15 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

মান্দায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ।

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে মান্দা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রলয় কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মালেক, নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, সাম্যবাদি দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য প্রদ্যুৎ কুমার ফণি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরন।

ঢাকার ধামরাইয়ে বিনা মূল্যে সাধারণ কৃষকদের মাঝে সরকারী সার ও বীজ বিতরন করা হয়েছে। ২০১৮-১৯ অর্ধবছরের খরিপ-১/২০১৯ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে ১ বিঘা জমি থাকলেও বিনা মূল্যে হত-দরিদ্র প্রান্তীক কৃষকদের মাঝে প্রণোদনার সরকারী সার ও বীজ বিতরন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকার সময় বিনা মূল্যে সার ও বীজ বিতরনের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ধামরাই-২০, আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের কৃষির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করতে সক্ষম হয়েছি। যার ১ বিঘা জমি আছে তিনি বিনা মূল্যে সার ও বীজ পাবে। সরকার কৃষকদের জন্য সকল ধরনের সহায়তার ব্যবস্থা করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। দেশ আজ কৃষির উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকি এবং পুরো উপজেলা ঘুরে ঘুরে হত-দরিদ্র কৃষকদের মাঝে সব সময় সরকারী সার ও বীজ বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করে থাকব।আমরা ১৪৯০ জন কৃষকের মাঝে আউশ বীজ ৫ কেজি, এম.ও.পি সার ১০ কেজি, ডি. এ.পি সার ১৫ কেজি করে বিনা প্রনোদনায় বিতরন করেছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইচ-চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, পুরুষ ভাইচ-চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মিজানুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ আহমদ হোসেন প্রমুখ।

রানা প্লাজা ট্রাজেডির আজ ছয় (৬) বছর -কমেনি নিঃস্ব মানুষের আহাজারি ।

আজ ২৪ এপ্রিল। দেশের পোশাক শিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন। ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

লাশ পাননি মা জাহানারা , তিনি এখনো তার মেয়ে সুলতানাকে খুঁজে ফেরেন । শিশু তানভীর তার বাবাকে হারিয়েছেন , তার পর থেকেই তার মা মানসিক ভারসাম্য হারিয়েছেন । আরেক মা মাকছুদা খাতুন তার মৃতছেলে আলমাছ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তেতুলিয়া থেকে। সময়ের খবর ২৪ এর সাথে কথা বলতে গেলে ,কান্নায় ভেঙে পড়েছিলেন সবাই । তাঁহাদের সকলেই দাবী সরকার যদি তাদের দিকে একটু সুনজর দেয় ।

সেদিন যা ঘটেছিলঃ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো ওই দিন সকাল ৮টায় হাজির হন নিজ নিজ কর্মস্থলে। উৎপাদনও শুরু হয় নির্ধারিত সময়ে। হঠাৎ সাড়ে ৯টার দিকে বিকট শব্দ। আশপাশে উড়তে থাকে ধুলো-বালি। ধসে পড়ে রানা প্লাজা। শুরু হয় আহত শ্রমিকদের আহাজারি। উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের সঙ্গে যুক্ত হন সেনা ও নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র‌্যাব ও পুলিশ সদস্যরা। চলে বিরতিহীন উদ্ধার অভিযান।

যা ছিল ভবনটিতেঃ রানা প্লাজার প্রথম তলায় ছিল বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় ছিল দোকান আর ব্যাংক,তৃতীয় তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ ও পঞ্চম তলায় নিউ ওয়েভ স্টাইল লিমিটেড ও ফ্যানটম ট্যাক লিমিটেড, ষষ্ঠ ও সপ্তম তলায় ইথারটেক্স লিমিটেড গার্মেন্টস।

হতাহতের সংখ্যাঃ শেষ পর্যন্ত ধসে যাওয়া প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। আর আহত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে আবার মানসিক রোগীতে পরিণত হয়েছেন।

ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন।

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ধামরাই উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে পৌর-শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটি আয়োজিত এই র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মোঃ ফজলুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃর্ষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, পরিবার পরিকল্পনা তানিয়া পারভিন, সমবায় কর্মকর্তা পারভিন আশরাফিলসহ প্রমুখ উপস্থিত ছিল।

ঝিকরগাছার নাভারণে বিচারে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিটে আহত-৬ ।

যশোরের ঝিকরগাছার নাভারণে গ্রাম্য শালিশে বিচারের নামে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিটের শিকার হয়েছেন অন্তত: ৬ জন।

আহতরা হলেন নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের ঢাকা পাড়ার জুলহাসের স্ত্রী রেহেনা বেগম, ছেলে রানা হোসেন (২৮) ও রনি হোসেন (২৫) এবং ঐ একই গ্রামের তাহেরের ছেলে ইলিয়াস (১৯), হিরার ছেলে রাকিব (২২), আজিম উল্লাহর ছেলে শাহিন (১৮)। আহতদের মধ্যে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গিয়াস উদ্দিনের ছেলে বাপ্পী (১৯) গত ১৯ তারিখ শুক্রবার ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ করেন ইসলামপুর গ্রামের তার চাচা রোস্তম মোল্লার ছেলে হাবিলকে (৩০) রানা ও রনি নেশাগ্রস্থ অবস্থায় মারধর করে। এঘটনার পরে কালু ও শহিদুল মিলে কৌশলে রানা ও রনিকে বলে তোদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। টাকা-পয়সা দে আমরা মিটিয়ে দিব বলে চাপ দিতে থাকে।

এক পর্যায়ে সোমবার বিকাল ৫টার দিকে নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান স্থানীয়ভাবে বিচার-সালিশের আয়োজন করে। বিচারে ইউপি সদস্য মুজিবর রহমান মারপিট শুরু করে। পরে ইউপি সদস্য মুজিবর রহমানের নের্তৃত্বে বাপ্পী, হাবিল, আলমগীর হোসেন, হেদায়েত হোসেন, মিন্টু, মিজান, সজল, মিলনসহ আরো অনেকে অতর্কিতভাবে মারপিট করে। এতে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য মুজিবর রহমান সবকিছু করেছে এবং সে এখন থানায় পাঠিয়েছে মামলা করার জন্য এবং মামলায় তাকে যেন না জড়ানো হয়।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আমি মেম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মেম্বর এটা করতে পারে না। সে এটা করবে কেন? আমিতো আর মেম্বরকে দায়িত্ব দেই নাই যে, আপনি এটা করেন।

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও বেটসীটসহ তিনজন আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের পুথক অভিযানে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস বেটসীট সহ তিন পাচারকারীকে আটক করে।

মঙ্গলবার(২৩/০৪/১৯ইং) তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক,এএসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রাম থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বৃত্তি আঁচড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন(৩৫)কে আটক করে। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন গোলদার মসজিদ এর সামনে থেকে ২০ পিস উন্নতমানের বেডসীট ও একটি প্রাইভেটকার সহ ঝিকরগাছা থানাধীন পঞ্চনগর গ্রামের কদম আলীর ছেলে স¤্রাট(২৫) ও পুরুন্দপুর গ্রামের কামরুল সরদারের ছেলে মাসুম সরদার(৩০)কে আটক করে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস উন্নতমানের বেডসীটসহ তিনজনকে আটক করি।

তিনি আরো জানান,আটক আসামীদেরকে মাদক আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন।

ঢাকার ধামরাই উপজেলায় ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর নতুন চারতলা ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বায়রার সভাপতি ও ঢাকা ২০ ধামরাই আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ আজ ২৩ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এই ভিত্তি স্থাপন উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ আলহাজ বেনজীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহি অফিসার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ তার বক্তব্যে ছাএছাএীদের উদ্দেশ্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা দেশকে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ধারাবাহিকতায় আজ ধামরাই হার্ডিঞ্জ স্কুল ও কলেজে নতুন চারতলা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হলো।

আমাদের সরকার আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার চাচ্ছে জাতিকে শিক্ষার পরিপূর্ণ দিতে এবং সকল শিক্ষার্থীদের একটি আদর্শ জীবন গড়তে। দেশের উন্নয়নের জন্য শিক্ষা জীবন শেষ করতে পারে সেই লক্ষ্যে মনোযোগ দিয়ে পড়ালেখা শেষ করতে। এই বিদ্যালয় সভ্যতার ফুল ফোটানো হয় শেষ সভ্যতার ফুল কখনো ফুটবে না যদি তোমাদের মত ছাত্র ছাত্রীরা পড়াশোনা না করে।দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেনা যদি পড়াশোনা না করো একটি জাতির মেরুদন্ড শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যদি আলোকিত শিখর প্রসার না করতে পারি তাহলে আমাদের কোন কিছু কাজে আসবে না আমাদের এই দেশ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি সবকিছুর মূলেই এ শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য দেশনেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।

আমরা তার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য তার বিদ্যালয় তার অহংকার দেশ ও জাতির উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজন শিক্ষা জাতির মেরুদন্ড তাই মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম শহর সবখানেই শিক্ষার আলো ছড়ানোর জন্য প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা ভবন সরকারি অনুদান এবং ছাত্র-ছাত্রীদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করো সুন্দর জীবন গড়ো দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তোমরাই আমাদের ভবিষ্যৎ অতএব সেই কথা মাথায় রেখে আগামীদিনে দেশের হাল ধরার দায়িত্ব তোমাদের। তোমরাই পারবে এদেশকে আরো উন্নয়নশীল দেশ হিসেবে পৃথিবীর বুকে এদেশের নাম উজ্জ্বল করতে।

ছাত্র ছাত্রী ও শিক্ষক মন্ডলী তারা বলেন আমরা এই নতুন ভবন টি পেয়ে অত্যন্ত আনন্দিত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের নিকট । এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,নবনির্বাচিত ভাইচ চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌর যুবলীগ সহ- সভাপতি মোঃ আলী খান , আরো অন্যান্য নেতৃবৃন্দ ও মাননীয় শিক্ষক মহাদয় গন ও ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের লোকজন।

নওগাঁয় পিস্তল গুলিসহ গ্রেফতার ২

নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজাগুলি ও দু’টি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)। আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের মৃত আকবরের পুত্র সোহেল রানার বাড়িতে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম অবস্থান করছিলেন।

সেখান থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজাগুলি উদ্ধার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোহেল রানাকে একটি চোরাই (ইয়ামাহা ফেজার) মটর সাইকেলসহ গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও একটি পালসার মটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিবির ওসি সামসুদ্দীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে

‘খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথাও ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে জেলা পুষ্টি সমন্বয়ক কমিটির আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেনসিভিল সার্জন ডা. আবু মোঃ খইরুল কবির,জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দেওয়ান মর্শেদ আলম,প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডা.মেহেদী হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র স্বাস্থ্যসেবা অফিসার ডা.অশিষ কুমার সাহা, ডা. সুব্রত কুমার প্রমূখ।

মান্দায় তুচ্ছ ঘটনায় মারপিটে নারীসহ আহত ৩

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে ছোটভাই ও ভাতিজাদের মারপিটে ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়–কবাড়িয়া গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, তুড়–কবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল (৫৫), তার স্ত্রী রোজি আরা (৫০) ও ছেলে গোলাম রাব্বানি (৩২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন জালাল মন্ডল জানান, বাড়ির উঠান নুড়ি দেয়ার জন্য মাটি রাখাকে কেন্দ্র করে ছোইভাইয়ের স্ত্রীর সঙ্গে আমার স্ত্রী রোজি আরার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোটভাই আসলাম মন্ডল, ভাতিজা আওয়াল ও রানা আমার স্ত্রীকে মারপিট শুরু করে। এসময় স্ত্রীকে বাঁচাতে আমি ও আমার ছেলে গোলাম রাব্বানি এগিয়ে গেলে আমাদেরও পিটিয়ে জখম করা হয়। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তিনি বলেন, ঘটনায় এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেট...