27 C
Dhaka, BD
রবিবার, জুলাই ১৩, ২০২৫

বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করতে কাজ করছে বিএনপি: অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি (ভিডিও)

স্টাফ রিপোর্টার্স : সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৬ আগষ্ট) শুক্রবার বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় রাজ প্যালেস সংলগ্ন মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় ও সভাপতি আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করতে কাজ করছে বিএনপি। এরা হত্যা, খুন ও সন্ত্রাসের মাধ্যমে বারবার অরাজকতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, তারেক রহমান ও বাবর ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তদন্ত চার্জশিটে জঙ্গিরা তারেক রহমানের সঙ্গে দুইবার হাওয়া ভবনে মিটিং করেছে। ওই বৈঠকে হামলার পরিকল্পনা হয়েছে।

সাবেক এই খাদ্যমন্ত্রী আরো বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ এর খুনিরা একই সূত্রে গাঁথা। খালেদা জিয়া সরকারের প্রত্যক্ষ মদদে সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। তারা বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করেনি। সমাবেশেও নিরাপত্তা দেয়নি।

তিনি বলেন, সেদিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ডাক্তাররা হাসপাতালে তালা মেরে চলে গিয়েছিলেন। ওই ঘটনার আলামত পানি দিয়ে মুছে ফেলেছে। বিএনপি সেদিন জজ মিয়া নাটক সাজিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা (উত্তর) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিব আহমেদ সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মোঃ রাসেল মোল্লাসহ ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ- লীগেরসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে কুয়াডাঙ্গা বিল ও দেওয়ার বিলে মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেন।

মঙ্গলবার দুপুরে (২৩ আগষ্ট) কুয়াডাঙ্গা বিল ও দেওয়াইর বিলে অভিযান চালিয়ে ১৫০০ মিটার কারেন্ট জাল (২৬ টি) ও ৩২ টি চায়না দুয়ারী জাল জব্দ করে এলাকাবাসীর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ। উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক)আনোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী মোঃ জিয়াউর রহমান,অফিস সহায়ক মোঃ আলী, লিফ দেলোয়ার হোসেন, মৎস্য চাষি মোঃ আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেইসাথে জালগুলো আগুন দিয়ে এলাকাবাসীর সামনে পুড়িয়ে ফেলা হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ সনগাঁও গ্রাম থেকে জুয়া খেলার সময় জুয়াড় আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে থানা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বালিয়াডাঙ্গী থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত আশরাফ আলী(৪৭), সবুজ আলী(২২), আনোয়ার হোসেন(৩২) এবং হোসেন আলী(৩৫) এরা ৪ জনেই উপজেলার দুওসও ইউনিয়নের দক্ষিন সনগাও গ্রামের বাসিন্দা।

জানা গরে এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ আব্দুস সোবহান বাদী হয়ে আটককৃত ওই ৪ জুয়াড়ির নামে ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ওই ৪ জনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঞ্চল্যকর হিরু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১১ বছর পর গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গঙ্গাধর পট্টি এলাকা হতে চাঞ্চল্যকর হিরু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রহমান(৩২) কে গ্রেফতার করা হয়েছে ।

মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গঙ্গাধর পট্টি এলাকায় ২২ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫.৩০ মিনিটে  অভিযান পরিচালনা করে দীর্ঘ ১১ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ রহমান’কে গ্রেফতার করা হয়। সাজা এড়াতে আঃ রহমান ছদ্মবেশে পালিয়ে বেড়ায় ১১ বছর। কখনও প্রবাস জীবন আবার কখনও সি এন জি, বাস কিংবা ট্রাক চালক।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিপিএম(বার) স্যারের নির্দেশনায় এবং সিংগাইর থানার সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ ইজ্জত আলী ও র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর সহায়তায় আঃ রহমান’কে গ্রেফতার করা হয়।

শফিকুল ইসলাম মোল্লা আরো জানান,পিকআপ ভ্যান ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও মারামারিকে কেন্দ্র করে হত্যা পরিকল্পনার সূত্রপাত ঘটে আঃ রহমান নিহত হিরুকে হত্যার পরিকল্পনা করে। গত ইং ২২/০৯/২০১০ তারিখ আসামী আঃ রহমান পিকআপ চালিয়ে মিতরা বাস স্ট্যান্ড হতে ভাঙ্গালা বাজারে যাওয়ার পথে সিংগাইর থানাধীন আমতলী নামক বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় হিরুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর দিয়ে পিক আপ উঠিয়ে দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিম হিরুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম হিরুকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত ঘটনায় নিহত হিরু’র স্ত্রী মোসাঃ মেহেরজান বাদী হয়ে আসামী আঃ রহমানের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  মামলার আসামী আঃ রহমানকে সংশ্লিষ্ট থানার পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে এবং ০৪ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পায়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামী আঃ রহমান এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে চার্জশিটের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ আদালত, মানিকগঞ্জ এর বিজ্ঞ বিচারক উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম হিরু হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে ০২/০৯/২০২১ তারিখে চার্জশীটে অভিযুক্ত আসামী আঃ রহমান’কে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

উক্ত ঘটনার পর হতে আসামী আঃ রহমান দীর্ঘ ১১ বছর পলাতক ছিলো।

রাণীশংকৈলে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম মিনহাজুল(৩)। সে উপজেলার খঞ্জনা গ্রামের আইনুক হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে থাকা শিশুটি সবার অগোচরে পার্শ্ববর্তী নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে তিনি ওই পুকুরে তার ছেলেক ভাসমান অবস্থায় দেখতে পান। লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কালিয়াকৈরে শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ বর্ধিত সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌর সভাস্থ কালামপুর রেললাইন বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৬ নং ওয়ার্ডে উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কালামপুর রেললাইন বাজার এলাকায় এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর শ্রমিগলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগের সভাপতি হাজী মোঃ হারিজ উজ্জামান হারিজ খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী, পৌর তাঁতি লীগের একআংশের সভাপতি কিরন মাহমুদ ওয়ার্সী,পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য শ্রী জিতেন্দ্র চন্দ্র সরকার কালু, পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি শ্রী উষা রঞ্জন কোচ সহ কালিয়াকৈর পৌর আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ।

পূজাতে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনায় পূজার আনন্দ করতে গিয়ে স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাপ্পু সরকার কলমাকান্দা উপজেলার নওয়াগাঁও গ্রামের পূর্ণ সরকারের ছেলে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে বাড়ির কাছেই স্থানীয় একটি পূজা মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনসা পূজা উদযাপনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে স্থানীয় একটি পূজা মণ্ডপের সামনে বৈদ্যুতিক স্পিকারে গান ছেড়েছিলেন পাপ্পু।

স্পিকারের উপরে হঠাৎ পানি পড়লে পরিষ্কার করতে যান তিনি। স্পিকারে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে পাপ্পু।

পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে পাপ্পুকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের মিলাদ-মাহফিল

হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সন্ধ্যায় আ.লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায অনুষ্ঠানে সভাপতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সহ-সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী মাস্টার, আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগ, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।অতিথিরা তাদের বক্তব্যে জাতির পিতার দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবনাদর্শের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ১৫ আগস্টে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন পন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন মতাবলম্বীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিজে নেন।

ঘটনার দিন বৃহস্পতিবার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে জন্মাষ্টমী পূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা বিরাজ করে। ফলে ১৮ আগষ্ট ভোর ৬টা থেকে ২০ আগষ্ট রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। এ সমস্যা সমাধানে জেলা আইন শৃংখলা কমিটির সভায় একাধিকবার এ বিষয় উত্থাপন করা হলেও কোনো সমাধান হয়নি।

সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, “ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। জন্মাষ্টমী পূজা উদযাপনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

সাভারের আমিন বাজারে জমি দখলের অভিযোগ-স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ।

স্টাফ রিপোর্টার্স:সাভার উপজেলার আমিনবাজারের সালেপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে।

স্থানীয় ভুক্তভোগী আলী মিস্ত্রি জানান , ১৯৮২ সালে মহিউদ্দিন ও আমির হোসেন গং এর কাছ থেকে ১১৩ শতাংশ জমির মধ্যে আলী মিস্ত্রি ৭৫.৩৩ শতাংশ জমি নিজে ক্রয় করেন, এবং তাহার পাশের অবশিষ্ট ৩৭.৬৬ জমি বর্তমান আমিনবাজার ইউনিয়ন চেয়ারম্যান রকিব আহমেদের পিতা মৃত মফিজ উদ্দিন ক্রয় করেন। তিনি বেঁচে থাকতে তার জমির বাউন্ডারি ওয়াল করে নিজে দখলে ছিলেন এবং আমি আমার জমি নিজের দখলেই ছিলাম।

কিন্তু বর্তমানে চেয়ারম্যান রকিব আহমেদ সেই দেয়াল ভেঙে আমার জমিতে প্রবেশ করে জায়গা দখল করার চেষ্টা করছেন, এ নিয়ে বেশ কয়েকবার জমি মেপে বাউন্ডারি ওয়াল করার অনুরোধ করলেও তিনি এসবকিছুর তোয়াক্কা না করেই জমি দখল করার চেষ্টা করছেন ‌ বলে জানান ভুক্তভোগী আলী মিস্ত্রি।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ নিয়ে আমাদেরকে বেশ কয়েকবার জীবননাশের হুমকি দেওয়ায় আমরা আইনের আশ্রয় নিলেও পরবর্তীতে থানা পুলিশ আমাদের সহায় হয়নি। তাই আমরা কোর্টের আশ্রয় নিয়ে ছিলাম সেখান থেকে জমির সকল রায় আমাদের পক্ষে থাকলেও বর্তমানে এসব কোন তোয়াক্কা না করেই রকিব চেয়ারম্যান নতুন করে নিজের মনগড়া সিদ্ধান্ত নিয়ে আমার জমিতে অনুপ্রবেশ করে দখলের চেষ্টা করছেন। যদি বাধা দিতে যাই তবেই ভয়-ভীতি ও হুমকি সহ মারার জন্য প্রস্তুতি নিতে থাকেন।

এ বিষয়ে বর্তমান আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদের সাথে কথা বলতে চাইলে, তিনি তিনি বলেন, এখনই এটা নিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধের পাশাপাশি তাহার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা এছাড়াও এই নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

আলী মিস্ত্রি আরো অভিযোগ করে বলেন গেলো ১৫ই আগস্ট দুপুরে বর্তমান চেয়ারম্যান রকিব আহমেদের ভাই সহ বেশ কয়েকজন সন্ত্রাসী তাহার জমির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে আবারো জমি দখলের চেষ্টা করলে, স্থানীয় আমিনবাজার পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানালে তাৎক্ষণিক পুলিশের এস আই লিন্টু মোল্লা ঘটনা স্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।

এ বিষয়ে জানতে চাইলে এস আই লিন্টু মোল্লা বলেন, বিষয়টি নিয়ে আমরা ফাঁড়িতে বসে কাগজপত্র দেখে ব্যবস্থা নেবো । এবং কেউ যেন জমি দখল করতে না পারে সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি ।

ভুক্তভোগী আলী মিস্ত্রির শারীরিক প্রতিবন্ধী ছেলে জাহিদ জানান, কথায় কথায় আমাদের মারতে আসে তাই আমরা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছি, তাই আইন প্রশাসন ও সরকারের দৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

সর্বশেষ আপডেট...