23.5 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের উদ্বোধন করলেন শেখ আফিল উদ্দিন

যশোরের শার্শায় দুগ্ধ শীতলীকরন কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন শার্শার গণমানুষের নেতা শেখ আফিল উদ্দিন। রবিবার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার নাভারণে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান নাদির হোসেন লিপু’র সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মিল্ক ভিটা ইউনিয়নের পরিচারক গোলাম মোস্তফা নান্টু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার অলক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক মÐল, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান, বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরকার, শার্শা দুগ্ধ শীতলী করণ কেন্দ্রের উপ-পরিচাশক ডাক্তার আশীষ কুমার রায় ও দুগ্ধ খামারী সুজা উদ্দৌলা টিপু প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড।

সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

গাইবান্ধার সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকালে উপজেলাটির রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের কুমারগাড়ি নামক স্থানে খালের পাড়ে বিভিন্ন শিক্ষাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানান শ্রেণিপেশার মানুষজন এই মানববন্ধন পালন করে। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, বেকাটারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক চৌধূরী, শিক্ষক রিয়াজুল হক, সোহরাব হোসেন, শিক্ষার্থী আতিকুর রহমান, স্থানীয়দের মধ্যে রুহুল আমিন, রহিম উদ্দিন মন্ডল, হাফিজার রহমান, রেখা বেগম, অনীল চন্দ্র দাশ, ভোলা চন্দ্র দাশসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, ল্যাংগা খালটি খননের পর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সে ব্রিজটি বিগত ১৯৮৮ সালের স্মরণকালের বন্যায় ব্রিজটি বিনষ্ট হয়। তখন থেকে উক্ত স্থানে ব্রিজ নির্মাণ না করায় প্রত্যহ হাজার হাজার মানুষের হাট-বাজার, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে।

অপহরনের ৫দিন পর পুলিশ উদ্ধার করলেন মা ও দুই শিশুকে , আটক ১।

ঢাকার ধামরাই উপজেলা নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর স্ত্রী এবং দুই শিশুসহ ফেরত পেলেন মোঃ শাহ আলম মিয়া। তার গ্রামের বাড়ী ধীরাশ্রম থানা গাজীপুর, জেলা গাজীপুর, পূর্বের টাকা-পয়সা লেনদেন কে কেন্দ্র করে তার দুই শিশুসহ তার স্ত্রী কে অপহরন করা হয়।

শাহ আলম বলেন আমি আমার স্ত্রী ও সন্তানকে ধামরাই ইসলামপুর আমবাগান শ্বশুরবাড়ীতে ২২.০৩.১৯ তারিখে বেড়াইতে রাখিয়া আসি। আমার সাথে প্রতিদিনই আমার স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ হইত গত ৩১,৩,২০১৯ তারিখে বেলা অনুমানিক ১২ ঘটিকার সময় আমি আমার স্ত্রীর মোবাইল বন্ধ পাই পরে আমার শাশুড়ীর মোবাইলে ফোন করি আমার শাশুড়ী আমাকে জানায় আমার স্ত্রী ও দুই শিশুসহ গত ৩১ ৩ ২০১৯ তারিখে বেলা অনুমানিক ১১ ঘটিকার সময় কাউকে কিছু না বলিয়া তাহাদের বাসা হইতে চলিয়া গিয়াছে ।

অতঃপর আমি আমার স্ত্রী ও সন্তানদের আমাদের ও তাদের আত্মীয়-স্বজনের বাড়ীতে ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করিয়া না পাইয়া আমি ধামরাই থানায় ০৪.০৪.১৯ তারেিখ একটি জিডি করি জিডি নাম্বার ১৫৪ , পুলিশের সহযোগিতায় মোবাইল ট্রাকিং করে বাগেরহাট সদর থানা চুলকাটি গ্রামে শাহাবুদ্দিনের বাড়ী থেকে উদ্ধার করে ।পরে জানতে পারি ধামরাই থানা রোড থেকে অপহরন করা হয়।অপহরন তিন জন হলেন (১)মোছাঃ আমেনা আক্তার(৩০)(২)মোঃ আহনাফ শাহরিয়ার(৫)(৩)আফিফ সাদমান(৫মাস) এ ব্যাপারে ধামরাই থানা এই মামলার তদন্ত অফিসার এসআই প্রমোজ চৌধুরীর সাথে কথা বলে জানা যায় ধামরাই থানায় অপহরণের একটি জিডি হয়।সেই সূত্র ধরে পুলিশ প্রোশাসন বিভিন্ন ভাবে খোজ করিয়া আসিতেছে।

সর্বশেষ ৬,৪, ২০১৯ সকাল ছয় ঘটিকার সময় আমি এবং আমার সহযোগীরা বাগেরহাট সদর থানা চুলকাটি গ্রামে শাহাবুদ্দিনের বাড়ী থেকে মা ও দুই শিশুকে সুস্থ ভাবে উদ্ধার করি। এবং সুমন শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করি। তিনি আরও জানান অপহরণকারী মোঃ সুমন শেখ এর কাছ থেকে শাহ আলম ৪ লাখ ৮০ হাজার টাকা পেতেন।শাহ আলম মিয়া টাকা চাইলে সুমন শেখ বিভিন্ন ভাবে এড়িয়ে যেতেন।

উদ্ধার হওয়ার পর ধামরাই থানায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী অঙ্ঘাতনামা ২/৩ জনকে অসামী করে একটি মামলা হয় মামলা নং ১১ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০.(সংশোধনী ২০০৩)এর ৭.৩০। গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন শেখ (৪২)পিতা মোঃ রুস্তম শেখ,সাং-বাদুরগাছা, পোঃ কুলুটি, থানা ডুমুরিয়া, জেলা খুলনা ।

বর্তমানে আশুলিয়া থানা টংগা বাড়ী(বাটা বাউন্ডারী)মোঃ হাসান আলীর বাড়ীর ভাড়াটিয়া ।

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ।

‘সমতা সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থসেবা’ প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় জেলা সির্ভিল সার্জন কার্যালয় থেকে জেলা সির্ভিল সার্জনের আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মুনিনুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কুস্তরি আমিনা কুইন, স্বাচিব নেতা ডা. আশিক হোসেন, সদর হাসপাতালে আরএমও ডা. মুনির আলী আকন্দ, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসিমুল হক বুলবুলসহ বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

পরে দিবসের তাৎপর্য তুলে ধরে সির্ভিল সার্জন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিকিৎসাধীন থাকা বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই।

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেশ কিছুদিন ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে সম্প্রতি বাসায় ফিরেন তিনি। সে সময় তিনি ‘স্বাভাবিক জীবনে’ ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা।

তারও আগে গত ৪ ডিসেম্বর বুকে ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে পড়লে টেলি সামাদ প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে তার চিকিৎসা চলে। এরপর টেলি সামাদকে ভর্তি করা হয় বিএসএমএমইউতে। শুরুতে কেবিনে রাখা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে টেলি সামাদের বাইপাস সার্জারি করা হয়। এরপর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। দেশে আসার পর অক্টোবর ও নভেম্বরে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে।

১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় টেলি সামাদের। গত চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জিরো ডিগ্রি’। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও এান প্রতিমন্ত্রী হওয়ায় ঢাকার ১৯ ডাঃ মো : এনামুর রহমান এম,পি কে বিশাল গনসংবর্ধনা।

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে আজ শনিবার ৬ এপ্রিল কাওয়াখোল মাটে এক বিশাল গনসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনোনিত হওয়ায় ডাঃ এনামুর রহমানের এম পি কে গন সংবর্ধনা দেওয়া হয় মিতালি সংসদ প্ক্ষ থেকে।প্রধান অতিথী হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা জেলার আওয়ামীলীগের সভাপতি,ঢাকা ২০ ধামরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিয়োদ্বা আলহাজ¦ বেনজির আহমেদ।সভাপতিত্ব করেন মিতালী সংসদ ও প্রশিকা মানবিক উন্নয়ন কেদ্রের প্রধান নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম । মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী তার বক্ত্যবে বলেন গ্রাম হবে শহর পাচঁ বছরে হবে ৫০ বছরের উন্নয়ন।

উক্ত অনুষ্ঠানে প্রশিকা মানব উন্নয়েন কেন্দ্রের সি. ও . সিরাজুল ইসলাম। কেন্দ্রীয় ব্যবস্থাপক আমিনুল ইসলাম শাহীন, এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান বিশ্বাস,সমনয়কারী সিবু কান্তী দাস ও কর্মকর্তা ও কর্মচারী বিন্দ তারা একটি স্টলের মাধ্যমে মাদক বিরধী লিফলেট বিতরন প্রচারনা চালায়।তারা বলে মাদকে না বলুন মাদক মুক্ত সম্জ গড়–ন,মাদক একটি অভিশাপ মাদক করে সর্বনাশ। সবাই হলে সচেতন মাদক হবে নিয়ন্ত্রন।সমাজ সচেতনতায় বিশাল ভুমিকা রাখেন প্রশিকা মানব উন্নয়েন কেন্দ্রে। মাদকে না বলি,

মাদক দ্রব্য হলো একটি ভেষজ দ্রব্য যা ব্যবহারে বা প্রয়োগে মানবদেহে মস্তিকজাত সংজ্ঞাবহ সংবেদন হ্রাসপায় এবং বেদনাবোধ কমায় বা বন্ধ করে।

মাদক সমস্যা বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যায় পরিনত হয়েছে।বর্তমানে বাংলাদেশের মাদকাসক্তের সংখ্যা ৭০ লক্ষ।যার অধিকাংশ শিক্ষিত তরুন -তরুণী। এসব তরুণ- তরুণীদের অধিকাংশই প্রথম দিকে বন্দুদের পল্লায় পড়ে ধুপপানে অভ্যাস্ত হয়ে এক সময় মাদকের দিকে ঝুঁকে পড়ে।

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই লতিফের অভিযানে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে রঘুনাথপুর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। শনিবার সকাল ১০ দিকে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ,এসআই জাকির,এএসআই শাহীন ও এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমানের ছেলে সাদেক হোসেন(৩৫) ও একই গ্রামের মহর আলীর ছেলে ওমর আলী(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। সেসময় আরো চার/পাঁচ জন গাঁজাসহ পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক আহনে মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসার পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু ।

তিনি জানান, বিকেলে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন ওবায়দুল কাদেরের চিকিৎসক। কাদেরের শারীরিক অবস্থা বিবেচনা করে পরে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২০ মার্চ সিঙ্গাপুরে কার্ডিও থোরাসিক সার্জন, ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

যশোরের ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

যশোর জধন ৬ ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে বাঘারপাড়া ও শংকরপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল সহ সরোয়ার (৫৫)ও শাহানুর রহমান রবি(৪৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক সরোয়ার বাঘারপাড়া থানার বোয়ালিয়া এলাকার বাসিন্দা তাকে ৩৩ বোতল ফেনসিডিল সহ আটক করেন এবং শাহানুর রহমান রবি যশোর কতোয়ালী থানার শংকরপুর এলাকার বাসিন্দা তাকে ১৫২ বোতল ফেনসিডিল সহ আটক করেন।

এ সময় আটকদের কাছ থেকে ২টি মোবাইল,৪টি সিম কার্ড ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করেন।

যশোর জধন ৬ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ সুরাত আলম জানান.গোপন সংবাদে জানতে পারি যশোরের বাঘারপাড়া বোয়ালিয়া বাজার এলাকায় সরোয়ার নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত ফেনসিডিল এর ব্যবসা করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জধন এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল সহ সরোয়ার কে হাতেনাতে আটক করা হয়।

অপর দিকে যশোর শংকরপুর এলাকার শাহানুর রহমান রবি নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ১৫২ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

দীর্ঘ এক বছর যাবত বেতন পাচ্ছেন না রাজশাহীর নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা ।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এক বছরের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী আরবান প্রাইমারী হেলথ কেয়ারের তিনটি কেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মবিরতি। সরজমিনে গিয়ে দেখা যায় গেটে তালা দেয়া। এ বিষয়ে জানতে কর্মচারী ইউনিয়নের সাধারন-সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান আমাদের এক বছর যাবত বেতন বন্ধ এবং ২০১৮ সালের দুইটি ঈদ বোনাসও দেওয়া হয়নি নিরুপাই হয়ে আমরা কর্মবিরতির পথ বেছে নিয়েছি।

বন্ধ সেন্টারগুলো হলো পঞ্চবটি, কাজলা, ডাশমারি এবং কালকের ভেতর আরও দুইটি সেন্টার মেহেরচন্ডি, বুথপাড়া বেতন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে থাকবে। তিনি জানান এখানে পাঁচটি সেন্টারে মোট আমরা ৪৫জন কর্মরত আছি। তিনি আরও বলেন আমার মানবেতর জীবনযাপন করছি তিন বছরের আমার একটি ছেলে আছে তার জন্য দুধ কিনবো সেই টাকা আমার কাছে নেই। কর্মরত বেলাল হোসেন জানান প্রতিবেশির কাছে ধার করে সংসার চালাচ্ছি।

কেউ এখন আর ধার দিতে চাইনা। আমাদের অবস্থা খুবই খারাপ। এভাবে আর কিছুদিন গেলে মাথাগোজার ঠাই শেষ সম্বলটুকু আমার বাড়ি সেটা বিক্রি করতে হবে। কর্মরত পলাশি দত্ত বলেন আমার বিয়ের সময় মায়ের বাসা থেকে কিছু গয়না পেয়েছিলাম সেগুলো বিক্রি করেছি। বিক্রি করার মতো আর কিছু নাই। আমার ছেলেমেয়ের পড়াশুনা বন্ধের পথে স্কুলে বেতন দিতে পারছিনা। অনেক ধারও হয়েগেছে কি করবো ভেবে পাচ্ছিনা। আরবান প্রাইমারী হেলথ কেয়ারে সেবা নিতে আসা অনেকে সেবাবঞ্চিত হয়ে ঘুরে যাচ্ছে। পঞ্চবটি এলাকার চেনবানু বলেন সকাল থেকে আমার পেট ব্যাথা এখানে একটু চিকিৎসা নিতে এসে দেখি তালা মারা এখন কোথায় যাবো। সদ্য প্রসুতি আমেনা বেগম জানান ডাক্তার আমাকে প্রায়ই চেকআপ করতে বলেছে কিন্তু এসে দেখি বন্ধ কি করবো ভেবে পাচ্ছিনা। এ বিষয়ে জানতে পাঁচটি সেন্টরের দ্বায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ম্যানেজার আপেল মাহমুদ বলেন আমরা চেষ্টায় আছি এটা যত দ্রæত সম্ভব হেডকোয়াটারে কথা বলে সমাধানের।

সর্বশেষ আপডেট...