22 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

বেনাপোল ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ আটক-১

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী চারা বটতলা মাঠের মধ্য থেকে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় চারা বটতলা মাঠে একজন পাচারকারীকে দেখে সেখানে গিয়ে ভারতীয় ইনজেকশনসহ মোঃ জাহিদ হাসান (১৯) কে আটক করে। আটক জাহিদ হাসান মইসাডাংগা গ্রামের আলী হোসেন এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিনের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বেনাপোল পোর্ট থানাধীন গ্রামস্থ শিকড়ী চারা বটতলা মাঠ থেকে ভারতীয় ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইনজেকশনের আনুমানিক মূল্যমান ৯,৮৭,৫৭০/- (নয় লক্ষ সাতাশি হাজার পাঁচশত সত্তর) টাকা।

আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

যশোরের শার্শা থেকে ৫ কেজি গাঁজাসহ আটক-২

যশোরের শার্শা থানাধীন বড় মান্দারতলা গ্রাম থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (এসআই) মুরাদ হোসেন সংগীয় অফিসার নিয়ে শার্শা থানাধীন বড় মান্দারতলা গ্রাম থেকে আলী আকবর(৩৭) ও জহর আলী(২৯)নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করে।আটক আলী আকবর শার্শা থানার বড় মান্দারতলা কলোনী গ্রামের আফতাব উদ্দিন গাজীর ছেলে ও জহর আলী একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মুরাদ হোসেন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। আটক মাদকসহ আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সাদিপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেনাপোাল সীমান্তবর্তী গ্রাম সাদীপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বৃহস্প্রতিবার ২৮শে মার্চ সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষে বিকালে সাদিপুর বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বেনাপোল সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সীমান্ত প্রেসক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বিভিন্ন দেশীয় খেলাধুলায়ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথী বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার তৌহিদুর রহমান, বিশেষ অতিথী সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সেক্রেটারী আয়ব হোসেন পক্ষী।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সীমান্ত প্রেসক্লাবের সহঃ সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ ও দৈনিক অর্নিবানের ফটো সাংবাদিক মুক্তার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশেষ অতিথী সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সহঃ প্রচার সম্পাদক সেলিম রেজা তাজ, সদস্য লোকমান হোসেন রাসেল, সবুজ মাহমুদ,সাদিপুর ওয়ার্ডের সমাজ সেবিকা জেসমিন আক্তার, যুবলীগের সাদিপুর ওয়ার্ড সভাপতি শফি সরদার, সেক্রেটারী শরিফুল ইসলাম, কলারোয়া ছাত্রলীগের সভাপতি ইমরান সরদার,আরিফ,সজন, ফরহাদ, হাবিব, রনি, রায়হান ,মিঠু সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদলতের অভিযান নগদ অর্থ জরিমানা

বেনাপোল বাজারে খাবারের অযোগ্য মেয়াদউত্তীর্ন খাবার ,লাইসেন্স বিহীন, ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স বিহীন এবং ফুটপাতে সরকারী রাস্তায় ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৯৯০০ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় শার্শা এ্যাসি ল্যান্ড মৌসুমি জেরিন কান্তা অভিযান শুরুকরে বেলা ২ টার সময় শেষ করেন।তিনি বেনাপোল বাজারে নির্দিষ্ট জায়গায় মাংসের দোকান থাকা সত্বেও সেখানে বিক্রি না করে প্রধান সড়কের উপর ধুলাবালির ভিতর মাংশ বিক্রির অপরাধে ৩ জনকে কনফেকশনারী ও ফুটপাতের রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে ৩ জনকে ও সফি ষ্টোর নামে একটি মুদি দোকানের মালিককে সহ ৩৯৯০০০ টাকা জরিমানা করে।

শফি ষ্টোরের ঐ মুদি দোকানে মেয়াদউত্তীর্ন মালামাল পাওয়ার অভিযোগে তাকে একাই বিশ হাজার টাকা জরিমানা করে। বাকি অন্যান্যদের ২/৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ সময় এসিল্যান্ডের সাথে ছিলেন, বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ প্রমুখ।

শার্শা উপজেলা এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা বলেন, খোলা আকাশের নীচে রাস্তার উপর ধুলাবালির ভিতর মাংশ বিক্রি,মেয়াদ উত্তীর্ন খাদদ্রব্য, মানুষ ও যানবাহন চলাচল রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে তাদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে জরিমানা করা হয়। নির্দিষ্ট পরিমান কেউ জরিমানা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের তিন মাস কারাদন্ডের বিধান রয়েছে।

বেনাপোলে ভারতীয় রুপীও ইউএস ডলারসহ আটক-২

যশোরে বেনাপোল সীমান্তে পাচারের সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ১৭লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি এবং ২৩ ইউএস ডলারসহ ইকবাল হোসেন (৩৯) ও জাকির হোসেন (৩৮) নামে দু’ মুদ্রা পাচারকারীকে আটক করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টে রয়েল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৮৭৯০) ঢাকাগামী একটি এসি বাসের-আই-১,২ নাম্বার সিটির যাত্রীর দেহে তল্লাশী এ বিপুল পরিমানের রুপীও ডলার জব্দ করা হয়।

আটক ইকবাল হোসেন ফরিদপুর জেলার আলফাডাংগা, বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলেও জাকির হোসেন ঢাকা যাত্রাবাড়ি আগামসি এলাকার আজিম মিয়া ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টে একটি দুরপাল্লার পরিবহনের যাত্রীর দেহে তল্লাশী করে এ বিপুল পরিমানে রুপীও ডলার জব্দ করা হয়।

পরে তাদের নামে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে।

ধামরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থীর উঠান বৈঠক।

ঢাকার ধামরাইয়ে ৩১ শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে তুমুল প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী প্রভাষক মিজানুর রহমান মিজান। প্রতিদিন বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন তিনি সাধারণ জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে ধামরাই উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন।

তার ধারাবাহিকতায় ২৭ শে মার্চ রাত ৮ ঘটিকার সময় ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডাঃ অজিত বসাকের বাসায় এক উঠান বৈঠকের আয়োজন করেছেন। এই মতবিনিময় সভায় ধামরাই উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি আলি খান ও বন্ধু মহলের সভাপতি গার্নিল এবং পৌর যুবলীগ নেতা শাহিন দেওয়ান। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাক্তার অজিত বসাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী প্রভাষক মিজানুর রহমান মিজান। তিনি তার বক্তব্যে বলেন আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে এ দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন, বিগত দিনে এবং বর্তমানেও আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা এ দেশের জন্য কি করেছে তা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন সে ধারাবাহিকতায় আপনারা উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতি উন্নয়ন করার সুযোগ করে দিন। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।

তিনি আরো বলেন আমি ধামরাই উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান আমি যদি জনগণ সাথে খারাপ আচরন করতাম তাহলে কি জনগণ আমাকে ৫ বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতো। আপনারা এই উপজেলা নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

ঢাকা জেলার সহ সভাপতি রতন উকিল,আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান , ৫ নং ওয়ার্ডের কমিশনার জাকির হোসেন জাকির,ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান হ্যাপি ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সারোয়ার মাহবুব তুষার, পৌর যুবলীগের সহ সভাপতি আলী খান,পৌরসভার ৩ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আদনান হোসেন, পৌর যুবলীগ নেতা শাহিন দেওয়ান ও বন্ধু মহলের সভাপতি গার্নিল ও সুশীল সমাজের লোক এবং সাধারন জনগন।

যশোরর শার্শায় বালুবাহি ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু:আহত ০১

যশোরর শার্শায় বালুবাহি ট্রাকের চাপায় কামরুজ্জামান(৫)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে শিশুর দাদা ঝিকরগাছা হাজের আলী গ্রামের হারুনার রশিদ। স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়েছে। নিহত শিশু শার্শা নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়াঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় ইউপি চেযারম্যান আবুল কালাম জানান,দাদু হারুনার রশিদ বুধবার দুৃপুরে বাইসাইকেল যোগে নিজ স্ত্রী ও কামরুজামানকে নিয়ে বাড়ীর দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে কেরালখালি নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা বালুবাহী ট্রাকটি সাইকেলটির ধাক্কা দেয়।এসময় টাকের ধাক্কায় আহত হয় দু জন। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। দাদার একটি হাত ভেঙে গেছে। তবে আহতের স্ত্রী সুস্থ্য রয়েছে বলে জানান স্বজনেরা।

শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ খাইরুল আলম জানান,বালু বাহি ট্রাকের চাপায় নিহত শিশুটি সহ আহতকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি সহ ড্রাইভারকে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত ১, গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমানপুর ইউনিয়নের কালিতলা ফকদনপুর গ্রামে বসতভিটার জমি সংক্রান্ত জেরে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে মুক্তাদুর রহমান ও পারুল বেগমের। আজ সকালে পারুল বেগম ওই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বাধা দেয় মুক্তাদুর। এসময় পারুল বেগমের লোকজন এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মুক্তাদুর রহমানের উপড় হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জ রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পারুলসহ ২ জনকে আটক করা হয়েছে ।

নওগাঁ নিয়ামতপুরে রাধাগোবিন্দ মন্দির হতে দুইটি পিতলের গোপাল মূর্তি উধাও ।

নওগাঁর নিয়ামতপুরে রাধা গোবিন্দ মন্দির হতে দুইটি গোপাল মূর্তি উধাও হয়ে গেছে।

জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের সার্বজনিন দূর্গা মন্দিরের পার্শ্বে নির্মিত রাধা গোবিন্দ মন্দির হতে দুইটি গোপাল মূতি উধাও হয়ে গেছে। কে বা কাহারা তা চুরি করে নিয়ে গেছে। সংবাদটি থানায় পৌছানোর সাথে সাথে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান, উপজেল প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান পরিদর্শন করেন।

সরেজমিনে স্থানীয় ইউপি সদস্য ও তুশিত সরকার এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার ভোর ৫টায় যখন গ্রামের মেয়েরা পূজা করার জন্য মন্দিরে যায় তখন মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় দরজা খোলা ছিল। এবং দেখে যে মন্দিরে স্থাপন করা দুইটি পিতলের তৈরী গোপাল প্রতিমা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। দুইটি গোপালের প্রতিমায় হাতে সোনার চুড়ি ও গলায় চেইন ছিল যার পরিমান প্রায় ৩ ভরি। আমরা সাথে সাথে পুলিশ প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মোবাইল ফোনে জানাই।

তাঁরা জানার সাথে সাথে মন্দির পরিদর্শন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অবিনাষ মহন্ত বলেন, আমাদের পাড়ার মেয়েরা প্রতিদিন সকাল সন্ধ্যায় মন্দিরে পূজা দিতে যায়। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল আনুমানিক ৫টায় পাড়ার মেয়েরা মন্দিরে যায় পূজা দিতে গিয়ে দেখে মন্দিরের তালা ভাংগা ভেতরে দুটি পিতলের তৈরী গোপাল মূর্তি উধাও, ইষ্টিলের আলমারী ভাংগা। দুইটি গোপাল মূর্তিতে হাতে চুড়ি ও গলায় চেইল ছিল। যার পরিমান আনুমানিক ৩ ভরি। আলমারী হতে কিছু খুচরা দানের টাকা নিয়ে যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি কোন নেশা খোরদের কাজ হবে । আমরা চিরুনি অভিযান শুরু করেছি।

‘‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’’ চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন

সাভারে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে দিনব্যাপী আয়োজিত ‘‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’’ চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের এক হাজার দুইশজন প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে থেকে ক,খ ও গ গ্রুপ থেকে দশ জন করে প্রতিযোগিকে বাছাই করে পুরুস্কার তুলে দেয়া হয়।

প্রথম পুরুস্কার গোল্ড মেডেল, দ্বিতীয় পুরুস্কার রৌপ্য মেডেল এবং তৃতিয় পুরুস্কার ব্রোঞ্জ মেডেলসহ সবাইকে ক্রেস্ট, সনদপত্র এবং বই তুলে দেয়া হয়।

প্রতিযোগিতায় ক গ্রুপে স্বর্ণ পদক পেয়েছে ভিকারুননিসা নুন স্কুলের ফারিনা জাহান অর্পিতা, রৌপ্য পদক পেয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আল মুমিনুর, ব্রোঞ্জ পদক পেয়েছে গভর্মেন্ট ল্যাবটরি হাই স্কুলের শাকিব হোছেইন।

খ গ্রুপে স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ চারুকলা কেন্দ্রের লামিয়া আক্তার, রৌপ্য পদক পেয়েছে আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ের গাজী ইমাম হোসেন ও ব্রোঞ্জ পদক পেয়েছে সরকারী ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা ইসলাম তিতলি।

গ গ্রুপে স্বর্ণ পদক পেয়েছে মনির গ্লোরি স্কুল এন্ড কলেজের ফাইজা ইসলাম, রৌপ্য পদক পেয়েছে অগ্রনী স্কুল এ্যান্ড কলেজের ইসরাত জাহান ইফফাত এবং ব্রোঞ্জ পদক পেয়েছে নারায়নগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাহিয়ান মাঈশা অয়মী।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য চিত্র শিল্পী মুস্তাফা মনোয়ার ও চারুকলা এর ছাত্র শিক্ষক, সমালোচক ও সাংবাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচিত্র নায়িকা মৌসুমী।

পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (বিপনন) অনুপ কুমার সরকার, মহা ব্যবস্থাপক মেজর মনজুর উদ্দিন (অবঃ), মিডিয়া বিভাগের প্রধান উজ্জল কুমার বসাক এবং ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপক (বিপনন) আব্দুল্লাহ আল মামুন ও উর্দ্ধতন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সুরঞ্জন কুমার সাহা।
দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহনকারী, অভিভাবক ও আমন্ত্রিত বিনোদনের জন্য আয়োজন করা হয় কনকর্ড শিল্পকলা ভূবন এর ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ আপডেট...