20.3 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, রাজনৈতি নের্তৃবৃদ্ধ এবং সর্বস্তরের জনতা। মঙ্গলবার ভোর ছয়টার দিকে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহীনির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিভিন্ন বাহিনীর প্রধানরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে সর্বস্তরের জনতার জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় নারী-শিশু, আবাল বৃদ্ধ ও বনিতসহ সর্বস্তরের সাধারন মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি দলে দলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি, আধাসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ। পুরো স্মৃতিসৌধ এলাকা যেন মিলন মেলায় পরিণত হয়।

সকাল সাড়ে ৮ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাধীনতা দিবসের অঙ্গীকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রীর মুক্তি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাখো বীর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের চরম দুর্ভাগ্য যে আদর্শ, চেতনা নিয়ে আমরা মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পুর্নভাবে ভুলন্ঠিত হয়েছে। গনতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার একটি চক্রান্ত প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। জনগনের অধিকার হরন করা হয়েছে। তাদের ভোটাধিকার হরন করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। আজকে সাধারন মানুষের চলাফেরার কোন নিরাপত্তা নেই, সড়কে কোন নিরাপত্তা নাই। আজকের মহান দিনে দেশের জনগনকে আমাদের স্বাধীনতার আদর্শ, লক্ষ্য ও চেতনাকে পুনুরুদ্ধার করার জন্য, গনতন্ত্রকে পুনুরুদ্ধার করার জন্য, আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী এবং গণতন্ত্রকে মুক্ত করতে শপথ গ্রহনের আহŸান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, সৈয়দ নজরুল ইসলাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শ্যামা ওবায়েদ ও ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্রকে শাসন ব্যবস্থা হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে পেরেছি। সংবিধান অনুমোদনসহ অনেক কিছু অর্জন করলেও দেশে গণতান্ত্রি পরিবেশ পুরোপুরি গড়ে তোলা হয়নি বলে আমরা অনেকগুলো ঘাটটি লক্ষ করছি। আজকে যে গণতন্ত্র, আমরা মনে করি সেখানে অনেক ঘাটতি আছে।
অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ গঠন করতে পারবেন। যে সংসদ সত্যিকারের অর্থে জনগনের প্রতিনিধিত্ব করবে এবং জনগনের আশা পূরন করবে।

বেনাপোলে স্বাধীনতা দিবসে ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরন

যশোরের বেনাপোল পোড়াবাড়ী নারায়নপুর ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষে বিকালে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বেনাপোল পোড়াবাড়ী নারায়নপুর ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ও বিভিন্ন স্থান হতে আগত শিল্পীগনেরা অংশ গ্রহণ করেন।

বিভিন্ন খেলাধুলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি শামছুর রহমান ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম সাঈফী।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মাজেদ, সীমান্ত প্রেসক্লাবের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহঃ সাংগঠনিক তামিম হোসেন সবুজ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদস্য লোকমান রাসেল, সবুজ মাহমুদ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

মহান স্বাধীনতা দিবসে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জ‌লি ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে বামনডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ০৮ঘটিকায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম ও সাধারণ সম্পাদক বাপ্পী রাম রায়ের (ক্যাপ্টেন) নেতৃত্বে সংস্থার সদস্যরা বামনডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বাপ্পী রাম রায় বলেন,১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণ মুক্ত, নিরাপদ ও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই সপ্ন পূরণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবংনিজের স্বার্থে নয় বরং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসা উচিৎ।।।

এসময় উপস্থিত ছিলেন, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম,সহ প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু,কোষাধক্ষ মাসুদ রানা,পাপ্পু হাসান ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,রঞ্জন কুমার,শাহীন মিয়া,রিপন সরকার,সজল,মিয়া,রনি,মেহেদী,বিপ্লব,লাবন্য,মৃদুল,প্রমূখ।

ধামরাইয়ে নানা আয়োজনে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন।

আজ মঙ্গলবার (২৬মার্চ) সকাল ১১ ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে নানা আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসটি পালন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এই সময় বীর শহীদদের স্বরণে এক মিনিট নীরবে দাড়িয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়।

এই উপলক্ষে সকাল ১০ টা থেকে ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠে পুলিশ, আনসার, ভিডিপি,ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্ময়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই সময় ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও ধামরাই ২০ আসনের এম পি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহম্মেদ,উপজেলা নির্বাহী আফিসার মোঃ আবুল কালাম আজাদ ও ধামরাই থানার আফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা এই সময় মুক্তিযোদ্ধাদের ইউনিট, রাজনৈতিক নেতৃবুন্দ,স্কুল কলেজের সকল ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এই দিবসের আন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন,বীর শহীদদের প্রতি সংবর্ধনা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী নানা রকম সংস্কৃতি অনুষ্ঠানসহ মুক্তিযোদ্ধা বিষয়ক নাটক।

এই সময় ধামরাই উপজেলা নির্বাহী আফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের এমপি আলহাজ¦ বেনজির আহম্মেদ, তিনি তার সংক্ষিত বক্তবে বলেন, আজ আমরা স্বাধীন রাষ্টে বাস করি সেটা এই মহান স্বাধীনতার কারণে। আর এই স্বাধীনতা এনে দিয়েছে বাংলার মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান। সেই মহান পুরুষকে আজ শ্রদ্ধাভরে স্বরণ করি। দেশ আজ এগিয়ে চলছে। আজ আমরা উন্নয়নশীল দেশে পা রেখেছি। এর একটায় মাত্র কারণ সেটা হল জননেত্রী শেখ হাসিনার অবদান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্টদৃত বীরমুক্তিযোদ্ধা সোরহাব হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ মালেক, ধামরাই পৌর-আওয়ামী-লীগের সভাপতি ও পৌর-মেয়র আলহাজ¦ কবির মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন(মুক্তা) ,

নওগাঁয় জেলা আওয়ামীলীগের শোভাযাত্রা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামীলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ার ইলিয়াস রেজা তুহিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্যনেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসে বিএসএফের জন্য বিজিবির মিষ্টি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করছে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।আজ মঙ্গলবার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ’র রায়গঞ্জ সেক্টর এবং অধীনস্থ আরাদপুর ও পতিরাম ব্যাটালিয়নসহ কোম্পানী,ক্যাম্পকে শুভেচ্ছাস্বরুপ মিষ্টি প্রদান করা হয়েছে।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো.জাহিদ হাসান জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমরা বাংলা নববর্ষ, জাতীয় দিবস, ঈদ এবং ভারতের স্বাধীনতা দিবসে মিষ্টি বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএফএফ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

আমরা মনে করি এর মাধ্যমে দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরও জোরদার হবে।

বেনাপোলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের স্থলবন্দর বেনাপোলে মহান স্বাধীনতা দিবস জাঁকজমক পুর্ণ ভাবে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বেনাপোল কাগজপুকুর শহীদ স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-১(,শার্শা)আসনের জাতীয় সংসদ শেখ আফিল উদ্দিন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক,সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮টায় ঐতিহ্যবাহী বেনাপোল ফুটবল ময়দানে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। শ্রদ্ধাঞ্জলী ও মনোজ্ঞ ডিসপ্লের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারন সম্পাদক নুরুজ্জামান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, বেনাপোল থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমসহ বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান তৌহিদুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,বিশিস্ট ব্যবসায়ী শামছুর রহমান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

মহান স্বাধীনতা দিবসে জাবি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাতটায় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসা ও সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসা বলেন, ‘১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণ মুক্ত, নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্নদেখেছিলেন।’ এ সময় তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।

জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিন বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদেকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসা উচিৎ।’

এসময় জাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরিত্র দাস, প্রচার সম্পাদক মাকসুদ জুবায়ের সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ইউনিট, বিভাগ, হল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রাজশাহীতে বিদেশী মুদ্রা জাল চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বিদেশী মুদ্রা জাল চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর ও রাজশাহেী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচরের বৈকুন্টপুর এলাকার মৃত কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮) এবং গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) ও একই এলাকার খালেক শেখেরে ছেলে বাবলু শেখ (৩৫)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরী আবিাসিক হোটেলে অভিয়ান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইলু শেখ ও বাবুল শেখকে। তাদের কাছে পাওয়া যায় দুইটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট এবং ২০১টি জাল নোট। পরে তাদের দেয়া তথ্যে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে টুটুল ও মমতাজকে গ্রেপ্তার করা হয় । তারা বেশ কিছুদিন যাবৎ রাজশাহীতে অবস্থান করে বিদেশী জাল মাদ্রার কারবার করছিল বলে জানান তিনি।

বলিহার গোবিন্দ মন্দীরে পঞ্চমবারের মত পালিত হলো দোলপূর্ণিমা ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ সোমবার পঞ্চমবারের মতো পালিত হলো বলিহার গোবিন্দ মন্দীরে ।

বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার রাজশাহীর জেলার বাঘা থানার বলিহার গ্রামে পঞ্চম বারের মতো গোবিন্দ মন্দিরে পুজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন মন্দীর কমেটি।

বলিহার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে গোবিন্দ মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং প্রসাদ বিতরণ দুপুর ১২টায়।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোন কোন স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে।

হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদ্যাপন করবেন।

সর্বশেষ আপডেট...