17 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

যশোরের ঝিকরগাছার নৌকা প্রতিকের প্রার্থী আলী রায়হানের মনোনয়নপত্র জমা

উৎসব মুখর পরিবেশে ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এড.মোহাম্মদ আলী রায়হান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকাল ১০ টায় উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম এর কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার ইনামুল কবির, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুর কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি নাসিমুল হাবিব শিপার, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিমুর হক সালাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা অধ্যাপক কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা ঈদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাকারিয়া লফি, সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল রায়হান, যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দীন, পৌর যুবলীগ নেতা আশরাফুজ্জামান বাবু, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম মৃধা, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগের আহবায়ক অধ্যাপক খলিলুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দীন, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারি ও মহাশিন আলী, নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বুলি, শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আহবায়ক মুনছুর আলী, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আহসান হাবিব লাল্টু মেম্বর, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলমগীর কবির, উপজেলা বাস্তহারা লীগের সাবেক সভাপতি সজল, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মাষ্টার ইয়ার আলী, হবিবার রহমান মন্ডল, খলিলুর রহমান, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অবেদ আলী মেম্বর, হামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিপ্লব ও মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন।

শার্শায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনা ও দোয়া অনুষ্ঠিত

যশোরের শার্শায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত।

সোমবার সকালে যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শার্শা বাজারস্থ কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনা করে ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯- এ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস এর মনোনয়নপত্র জমাদান উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ এর শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক বিষয়ক সম্পাদক আসিফ উদ- দ্দৌলা আলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, উপজেলা বাস্তহারাদীগের সভাপতি আবুল হোসেন, বাগআঁচড়া ইউনিেেয়নর চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (২৭) ও মনির হোসেন মুন্না (২৫) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার ভোরে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয় থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এতে মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শাহিন মিয়া সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের কফিল উদ্দিনের পুত্র ও মনির হোসেন মুন্না একই গ্রামের নঈম উদ্দিনে পুত্র। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জানান, গ্রেফতারকৃতরা চিহ্নত মাদক কারবারী। এদের রংপুর, মিঠাপুকুর ও সুন্দরগঞ্জ উপজেলাসহ উত্তরাঞ্চলের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুটা তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ মাদক চোরাচালানসহ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।

ধামরাই তিন মাস যাবত তালাবদ্ধ নান্নার কমিউনিটি ক্লিনিক।

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে সোমবার (৪মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্নার ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত নান্নার কমিউনিটি ক্লিনিকটি প্রায় সাড়ে তিন মাস যাবত তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে ২নং ওয়ার্ডে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে র্কমরত স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের বিরুদ্ধে অফিস ফাঁকি ও কর্তব্য অবহেলার অভিযোগ উঠেছে।এসময় ওই ক্লিনিকে র্কমরত স্বাস্থ্য সহকারী (সি.এইস.সি.পি)শিল্পী সরকার ও মুক্তা আক্তার(এফ.ডাব্লিউ.এ) অনুপস্থিত দেখা যায়।

ক্লিনিকের সামনে দাড়িয়ে থাকা নান্নার এলাকার মরিয়ম বেগম এসেছেন চিকিৎসা সেবা নিতে। কিন্তু ক্লিনিকটি বন্ধ থাকায় চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যান তিনি।তারমিয়া(৪০) স্থানীয় এক দোকানদার ব্যাক্তি বলেন, ক্লিনিকটি নিয়মিত বন্ধ থাকার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।এ বিষয়ে কমিউনিটির সহকারী স্বাস্থ্য পরিদর্শক এম.এ.হান্নান বলেন তিন-চার মাস যাবত কমিউনিটি ক্লিনিকটি বন্ধ তা উপরের মহল জানে, শিল্পি সলকারকে শো-কোজ করা হয়েছে তা তে ও কোন লাভ হয়নি। আমি তো দুইটা দায়িত্ব একসাথে পালন করি। ক্লিনিকে কেউ নেই এটা খুব খারাপ!

ওখানে (কমিউনিটি ক্লিনিকে) এফ ডব্লিউ থাকার কথা।স্বাস্থ সহকারী আর ও বলেন আমি এপিআই(টিকাদান) কর্মসূচীতে ফিল্ডে কর্মরত ছিলাম। তবে এত দিন যাবত ক্লিনিক বন্ধ এটা সত্যিই খুব দুঃখজনক বিষয়।

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

ঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের। সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে তাকে বের করা হয়।

এখন তাকে নেয়া যাওয়া হচ্ছে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে এয়ার এ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।

দেশটির মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে চিকিৎসা দেয়া হবে তাকে।

বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া একথা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো শঙ্কামুক্ত নয়।

এর আগে দুপুরের দিকে একটি চার্টার্ড বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চলে আসেন। দেবী শেঠির সঙ্গে ছিলেন বিএসএমএমইউয়ের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ।

সকালে ব্যাঙ্গালোর থেকে তিনি কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান। সেখানে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কনসুলার (ভিসা) মনসুর আহমদ বিপ্লব তাকে স্বাগত জানান এবং ভিসা প্রদান করেন। সেখান থেকেই উপমহাদেশের প্রখ্যাত এ শৈল্য চিকিৎসক ঢাকার উদ্দেশে চার্টার্ড বিমানে রওনা হন।

রোববার ভোরে সকালে হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ও পরে তাকে সিসিইউতে রাখা হয়েছে।

দেশটির মাউন্ট এলিজাবেথ হসপিটালে তাকে চিকিৎসা দেয়া হবে তাকে।
এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ, একজন সাধারণ চিকিৎসক ও দু’জন নার্সসহ চারজনের একটি দল ওই দিন সন্ধ্যায় ঢাকায় এসে এসে পৌঁছান ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে এখনি সিঙ্গাপুর নেয়া হচ্ছে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
রোববার (৩ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

ব্রিফিংয়ে বলা হয়, সকাল এবং দুপুরের চেয়ে তার অবস্থা এখন ভালো। তার প্রস্রাবও হচ্ছে যেটা দুপুরে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। পানি খাবেন কিনা জিজ্ঞাসা করা হলে মাথা নেড়ে সায় দিয়েছেন বলেও জানানো হয়।

তার অবস্থার উন্নতি হওয়ায় আপাতত তাকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

তবে, এরআগে রাত সোয়া আটটার দিকে আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান জানিয়েছিলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন। পরে বিএসএমএমইউ’র পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই তাকে না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন সিঙ্গাপুর থেকে আসার চিকিৎসক দল।

সন্ধ্যায় তারা একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান এবং সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ’তে চলে যান। সেখানে ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের সঙ্গে আলোচনার পর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে মত দেন তারা।

বিকেলে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কের জানাতে ব্রিফিং করেন বিএসএমএমইউ’র চিকিৎসকরা। এসময় তারা জানান, ওবায়দুল কাদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি চোখ খুলেছেন বলেও জানান তারা।

রোববার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও পরে সিসিইউ-তে স্থানান্তর করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, আজ (রোববার) ফজরের নামাজের পর হঠাৎ করে সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়। এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। রিং পরিয়ে একটি ব্লক সচল করা হয়।

পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

ন্যাশন্যাল ডিফেন্স কলেজের ৩২সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর কাষ্টম ও সীমান্ত এলাকা পরিদর্শন–

বাংলাদেশ ন্যাশন্যাল ডিফেন্স কোর্স(এনডিসি) নৌ ও বিমান বাহিনী আর্মি ও সিভিল প্রশাসন ২০১৯ ফাইনাল লাষ্ট অফ ডেলিগেশন ইন ইন্টারন্যাল ষ্টাডি টুর ১খুলনা গ্রæপ (জিপি৩) ৩২ সদস্যের প্রতিনিধি দল রবিবার বিকালে বেনাপোল বন্দর কাষ্টম ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্দ আয়ুব চৌধুরী (পিবিজিএম্এস) পিএসসির নের্তৃত্বে ৩২ সদস্যের টিমে বাংলাদেশ ভারত,নেপাল,কুয়েত,সৌদি আরব,শ্রীলঙ্কা,নাইজেরিয়ার প্রতিনিধিরা উপস্তিত ছিলেন। দলটি বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি বিএসএফের রিট্রেট শিরোমনি উপভোগ করেন। এসময় পাসপোর্ট যাত্রীদের সাথে কথা বলেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মো: ছদরুল আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন পিএসসি,আবু বক্কও সিদ্দিক খান,মাসুদুর রহমান,এ এন এম মজ্ঞুরুল হক মজুমদার,কায়সার হাসান মালেক,জেনারেল সেক্রেটারী মো: অহিদুজামান,সানজিদা সোবহান,রাজেত মোহান ভিএমপি,ইব্রাহিম সাদ আল সাদ্মান,মিসেল ইাসফারেন,মিসাইল ই আইটি-আলবাহেরম, ব্রিগেডিয়ার জেনারেল-সাদারসিং সফেল,এসএম উবা,ক্যাপ্টেন সানডে উছমান বিলু,নেভিলিন আমারা-আল্লান হিরটন, লে: কর্নেল কামরুল ইসলাম,বিজিবি,মেজর মো: আশাফুল দৌল্লা পিএসসি প্রমুখ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: সেলিম রেজা জানান,দলটি বেনাপোলের আমদানি রফতানি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘুরে ফিরে দেখেন। রুটিন মাফিক পরিদর্শন বলে জানান তিনি।

সেনাবাহিনীকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান : প্রধানমন্ত্রী

যে কোন ত্যাগ স্বীকার করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বজলার রহমান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী।

এছাড়া ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে রাজশাহী পৌঁছান। বেলা পৌনে ১২টায় তিনি রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আসেন। পরে প্যারেড পরিদর্শন করেন।

এরপর সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী তানজিনা আক্তারের শরীরে এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

 
শনিবার দুপুরে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
 
এসময় বক্তব্য দেন, ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আক্তার, সীমা বেগম, আশা মনি, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, লাইলি বেগম প্রমুখ।
 
বক্তারা অভিযোগ করেন, ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয় প্রতিবেশি আমজাদ হোসেন। এ ঘটনায় মামলাও হয়েছে; কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা প্রধান আসামী আমজাদকে গ্রেপ্তার করতে পারেনি; তাই দ্রুত প্রধান আসামীকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
 
এ ঘটনায় রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, মামলায় মোট ৫জন আসামী রয়েছে; এরমধ্যে দ্বিতীয় আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রধান আসামী সহ অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
 
উলে­খ্য, গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি আমজাদ হোসেন শিক্ষার্থী তানজিনা আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করে। এতে ওই শিক্ষার্থীর শরীরের ২০ শতাংশ ঝলসে যায়। বর্তমানে ওই শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

যশোরের শার্শায় ফেন্সিডিল সহ আটক-১

যশোরের শার্শার সীমান্ত থেকে ৯৮ বোতল ফেন্সিডিল সহ আলম (৩৫)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ।

শনিবার বিকালে সীমান্তের কাশিপুর এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাকে আটক করে বিজিবি। আটক আলম শার্শা থানার টেংরালী গ্রামের মৃত মলি­ক মিয়ার ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে ফেন্সিডিল এনে টেংরালী পোষ্টের ৩৩ নাম্বার মেইন পিলারের কাছে অবস্থান করছে।

এধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের চৌকস বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিল সহ আলমকে আটক করেন।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ আপডেট...