত্যক্ত অবস্থায় রয়েছে।
গড়েয়া এস সি বহুমূখী উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্য বাহী ও নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ছিলো কিন্তু কালের বিবর্তনে ও কিছু বিশেষ কারনে তা হারিয়ে যেতে বসে ছিল বর্তমানে দক্ষ ও যোগ্য পরিচালনা কমিটির কারনে সেই পুরনো ঐতিহ্য ও সুনাম আবারও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
কিছু দিন পূর্বেও গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করতে অনিহা প্রকাশ করতো কিন্তু বর্তমানের সেই কলো মেঘের অন্ধকার কেটে সূর্যের মূখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠান টি। পূর্বের তুলনায় শিক্ষার মান ও বর্তমানে ছাত্র/ছাত্রী সংখ্যাও অনেক অনেক বেশি। ছাত্র/ছাত্রী তুলনায় ক্লাস রুমের সংখ্যা অনেক কম।ক্লাস রুমের অভাবে সাইন্স বিল্ডিংয়ে সকলে ক্লাস নেওয়া হচ্ছে।
ছাত্র/ছাত্রী, অভিভাবক ও এলাকা বাসীর দাবী দ্রুত গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দিকে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি দিয়ে সংস্কার বা নতুন বরাদ্দের মাধ্যমে ভবন নির্মাণ বা সংস্কার করে অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন ও গরিব ছাত্র/ছাত্রীদের নিজ এলাকায় পাঠ দানের সুযোগ সৃষ্টি করে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন জানান,আমাদের স্কুলে নতুন ভবন ও সংস্কারের জন্য নতুন বরাদ্দ আসার কথা কিন্তু এখনো কোন বরাদ্দ পাইনি।আমাদের গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী দের শাখা রয়েছে তিনটি, খুব সংকট ময় অবস্থায় ক্লাস নিতে হচ্ছে, আশাকরি দ্রুত হয়ে যাবে।
সাভারের লাজপল্লীতে মত বিনিময়-দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন ।
সাভারে মত বিনিময়-দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন মঞ্জুরুল আলম রাজিব ।
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঢাকা – ২ আসনের তেঁতুলঝোড়া ইউনিয়ন- আমিন বাজার- ভাকুর্তা ইউনিয়ন এর রাজনীতিক নেতৃবৃন্দ সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ইফতার করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মঞ্জুরুল আলম রাজিব সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান।১৭মে শুক্রবার সাভারের জোড়পুল এলাকার লাজ পল্লী কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই দিনেবাংলাদেশ পদার্পণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধুকে যখন ১৯৭৫ সালে নির্মম ভাবে হত্যা করা হয়। তখন, বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন তার স্বামীর সাথে বিদেশে ছিলেন, যার সুবাদে তিনি বেঁচে গিয়েছিলেন।বাংলাদেশ আওয়ামী লীগের তাকে আমরা সভাপতি করি এবং আমাদের আশা-আকাঙ্ক্ষা কোন কিছুই ছিল না তারপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এনেছেন আবার আলোর আশ্বাস, দিয়েছেন তিনি আমাদের ।
তাছাড়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের জিয়া রহমান উইথড্র করে দিয়েছিল, আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পারব কি পারব না, এই একটা সন্দেহের মাঝে ছিলাম যখন দীর্ঘদিন পরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২১ বছর পর আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন এবং ৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু করেছিলেন ৯৮ সালের নভেম্বর মাসের ৮ তারিখ নিম্ন আদালতে বঙ্গবন্ধুর খুনিদের রায় আমরা পেয়েছিলাম তারপর আবার সময় লেগেছে অনেক দিন ২০০৯ সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি দীর্ঘ ৩৫ বছর পর আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যক্রম করতে পেরেছিলাম চূড়ান্ত রায় পেয়েছিলাম।তিনি আরো বলেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে বিরাট বোমা রাখা হয়েছিল তাকে হত্যা করার জন্য, ২১ বার তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছে।তাছাড়া এখনো বাংলাদেশের মানুষ বলে নি ২১ আগস্ট গ্রেনেড হামলা কথা কত মা বোন সহ কত নেতা কর্মী মৃত্যুর মুখে ঢলে পড়েছে এই একুশে আগস্টে হত্যার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে যান আজকে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে নিয়ে এসেছে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে দিয়ে দেশকে এই পর্যন্ত নিয়ে আসবে বলে আল্লাহ তায়ালা সকল চক্রান্ত হাত থেকে তাকে রক্ষা করেছেন আল্লাহ তাআলার রহমত এর হাত তার মাথার উপরে ছিলেন বলে তার উপরে ১৯ বার হামলা হওয়ার পরও তিনি বেঁচে গেছেন আল্লাহর রহমতে।
বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে গিয়েছেন আমরা সকল ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ সকল ক্ষেত্রে আমরা এগিয়ে আছি ২০৪১ সালের মাঝে আমরা উন্নয়নের একটি দেশ হিসেবে স্বপ্ন দেখছি এবং এই সরকার থাকলে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ।তিনি বলেন জঙ্গিবাদ ধর্ষন কারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তুলুন। তিনি আরো বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এসব কৌশল চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বললেন তিনি এক ইফতার মাহফিলে সাভারে ।
তারপর জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও তার দীর্ঘ আয়ু কামনা করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী ,যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, পৌর ছাত্রলীগের সভাপতি আতিক রহমান অভি, নয় নং ওয়ার্ড লীগের সভাপতি শাহ্ আলম, ইউপি সদস্য নিজাম আহমেদ, সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সহ এলাকার আরো গণ্যমান্য ময় মুরুব্বি বিন্দ্রা উপস্থিত ছিলেন ।
শার্শায় র্যাবের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শায় র্যাব-৬ এর অভিযানে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।
গত শুক্রবার ভোর রাতে যশোর র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোপীনাথপুর গ্রামের মৃত শুকুর আলীর বসত বাড়ীর কাঠ রাখার ঘর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ(৫৫)কে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটক আব্দুল ওয়াহেদ গোপীনাথপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলিসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরো বলেন আটককৃত মাদকসহ মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা
দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বিড়ির উপর অর্পিত কর বৈষ্যমর প্রতিবাদে সাভারে মানববন্ধন ।
বিড়ির উপর অর্পিত কর বৈষ্যমর প্রতিবাদে সাভারে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে তালবাগ এলাকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রি ডা. এনামুর রহমান এমপির বাস ভবনের সামনে মানববন্ধন করা হয়।
বৃহওর বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে এতে অংশ নেয় শ্রমিকরা। তামাক জাত দ্রব্য বিড়ির ট্যাক্র বাতিল করার দাবী ছিল মানববন্ধনের মূল-লক্ষ্য।বিড়ি তৈরি প্রতিষ্ঠানকে কুটিরশিল্প ঘোষনার দাবীতে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা মানব বন্ধন করেন। তারা বলেন ২০০৯ সালে প্রধান মন্ত্রী বাজেট অধিভিশনে বিড়ির উপর করমুক্ত আহবান করেছিলেন তা বাস্তবায়নের দাবী করেন বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা বিড়ির ট্রেক্স বাতিল না করা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেয়। বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শ্রমিকরা ব্যানার ,ফেষ্টুন,প্লেট কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি আতিকুজ্জামান, সাধারণ সম্পাদক আজম খান,কোষাদক্ষ্য আলিম উদিন ,প্রচার সম্পাদক শ্যামল কুমার সহ অনেকে।
ধামরাইতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ বালু খেকোরা,হুমকির মুখে বংশি নদী”
ধামরাই উপজেলার বংশী নদী হতে অবৈধ ভাবে চলছে বালু উত্তোলন, এর ফলে চরম হ্নমকির মুখে পড়ছে ফসলি জমি ও নদীর আশে পাশের এলাকার মানুষ। ধামরাইয়ের চৌহাটে বংশী নদী হতে বালু উওোলনের ফলে ভাঙ্গনের মুখে পরেছে তীরবর্তী বসবাসকারী বাড়িঘড় ও একটি ব্রিজ আর এসব অবৈধ বালু ব্যবসার কারনে ড্রাম ট্রাক চলাচলের কারনে নস্ট হচ্ছে সরকারি রাস্তা-ঘাট।
চৌহাট ইউনিয়নের চৌহাট বাজার ও পালবাড়ী ঘাটে চলছে এর কার্যৃক্রম আব্বাস. সুজন .পলাশ .সুলতান. আফাজ সিদ্দিক ত্ত বাবুর বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসা করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, মাসের পর মাস ধরে চলছে তাদের এ ব্যবসা।
আরালিয়া দিয়ে বয়ে যাত্তয়া বংশী নদী হতে এসব উত্তোলত চলছে।আর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বালু খেকোরা।রহস্য জনক কারণে প্রশাসন নিরব। লাল মিয়া ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বাণিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন করেছে নিজ নিজ এলাকার প্রভাবশালী চক্রের সহযোগিতায় । ফলে ক্ষতির মুখে পড়েছেন নদী তীরবর্তী বাড়ীঘর,স্কুল মাদ্রাসা ও ফসলিজমি। এছাড়া বালু উত্তোলন করে ড্রামট্রাক দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করার ফলে হুমকির মুখে পড়ছে রাস্তা-ঘাট । শুধু তাই নয় আসছে বর্ষা মৌসুমে ড্রেজারের কারনে ফসলী জমিসহ বাড়ীঘর পুণরায় নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশস্কা করছে এলাকাবাসি।
সরেজমিনে গিয়ে দেখাযায়, ধামরাই উপজেলার আরালিয়ার সিতিপার্লি গ্রামের মোঃ লালমিয়া,ও আমিনুল, আড়ালিয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে দিনরাত অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে যাচ্ছে।
প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদের পাশাপাশি বিভিন্ন স্থানের ভরাট করে বিক্রি করে আসছেন । স্থানীয় সচেতন মহল অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি এবং মজুদের ঘটনায় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না যদি এমনটা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
বামনডাঙ্গায় ধান ও গম ক্রয়ের উদ্বোধন ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ধান ও গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার দপ্তর সম্পাদক রাকিব মোহাম্মদ হাদিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, বামনডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্য সোহানুর ইসলাম সুজন,শচীন বাবু প্রমুখ।উল্লেখ্য,চলতি মৌসুমে ২৯২ টন ধান ও ২৪.৫০০টন গম ক্রয় করবেন বামনডাঙ্গা গুদাম। কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম ও ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।
পরিশেষে,বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন জামেমসজিদের পেশ ইমাম উপস্থিত সকল কে নিয়ে দোয়া করেন।